নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনুন মন ভালো রাখুন।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।

লিরিকস

সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

লিরিকস › বিস্তারিত পোস্টঃ

পরী (আজ তোমার মন খারাপ মেয়ে) - বাপ্পা মজুমদার

২২ শে মে, ২০১৪ দুপুর ১:১৫





আজ তোমার মন খারাপ মেয়ে

তুমি আনমনে বসে আছো

আকাশ পানে দৃষ্টি উদাস

আমি তোমার জন্য এনে দেব মেঘ থেকে বৃষ্টির ঝিরি ঝিরি হাওয়া

সেই হাওয়ায় ভেসে যাবে তুমি

সেই হাওয়ায় ভেসে যাবে তুমি



আজ তোমার মন খারাপ মেয়ে

তুমি আনমনে বসে আছো

আকাশ পানে দৃষ্টি উদাস

আমি তোমার জন্য এনে দেব

মেঘ থেকে বৃষ্টির ঝিরি ঝিরি হাওয়া

সেই হাওয়ায় ভেসে যাবে তুমি

সেই হাওয়ায় ভেসে যাবে তুমি



আজ তোমার চোখের কোণে জল

বৃষ্টিও অবিরাম কাঁদে

তোমার সাথে সাথে আমার পথে পথে

আমি তোমার জন্য এনে দেব

রোদেলা সে পাখিকে করে দেব তোমার আপনজন

পরী তুমি ভাসবে মেঘের ভাঁজে

পরী তুমি ভাসবে মেঘের ভাঁজে



আজ তোমার জোসনা হারায় আলো

প্রজাপতির ডানায় বিষাদ করে ভর

যখন তখন বিষাদ করে ভর

আজ তোমার জোসনা হারায় আলো

প্রজাপতির ডানায় বিষাদ করে ভর

যখন তখন বিষাদ করে ভর

আমি তোমার জন্য এনে দেব

অঝর শ্রাবণ আকাশ ছোয়া জল জোসনা

পরী তুমি ভাসবে মেঘের ভাঁজে

পরী তুমি ভাসবে মেঘের ভাঁজে



আজ তোমার মন খারাপ মেয়ে

তুমি আনমনে বসে আছো

আকাশ পানে দৃষ্টি উদাস

আমি তোমার জন্য এনে দেব

মেঘ থেকে বৃষ্টির ঝিরি ঝিরি হাওয়া

সেই হাওয়ায় ভেসে যাবে তুমি

সেই হাওয়ায় ভেসে যাবে তুমি

















শিল্পীঃ বাপ্পা মজুমদার

অ্যালবামঃ ধুলো পড়া চিঠি

সুরকারঃ বাপ্পা মজুমদার

গীতিকারঃ রানা

বছরঃ ২০০১

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০১৪ দুপুর ১:১৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
প্রিয় রানা ভাইয়ের লেখা লিরিক :)

রানা ভাই স্যালুট :)

২২ শে মে, ২০১৪ দুপুর ১:২৫

লিরিকস বলেছেন: কোন রানা?

লিংক দেন

ধন্যবাদ।

২| ২২ শে মে, ২০১৪ দুপুর ২:৫৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
রানা ভাই

২২ শে মে, ২০১৪ বিকাল ৫:৫৯

লিরিকস বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.