|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।
 
   
লোকে বলে বলেরে
ঘর-বাড়ি ভালা নাই আমার
কি ঘর বানাইমু আমি শূণ্যেরও মাঝার।।
ভালা কইরা ঘর বানাইয়া
কয়দিন থাকমু আর
আয়না দিয়া চাইয়া দেখি
পাকনা চুল আমার।।
এ ভাবিয়া হাসন রাজা
ঘর-দুয়ার না বান্ধে
কোথায় নিয়া রাখব আল্লায়
তাই ভাবিয়া কান্দে।।
জানত যদি হাসন রাজা
বাঁচব কতদিন
বানাইত দালান-কোঠা
করিয়া রঙিন।।
সুরকারঃ দেওয়ান হাছন রাজা
গীতিকারঃ দেওয়ান হাছন রাজা
 ৪ টি
    	৪ টি    	 +০/-০
    	+০/-০  ০৭ ই মে, ২০১৪  দুপুর ১:৩৫
০৭ ই মে, ২০১৪  দুপুর ১:৩৫
লিরিকস বলেছেন: সুন্দর গান।
ধন্যবাদ।
২|  ০৬ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৬:৪৭
০৬ ই মে, ২০১৪  সন্ধ্যা  ৬:৪৭
মামুন রশিদ বলেছেন: হাসন রাজার গান নিয়মিত শুনি । এই গানটা ছাড়াও আরো একটি পছন্দের গান আছে । 
'ছাড়িলাম হাছনের নাও রে..
  ০৭ ই মে, ২০১৪  দুপুর ১:৩৫
০৭ ই মে, ২০১৪  দুপুর ১:৩৫
লিরিকস বলেছেন: সুন্দর গান।
ঐ গান টা ও দেবো ভাইয়া।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৬ ই মে, ২০১৪  বিকাল ৫:৩৬
০৬ ই মে, ২০১৪  বিকাল ৫:৩৬
কান্ডারি অথর্ব বলেছেন:
++++