|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

সুন্দরীতমা আমার
তুমি নিলীমার দিকে তাকিয়ে বলতে পারো
এই আকাশ আমার।
নীলাকাশ রবে নিরুত্তর
মানুষ আমি চেয়ে দেখো
নীলাকাশ রবে নিরুত্তর
যদি তুমি বলো আমি একান্ত তোমার,
আমি তারায় তারায় রটিয়ে দেবো তুমি আমার
আমি তারায় তারায় রটিয়ে দেবো আমি তোমার।
ক্যামেলিয়া হাতে এই সন্ধ্যায়
ভালবেসে যতো খুশি বলতে পারো এই ফুল আমার।
ফুল শুধু ছড়াবে সৌরভ লজ্জায় বলবে না কিছু
ফুল শুধু ছড়াবে সৌরভ লজ্জায় বলবে না কিছুই
ফুল থাকবে নিরব।
আমি তারায় তারায় রটিয়ে দেবো তুমি আমার
আমি তারায় তারায় রটিয়ে দেবো আমি তোমার।
জোছনা লুটালে তুমি অধিকার নিয়ে বলতে পারো
এই জোছনা আমার।
এই চাঁদ খুঁজবে না উত্তর একবার যদি বলো
এই চাঁদ খুঁজবে না উত্তর একবার যদি বলো আমাকে
আমি থাকবো না নির্বাক,
আমি তারায় তারায় রটিয়ে দেবো তুমি আমার
আমি তারায় তারায় রটিয়ে দেবো আমি তোমার।
আমি তারায় তারায় রটিয়ে দেবো
আমি তোমার তুমি আমার।
শিল্পীঃ জেমস
অ্যালবামঃ নগর বাউল
সুরকারঃ জেমস
গীতিকারঃ কবি শামসুর রাহমানের কবিতা অবলম্বনে
বছরঃ ১৯৯৬
 ১০ টি
    	১০ টি    	 +২/-০
    	+২/-০  ২৯ শে মে, ২০১৪  সকাল ১১:৫৪
২৯ শে মে, ২০১৪  সকাল ১১:৫৪
লিরিকস বলেছেন: খুব সুন্দর।
ধন্যবাদ। 
২|  ০৭ ই জুলাই, ২০১৪  রাত ১:২০
০৭ ই জুলাই, ২০১৪  রাত ১:২০
স্নিগ্ধ শোভন বলেছেন: 
ক্যামেলিয়া হাতে এই সন্ধ্যায়
ভালবেসে যতো খুশি বলতে পারো এই ফুল আমার। 
সুন্দর একটি কবিতা দারুণ একটা গানে পরিনত হয়েছে। 
  ০৭ ই জুলাই, ২০১৪  দুপুর ১২:০১
০৭ ই জুলাই, ২০১৪  দুপুর ১২:০১
লিরিকস বলেছেন:  খুব সুন্দর একটি গান।
ধন্যবাদ। 
৩|  ১২ ই জুলাই, ২০১৪  বিকাল ৩:৫৭
১২ ই জুলাই, ২০১৪  বিকাল ৩:৫৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: 
//আমি তারায় তারায় রটিয়ে দেবো আমি তোমার।// 
-এতটুকুই যথেষ্ট!
-বাকি কথাগুলো কাব্যময়... 
জেমসের আরেকটি মাস্টারপিস!
  ১৩ ই জুলাই, ২০১৪  দুপুর ১:৪৪
১৩ ই জুলাই, ২০১৪  দুপুর ১:৪৪
লিরিকস বলেছেন: খুব সত্যি কথা ভাইয়া।
মাস্টারপিস!
ধন্যবাদ।
৪|  ১৩ ই জুলাই, ২০১৪  দুপুর ১:৪৭
১৩ ই জুলাই, ২০১৪  দুপুর ১:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: আমার দারুন ভাললাগার গান। 
আমি ব্লগে ব্লগে রটিয়ে দেব তুমি আমার    :-&   
 
  ১৩ ই জুলাই, ২০১৪  দুপুর ২:৫৬
১৩ ই জুলাই, ২০১৪  দুপুর ২:৫৬
লিরিকস বলেছেন: খুব সুন্দর একটি গান।
ধন্যবাদ। 
৫|  ২৬ শে জুলাই, ২০১৪  রাত ৮:২৮
২৬ শে জুলাই, ২০১৪  রাত ৮:২৮
দুঃখ বিলাস বলেছেন: ভালোলাগা গান।
  ০৬ ই আগস্ট, ২০১৪  রাত ১০:৩৬
০৬ ই আগস্ট, ২০১৪  রাত ১০:৩৬
লিরিকস বলেছেন: খুব সুন্দর একটি গান।
ধন্যবাদ। 
©somewhere in net ltd.
১| ২৮ শে মে, ২০১৪  সকাল ৯:১৭
২৮ শে মে, ২০১৪  সকাল ৯:১৭
দুঃখ বিলাস বলেছেন: কবি শামসুর রাহমানের লেখা সেরা কবিতার একটি এই কবিতাটি ।