নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনুন মন ভালো রাখুন।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।

লিরিকস

সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

লিরিকস › বিস্তারিত পোস্টঃ

ওরে নীল দরিয়া - মোঃ আব্দুল জব্বার

০৪ ঠা মে, ২০১৪ সকাল ১১:৫৫





ওরে নীল দরিয়া

আমায় দেরে দে ছাড়িয়া।

বন্দী হইয়া মনোয়া পাখি, হায়রে

কান্দে রইয়া রইয়া।



কাছের মানুষ দুরে থুইয়া,

মরি আমি ধড়-ফড়াইয়া,রে।

দারুন জ্বালা দিবানিশি।।

অন্তরে অন্তরে।

আমার এত সাধের মন বধূয়া

হায়রে কি জানি কি করে।



ওরে সাম্পানের নাইয়া,

আমায় দেরে দে ভিড়াইয়া।

বন্দী হইয়া মনোয়া পাখি, হায়রে

কান্দে রইয়া রইয়া।

ওরে সাম্পানের নাইয়া।



হইয়া আমি দেশান্তরী

দেশ-বিদেশে ভিড়াই তরী,রে।

নোঙর ফেলি ঘাটে ঘাটে।।

বন্দরে বন্দরে।

আমার মনের নোঙর পইড়া আছে হায়রে

সারেঙ বাড়ির ঘরে।



এই না পথ ধইরা

আমি কত না গেছি চইলা।

একলা ঘরে মন মন বধূয়া

আমার রইছে পন্থ চাইয়া।













শিল্পীঃ মোঃ আব্দুল জব্বার

অ্যালবামঃ সারেং বউ

সুরকারঃ আলম খান

গীতিকারঃ মুকুল চৌধুরী

বছরঃ ১৯৭৮



মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০১৪ দুপুর ১২:০২

কান্ডারি অথর্ব বলেছেন:


কাছের মানুষ দুরে থুইয়া,
মরি আমি ধড়-ফড়াইয়া,রে।

নোঙর ফেলি ঘাটে ঘাটে।।

০৪ ঠা মে, ২০১৪ দুপুর ১২:৫৭

লিরিকস বলেছেন: খুব সুন্দর গান ভাইয়া।

ধন্যবাদ।

২| ০৪ ঠা মে, ২০১৪ দুপুর ১২:০৯

প্রিয় জন বলেছেন: হইয়া আমি দেশান্তরী
দেশ-বিদেশে ভিড়াই তরী,রে।
নোঙর ফেলি ঘাটে ঘাটে।।
বন্দরে বন্দরে।
মার মনের নোঙর পইড়া আছে হায়রে
সারেঙ বাড়ির ঘরে।


মন পুড়ে প্রিয় জনের লাগি।

অত্যন্ত প্রিয় গান

০৪ ঠা মে, ২০১৪ দুপুর ১:০০

লিরিকস বলেছেন: খুব সুন্দর গান ভাইয়া।

যেখানে থাকুন ভালো থাকুন।

ধন্যবাদ।

৩| ০৪ ঠা মে, ২০১৪ দুপুর ১২:২২

হাসান বিন নজরুল বলেছেন: আমার প্রিয় একটি গান!!!

০৪ ঠা মে, ২০১৪ দুপুর ১:১৪

লিরিকস বলেছেন: খুব সুন্দর গান ভাইয়া।

ধন্যবাদ।

৪| ০৪ ঠা মে, ২০১৪ দুপুর ১২:৫২

স্নিগ্ধ শোভন বলেছেন:

প্রিয় একটি গান। খুব শুনতাম একসময়।

০৪ ঠা মে, ২০১৪ দুপুর ১:২৯

লিরিকস বলেছেন: খুব সুন্দর গান ভাইয়া।

ধন্যবাদ।

৫| ১০ ই মে, ২০১৪ দুপুর ২:১৩

সাইবার অভিযত্রী বলেছেন: বাসায় যখন টিভি ছিলনা, ৮০ র দিকে রেডিও চলত বেশ, তখন প্রায় প্রতি সন্ধার গান ছিল এটা ।

রাতে পড়ার সময় রেডিও বন্ধ থাকলেও সন্ধ্যায় খেতে বসতাম, কাওয়ার সময় রেডিও সচল থাকত !

১১ ই মে, ২০১৪ সকাল ১০:৪৪

লিরিকস বলেছেন: তখন তো আমি দুনিয়াতেই আসিনি। :)

এমনকি আমি রেডিও শুনেছি এফএম এ। বাসার সাবাই রেডিও নিয়ে কত কথা বলে।

ভালো থাকুন।

৬| ১২ ই মে, ২০১৪ দুপুর ১:৪৪

সাইবার অভিযত্রী বলেছেন: একজন সিনিয়র ভাই, যাকে আমি এ বিষয়ে বস মানি, গুরু মনে করি, তার লেখাগুলো দেখবেন, আশা করি ভাল লাগবে :

Click This Link

Click This Link

Click This Link

Click This Link

১৫ ই মে, ২০১৪ দুপুর ২:০১

লিরিকস বলেছেন: অবশ্যই দেখবো ভাইয়া।

৭| ১২ ই মে, ২০১৪ দুপুর ১:৪৯

সাইবার অভিযত্রী বলেছেন: কবি ও কাব্যের আরো কিছু :

Click This Link

Click This Link

Click This Link

Click This Link

Click This Link

Click This Link

Click This Link

Click This Link

Click This Link

১৫ ই মে, ২০১৪ দুপুর ২:০২

লিরিকস বলেছেন: অবশ্যই দেখবো ভাইয়া।
শুভেচ্ছ।

৮| ১৫ ই মে, ২০১৪ দুপুর ২:০২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
প্রিয় গানের একটা :)

১৫ ই মে, ২০১৪ দুপুর ২:০৩

লিরিকস বলেছেন: খুব সুন্দর গান ভাইয়া।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.