নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।
ফিরে এসো এই বন্দরে
ফিরে এসো এই অন্তরে বন্দরে
তুলনাহীনা বান্ধবী
যেও নাকো তুমি ঐ দূরে
ব্যাথা জাগে এই মন জুড়ে
হতে চাই ফিরে তোমার গীতিকবি
মৌসুমী কারে ভালোবাস তুমি
মৌসুমী বল কারে খোঁজ তুমি
মৌসুমী আছি একা এই আমি
ভূলে অভিমান হও সঙ্গীনি।
তুমি আছ প্রান স্পন্দনে
তুমি আছ হাসি ক্রন্দনে বন্ধনে
অপরাজিতা নন্দিনী
চেয়ে দেখ তুমি ঐ চোখে
তুমি আছ সুখ আর দুঃখে
এঁকে যাই শুধু তোমার মুখছবি।
মৌসুমী কারে ভালোবাস তুমি
মৌসুমী বল কারে খোঁজ তুমি
মৌসুমী আছি একা এই আমি
ভূলে অভিমান হও সঙ্গীনি।
শিল্পীঃ মাকসুদ
অ্যালবামঃ উল্লাস
সুরকারঃ ফিডব্যাক
গীতিকারঃ কাউসার আহমেদ চৌধুরী
২২ শে মে, ২০১৪ রাত ১০:২৩
লিরিকস বলেছেন: সুন্দর গান।
ধন্যবাদ।
২| ২২ শে মে, ২০১৪ রাত ১১:৫৪
তারছেড়া লিমন বলেছেন: কাওসার আহমেদ চৌধুরী কি কারনে জানিনা গান থেকে দূরে সরে গেছেন। উনার অসম্ভব রকমের লেখনি গুলো শুধু ভালবাসা শেখায়। তবে এখন তিনি যতীশি হয়েছেন প্রথম আলোর ছুটির দিনে সপ্তাহান্তে একদিন শুধু ওনাকে পাওয়া যায়।
২৪ শে মে, ২০১৪ বিকাল ৩:০৯
লিরিকস বলেছেন: ঠিক বলেছেন।
©somewhere in net ltd.
১| ২২ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭
আ আ খান বলেছেন: প্রিয় একটি গান ।