নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনুন মন ভালো রাখুন।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।

লিরিকস

সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

লিরিকস › বিস্তারিত পোস্টঃ

সাগর সঙ্গমে সাঁতার কেঁটেছি কত- ভূপেন হাজারিকা

১৭ ই মে, ২০১৪ সকাল ৯:৩৬





সাগর সঙ্গমে সাঁতার কেঁটেছি কত

কখনতো হই নাই ক্লান্ত

তথাপি মনের মোর প্রশান্ত সাগরের উর্মিমালা অশান্ত।



মোর মনের প্রশান্ত সাগরের বক্ষে

জোয়ারের নাই আজি অন্ত

অজস্র লহোড়ী নব নব গতিতে

এনে দেয় আশা অফুরন্ত।।



মোর প্রশান্ত পারেরও কত মহা জীবনের

শান্তি আজি আক্রান্ত

নব নব সৃষ্টিতে দৈত্য-দানবে করে

নিষ্ঠুর আঘাত অবিশ্রান্ত

তাই তো মনের মোর প্রশান্ত সাগরের উর্মিমালা অশান্ত।।



ধ্বংসের আঘাতে দিয়ে যায় প্রতিঘাত

সৃষ্টির সেনানী অনন্ত সেই সংঘাত আনে মোর

প্রশান্ত সাগরে প্রগতির নতুন দিগন্ত

তাই তো মনের মোর প্রশান্ত সাগরের উর্মিমালা অশান্ত।।



মোর গভীর প্রশান্ত সাগরের শক্তি

ধ্বংসকে করে দিক ভ্রান্ত

অগনন মানুষের শান্তির অভিযান দৃষ্টিকামী জীবন্ত

তাই তো মনের মোর প্রশান্ত সাগরের উর্মিমালা অশান্ত।।











শিল্পীঃ ভূপেন হাজারিকা

সুরকারঃ ভুপেন হাজারিকা

গীতিকারঃ ভুপেন হাজারিকা

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০১৪ সকাল ৯:৪৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
গানটা শোনা হ্য় নাই। লিরিকটা সুন্দর।

১৭ ই মে, ২০১৪ বিকাল ৩:২৬

লিরিকস বলেছেন: সুন্দর গান।

শুনে দেখবেন।

ধন্যবাদ।

২| ১৭ ই মে, ২০১৪ দুপুর ১২:২৭

হাসান বিন নজরুল বলেছেন: ভালো লেগেছে :#)

১৯ শে মে, ২০১৪ দুপুর ২:০৩

লিরিকস বলেছেন: সুন্দর গান।

ধন্যবাদ।

৩| ১৭ ই মে, ২০১৪ দুপুর ২:২৯

মামুন রশিদ বলেছেন: একবার চট্টগ্রাম থেকে শিপে করে সন্দ্বীপ গিয়েছিলাম, পুরো সময়টা গুনগুন করে এই গানটাই গেয়েছি ।

১৯ শে মে, ২০১৪ দুপুর ২:০৫

লিরিকস বলেছেন: সুন্দর গান।

আমি কখনো শিপে চড়ি নাই :(

ধন্যবাদ।

৪| ১৭ ই মে, ২০১৪ রাত ১১:১৮

তারছেড়া লিমন বলেছেন: +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

১৯ শে মে, ২০১৪ দুপুর ২:০৭

লিরিকস বলেছেন:
ধন্যবাদ ভাইয়া।

৫| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ১:২৮

স্নিগ্ধ শোভন বলেছেন:

আগে কখন শুনিনি। আজকে প্রথম শুনলাম। সুন্দর গান।

০৭ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৫৮

লিরিকস বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.