|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে
কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে
জোনাকির আলো নেভে আর জ্বলে শাল মহুয়ার বনে
জোনাকির আলো নেভে আর জ্বলে শাল মহুয়ার বনে
কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে
কবিতার সাথে চৈতী রাতে
কেটেছে সময় হাত রেখে হাতে
সেই কথা ভেবে পিছু চাওয়া মোর
স্মৃতির নকশা বুনে
জোনাকির আলো নেভে আর জ্বলে শাল মহুয়ার বনে
কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে
অতীতের ছবি আঁকা হয়ে গেলে
চারিদিকে এই চোখ দুটি মেলে
পলাতক আমি কোথা যেন যাই
আঁধারের রিদন শুনে
কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে
কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে
জোনাকির আলো নেভে আর জ্বলে শাল মহুয়ার বনে
জোনাকির আলো নেভে আর জ্বলে শাল মহুয়ার বনে
কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে
শিল্পীঃ সামিনা চৌধুরী
সুরকারঃ লাকী আখন্দ
গীতিকারঃ কাওসার আহমেদ চৌধুরী
 ২ টি
    	২ টি    	 +১/-০
    	+১/-০  ২১ শে মে, ২০১৪  রাত ১১:২৮
২১ শে মে, ২০১৪  রাত ১১:২৮
লিরিকস বলেছেন: সু্ন্দর গান
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২১ শে মে, ২০১৪  রাত ১১:০১
২১ শে মে, ২০১৪  রাত ১১:০১
প্রবাসী পাঠক বলেছেন: আমার খুব পছন্দের একটি গান।