নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনুন মন ভালো রাখুন।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।

লিরিকস

সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

লিরিকস › বিস্তারিত পোস্টঃ

অশ্রু দিয়ে লেখা এ গান - সাবিনা ইয়াসমিন

০২ রা মে, ২০১৪ রাত ১১:১৯





অশ্রু দিয়ে লেখা এ গান

যেন ভুলে যেওনা।

একি বন্ধনে বাঁধা দু’জনে

এ বাঁধন খুলে যেওনা।।



যত সুর ছিল প্রাণে

সবই দিয়েছি তোমায়

বিনিময়ে তোমারে শুধু

চিরদিন যেন কাছে পায়।

মালা চন্দনে রাঙা এইক্ষণে

কখনো দূরে যেওনা।।



ওই ফুল বনে পাখি

আজ মন জুড়ে যেন গায়

এই হাত জড়ানো হাতে

চিরদিন যেন ওগো রয়।



মধু কুমকুমে, নব মৌসুমে,

কখনো ফেলে যেওনা।।















শিল্পীঃ সাবিনা ইয়াসমিন

অ্যালবামঃ অশ্রু দিয়ে লেখা

সুরকারঃ আলী হোসেন

গীতিকারঃ ড. মোঃ মনিরুজ্জামান

বছরঃ ১৯৭২



মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৪ রাত ১১:৩৪

প্রিয় জন বলেছেন: আমার খুবই প্রিয়গান।

০৪ ঠা মে, ২০১৪ সকাল ১১:৫৬

লিরিকস বলেছেন: সুন্দর গান।

ধন্যবাদ।

২| ০৩ রা মে, ২০১৪ সকাল ১১:৩৬

মামুন রশিদ বলেছেন: আমাদের গানের পাখি ।

০৪ ঠা মে, ২০১৪ সকাল ১১:৫৮

লিরিকস বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

৩| ০৩ রা মে, ২০১৪ দুপুর ১২:৪১

কান্ডারি অথর্ব বলেছেন:


আমার রুনা লায়লার গান বেশি ভাল লাগে। পোস্টে +++

০৪ ঠা মে, ২০১৪ দুপুর ১২:০০

লিরিকস বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

৪| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ১:৩৫

স্নিগ্ধ শোভন বলেছেন:

জনপ্রিয় গান।

০৭ ই জুলাই, ২০১৪ সকাল ১১:২০

লিরিকস বলেছেন: সুন্দর গান।

ধন্যবাদ।

৫| ২৬ শে জুলাই, ২০১৪ রাত ৮:১৪

দুঃখ বিলাস বলেছেন: সাবিনার সেরা গানের একটি

০৩ রা আগস্ট, ২০১৪ রাত ১২:১৯

লিরিকস বলেছেন: সুন্দর গান।

ধন্যবাদ।

৬| ৩০ শে জুলাই, ২০১৪ সকাল ৮:৪৬

রাজিব বলেছেন: ১৯৭২ সাল মানে মুক্তিযুদ্ধের পরের বছর। দেশ তখন পুরো বিধ্বস্ত এবং কারো হাতেই বলতে গেলে টাকা নেই। এরপরও এত সুন্দর সিনেমা আর গান। আমাদের বাংলাদেশীদের মধ্যে অনেক প্রতিভা আছে। শুধু দরকার ভাল মানুষরা দক্ষ ও প্রতিভাবান যারা তারা যেন সুযোগ পায়।
আসলেই সাবিনার অন্যতম সেরা গান।

০৩ রা আগস্ট, ২০১৪ রাত ১২:২৭

লিরিকস বলেছেন: চমৎকার মন্তব্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.