|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে,
আমি বাইব না মোর খেয়াতরী এই ঘাটে,
চুকিয়ে দেব বেচা কেনা,
মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনাদেনা,
বন্ধ হবে আনাগোনা এই হাটে-
তখন আমায় নাইবা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে
যখন জমবে ধূলা তানপুরাটার তারগুলায়,
কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়, আহা,
ফুলের বাগান ঘন ঘাসের পরবে সজ্জা বনবাসের,
শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধারগুলায়-
তখন আমায় নাইবা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে
তখন এমনি করেই বাজবে বাঁশি এই নাটে,
কাটবে দিন কাটবে,
কাটবে গো দিন আজও যেমন দিন কাটে, আহা,
ঘাটে ঘাটে খেয়ার তরী এমনি সে দিন উঠবে ভরি-
চরবে গরু খেলবে রাখাল ওই মাঠে.
তখন আমায় নাইবা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে
তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি.
সকল খেলায় করবে খেলা এই আমি - আহা,
নতুন নামে ডাকবে মোরে, বাধবে নতুন বাহু-ডোরে,
আসব যাব চিরদিনের সেই আমি.
তখন আমায় নাইবা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে ।
সুরকারঃ   রবীন্দ্রনাথ ঠাকুর
গীতিকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর
 ৬ টি
    	৬ টি    	 +০/-০
    	+০/-০  ১১ ই মে, ২০১৪  সকাল ১০:৪৬
১১ ই মে, ২০১৪  সকাল ১০:৪৬
লিরিকস বলেছেন: সুন্দর গান।
ধন্যবাদ ভাইয়া।
২|  ১০ ই মে, ২০১৪  রাত ১২:১০
১০ ই মে, ২০১৪  রাত ১২:১০
এহসান সাবির বলেছেন: চলুক
++
  ১১ ই মে, ২০১৪  সকাল ১০:৫১
১১ ই মে, ২০১৪  সকাল ১০:৫১
লিরিকস বলেছেন:  সুন্দর গান।
ধন্যবাদ ভাইয়া। 
৩|  ০৭ ই জুলাই, ২০১৪  রাত ১:৩০
০৭ ই জুলাই, ২০১৪  রাত ১:৩০
স্নিগ্ধ শোভন বলেছেন: 
তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি.
সকল খেলায় করবে খেলা এই আমি - আহা,
নতুন নামে ডাকবে মোরে, বাধবে নতুন বাহু-ডোরে,
আসব যাব চিরদিনের সেই আমি.
তখন আমায় নাইবা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে ।
খুবই প্রিয় একটা গান। 
  ০৭ ই জুলাই, ২০১৪  সকাল ১১:২৪
০৭ ই জুলাই, ২০১৪  সকাল ১১:২৪
লিরিকস বলেছেন:  সুন্দর গান।
ধন্যবাদ ভাইয়া। 
©somewhere in net ltd.
১| ০৯ ই মে, ২০১৪  দুপুর ১২:৩৮
০৯ ই মে, ২০১৪  দুপুর ১২:৩৮
কান্ডারি অথর্ব বলেছেন:
+++