|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।
 
   
এই মেঘলা দিনে একলা
ঘরে থাকেনাতো মন
কাছে যাবো তবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ ।।
যুঁথি বলে ওই হাওয়া
করে শুধু আসা যাওয়া ।।
হায় হায়রে দিন যায়রে
ভরে আঁধারে ভুবন
কাছে যাবো তবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ
শুধু ঝরে ঝর ঝর
আজ বারি সারাদিন
আজ যেন মেঘে মেঘে
হলো মন যে উদাসীন ।।
আজ আমি ক্ষণে ক্ষণে
কি যে ভাবি আনমনে ।।
তুমি আসবে ওগো হাসবে
কবে হবে সে মিলন
কাছে যাবো তবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ
এই মেঘলা দিনে একলা
ঘরে থাকেনাতো মন
কাছে যাবো তবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ ।
শিল্পীঃ হেমন্ত মুখোপাধ্যায়
সুরকারঃ হেমন্ত মুখোপাধ্যায়
গীতিকারঃ গৌরী প্রসন্ন মজুমদার
এ্যালবামঃ শেষ পর্যন্ত
 ১৪ টি
    	১৪ টি    	 +১/-০
    	+১/-০  ০৯ ই মে, ২০১৪  সকাল ১০:৩৭
০৯ ই মে, ২০১৪  সকাল ১০:৩৭
লিরিকস বলেছেন: খুব সুন্দর গান আপু।
ধন্যবাদ।
২|  ০৭ ই মে, ২০১৪  দুপুর ২:৫০
০৭ ই মে, ২০১৪  দুপুর ২:৫০
লিমন আজাদ বলেছেন: অসাধারণ একটা গান। ডাউনলোড লিংক- Click Here
  ০৯ ই মে, ২০১৪  সকাল ১০:৩৯
০৯ ই মে, ২০১৪  সকাল ১০:৩৯
লিরিকস বলেছেন: খুব সুন্দর গান।
ধন্যবাদ ভাইয়া।
৩|  ০৭ ই মে, ২০১৪  বিকাল ৩:০৪
০৭ ই মে, ২০১৪  বিকাল ৩:০৪
হাসান বিন নজরুল বলেছেন: ভালো লাগলো
  ০৯ ই মে, ২০১৪  সকাল ১০:৩৯
০৯ ই মে, ২০১৪  সকাল ১০:৩৯
লিরিকস বলেছেন: খুব সুন্দর গান।
ধন্যবাদ ভাইয়া।
৪|  ০৭ ই মে, ২০১৪  বিকাল ৫:৪২
০৭ ই মে, ২০১৪  বিকাল ৫:৪২
স্নিগ্ধ শোভন বলেছেন: 
সুন্দর গান। 
  ০৯ ই মে, ২০১৪  সকাল ১০:৪০
০৯ ই মে, ২০১৪  সকাল ১০:৪০
লিরিকস বলেছেন: খুব সুন্দর গান।
ধন্যবাদ ভাইয়া।
৫|  ০৭ ই মে, ২০১৪  রাত ৮:১৬
০৭ ই মে, ২০১৪  রাত ৮:১৬
অদ্বিতীয়া আমি বলেছেন: আমার অনেক প্রিয় একটা গান ।
* যুথি বনে ঐ হাওয়া , 
*   কাছে যাবো; কবে পাবো, 
  ০৯ ই মে, ২০১৪  সকাল ১০:৪০
০৯ ই মে, ২০১৪  সকাল ১০:৪০
লিরিকস বলেছেন:  খুব সুন্দর গান আপু।
ধন্যবাদ। 
৬|  ০৭ ই মে, ২০১৪  রাত ১১:১৭
০৭ ই মে, ২০১৪  রাত ১১:১৭
মামুন রশিদ বলেছেন: আজকে দিনের জন্য পারফেক্ট !!
  ০৯ ই মে, ২০১৪  সকাল ১০:৪৪
০৯ ই মে, ২০১৪  সকাল ১০:৪৪
লিরিকস বলেছেন:   
   
   
   
 
খুব সুন্দর গান।
ধন্যবাদ ভাইয়া। 
৭|  ০৯ ই মে, ২০১৪  সকাল ১০:৫৭
০৯ ই মে, ২০১৪  সকাল ১০:৫৭
তারছেড়া লিমন বলেছেন: দারুন একটা গান।
আপনার জন্য আর একটা গান উপহার থাকল
চাঁদ কেন আসেনা আমার ঘরে------  Raghab Chaterjee
ডাউনলোড  
  ০৯ ই মে, ২০১৪  সকাল ১১:১৭
০৯ ই মে, ২০১৪  সকাল ১১:১৭
লিরিকস বলেছেন: চমৎকার ভাইয়া।
অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১| ০৭ ই মে, ২০১৪  দুপুর ১:৫৯
০৭ ই মে, ২০১৪  দুপুর ১:৫৯
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: শেয়ার করার জন্য আন্তরিক ধন্যবাদ