নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনুন মন ভালো রাখুন।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।

লিরিকস

সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

লিরিকস › বিস্তারিত পোস্টঃ

যেখানে সীমান্ত তোমার – কুমার বিশ্বজিৎ

২১ শে মে, ২০১৪ দুপুর ১২:৪৪





যেখানে সীমান্ত তোমার

সেখানে বসন্ত আমার

ভালোবাসা হৃদয়ে নিয়ে

আমি বারে বার আসি ফিরে

ডাকি তোমায় কাছে।।



হাজার ফুলে ছেয়েছে যে পথ

আমি চিনি চিনি সে ঠিকানা

তোমার মনের নীরব ভাষা

সেও তো আমার আছে জানা।



আমিতো চাইনা তোমার এ দ্বিধা

ভেঙ্গে দাও কাঁচেরই বাধা

সীমার বাঁধন ছিঁড়ে তুমি

ধরা দাও আমারই কাছে।।



ঝড়ের দিনে খুলেছে যে পথ

আমি জানি জানি তার বেদনা

নতুন আলোর জোয়ার এনে

আমি চাই তারে দিতে আসা

তুমি কি চাওনা সোনালী দিনে

সোনালী সুখেরই সারা

কাঁটার আঘাত ভুলে তুমি

এসো এই ফুলেরই কাছে ।।













শিল্পীঃ কুমার বিশ্বজিত

সুরকারঃ লাকী আখন্দ

গীতিকারঃ কাওসার আহমেদ চৌধুরী

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১৪ দুপুর ১:১০

না পারভীন বলেছেন: এই গান খুব ভাল লাগে কুমার বিশ্বজিৎ এর কন্ঠে। গানের শিল্পী লাকী আকন্দ হলে কেমন লাগতো তা ভাবছি। শেয়ারের জন্য ধন্যবাদ

২১ শে মে, ২০১৪ রাত ১০:২৫

লিরিকস বলেছেন: শিল্পী লাকী আকন্দ হলে খারাপ হত না।

ধন্যবাদ।

২| ২২ শে মে, ২০১৪ রাত ২:৪৬

তারছেড়া লিমন বলেছেন: যেখানে সীমান্ত তোমার
সেখানে বসন্ত আমার
ভালোবাসা হৃদয়ে নিয়ে
আমি বারে বার আসি ফিরে
ডাকি তোমায় কাছে।।
এখনও গুনগুন করছিলাম তারপর এই পোষ্ট চোখে পড়ল........................ এত্তোগুলা ভালো লাগা দিলাম.............

২২ শে মে, ২০১৪ সকাল ১০:৩১

লিরিকস বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

৩| ২২ শে মে, ২০১৪ রাত ২:৫৯

তারছেড়া লিমন বলেছেন: আপু এই গানটার গীতিকার কাওসার আহমেদ চৌধুরী । সুরকার লাকী আখন্দ।

২২ শে মে, ২০১৪ সকাল ১০:৩৩

লিরিকস বলেছেন:
ঠিক করে দিয়েছি।

কাওসার আহমেদ চৌধুরী ও লাকী আখন্দ কম্বিনেশন দেখে মুগ্ধ।

৪| ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৩

ছদ্মবেশী ভূত বলেছেন: আপনার ইউটিউবের গানটা তো খুজে পাওয়া যাচ্ছে না।গানটি এখান থেকে শুনতে পারেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.