|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

ঐ রঙধনু থেকে কিছু কিছু রঙ এনে দাও না
তুমি মনের মাধুরী সাথে মিশিয়ে
আমাকে আপন করে নাও না।।
কত দিন বলেছি বকুলের ফুল এনো মালা গাঁথবো
কত দিন সেধেছি শিশিরে ভেজা ঘাসে আঁচল ছড়াবো।
তুমি এমন কেন তোমার কী সাধ ঐ হয় না।।
তুমি কী দেখছো আকাশ কেমন করে মেশে সাগরে
তুমি কী শুনেছ আমার যত গান তোমাকে ঘিরে।
তুমি নিরব কেন বুঝেও কি কিছুই বোঝ না।।
শিল্পীঃ বেবী নাজনীন
অ্যালবামঃ পত্র মিতা
সুরকারঃ শেখ ইসতিয়াক
গীতিকারঃ শেখ ইসতিয়াক
 ৮ টি
    	৮ টি    	 +১/-০
    	+১/-০  ২১ শে মে, ২০১৪  সকাল ৯:৪৫
২১ শে মে, ২০১৪  সকাল ৯:৪৫
লিরিকস বলেছেন: সুন্দর গান।
ধন্যবাদ।
২|  ২০ শে মে, ২০১৪  সকাল ১১:২৭
২০ শে মে, ২০১৪  সকাল ১১:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: শুনে দেখি আগে । ধন্যবাদ
  ২১ শে মে, ২০১৪  দুপুর ১২:৪৬
২১ শে মে, ২০১৪  দুপুর ১২:৪৬
লিরিকস বলেছেন:  সুন্দর গান।
ধন্যবাদ। 
৩|  ২০ শে মে, ২০১৪  সকাল ১১:৫৬
২০ শে মে, ২০১৪  সকাল ১১:৫৬
কষ্টবিলাসী বলেছেন: খুব বেশি শুনেছি once upon a time.
  ২১ শে মে, ২০১৪  দুপুর ১২:৪৭
২১ শে মে, ২০১৪  দুপুর ১২:৪৭
লিরিকস বলেছেন: আমি এখনো শুনি মাঝে মাঝে।
সুন্দর গান।
ধন্যবাদ। 
৪|  ২১ শে মে, ২০১৪  সকাল ১১:৪৮
২১ শে মে, ২০১৪  সকাল ১১:৪৮
আমারে তুমি অশেষ করেছ বলেছেন: বেবী নাজনীন কি এখন আর গান টান করেন না ?
  ২১ শে মে, ২০১৪  দুপুর ১২:৪৭
২১ শে মে, ২০১৪  দুপুর ১২:৪৭
লিরিকস বলেছেন: আমি ঠিক জানি না।
ধন্যবাদ। 
©somewhere in net ltd.
১| ২০ শে মে, ২০১৪  সকাল ১১:২৫
২০ শে মে, ২০১৪  সকাল ১১:২৫
জেরিফ বলেছেন: আগে শুনিনি কিন্তু এখন শুনে মনে হলো আগে কেন শুনলাম না 
   
 
ধন্যবাদ শেয়ার করার জন্য