নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনুন মন ভালো রাখুন।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।

লিরিকস

সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

লিরিকস › বিস্তারিত পোস্টঃ

ভ্রমর কইও গিয়া - রাধারমণ দত্ত পুরোকায়েস্ত

২৯ শে মে, ২০১৪ রাত ১১:২৫





ভ্রমর কইও গিয়া

শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে

অঙ্গ যায় জ্বলিয়ারে

ভ্রমর কইও গিয়া



ভ্রুমর রে …

কইও কইও কইওরে ভ্রমর

কৃষ্ণরে বুঝাইয়া

মুই রাধা মইরা যাইমু

কৃষ্ণহারা হইয়া রে

ভ্রমর কইও গিয়া



ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে

অঙ্গ যায় জ্বলিয়ারে ভ্রমর কইও গিয়া



ভ্রুমর রে …

আগে যদি জানতাম রে ভ্রমর যাইবা রে ছাড়িয়া

মাথার কেশ দুই ভাগ করে রাখিতাম বান্ধিয়া রে

ভ্রমর কইও গিয়া

ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে

অঙ্গ যায় জ্বলিয়ারে ভ্রমর কইও গিয়া



ভ্রুমর রে …

ভাইবে রাধা রমন বলে শোন রে কালিয়া

নিভা ছিল মনের আগুন

কে দিলা জ্বালাইয়া

ভ্রমর কইও গিয়া

ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে

অঙ্গ যায় জ্বলিয়ারে ভ্রমর কইও গিয়া













শিল্পীঃ দিলরুবা খান

সুরকারঃ রাধারমণ দত্ত পুরোকায়েস্ত

গীতিকারঃ রাধারমণ দত্ত পুরোকায়েস্ত

মন্তব্য ২৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১৪ রাত ১১:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন:


নাইস পোষ্ট +

৩০ শে মে, ২০১৪ সকাল ১১:৫১

লিরিকস বলেছেন: সুন্দর গান

ধন্যবাদ।

২| ৩০ শে মে, ২০১৪ রাত ১২:০১

সেলিম আনোয়ার বলেছেন: রাধা রমন হিয়া।অসাধারণ :)

৩০ শে মে, ২০১৪ দুপুর ১২:০৩

লিরিকস বলেছেন: সুন্দর গান

ধন্যবাদ।

৩| ৩০ শে মে, ২০১৪ রাত ১২:০৭

সুমাইয়া আলো বলেছেন: নাইস !!!! পোষ্টে +++++ রেটিং ৫/৫ :)

৩০ শে মে, ২০১৪ দুপুর ১২:১৭

লিরিকস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

আপনার বাবুটা অনেক কিউট। আদর রইল।

৪| ৩০ শে মে, ২০১৪ রাত ১২:৪৭

আনোখা আফতাব বলেছেন: যখন সৃষ্টির মধ্যে স্রস্টার অন্তরাত্মার আকুতি যোগ হয়, তখনই কেবল সৃষ্টি হয়ে উঠে শিল্প। কথাগুলো ছাপার অক্ষরে পড়তে খুব অরডিনারী মনে হল। কিন্তু অন্তর দিয়ে এই গান কাউকে গাইতে দেখলে পরানের গহিন ভেতরে কেউ যেন ডুকরে কেঁদে ওঠে।

পোস্টের জন্য ধন্যবাদ।

৩০ শে মে, ২০১৪ দুপুর ১২:২১

লিরিকস বলেছেন: খুব ভালো কথা।

সুন্দর গান ।

ধন্যবাদ।

৫| ৩০ শে মে, ২০১৪ রাত ১:৪৫

*কুনোব্যাঙ* বলেছেন: বিচ্ছেদী ভাবধারা বাংলার একান্তই আপন একান্তই নিজের। বাংলার সাধারণ মানুষের সার্বিক দর্শন চর্চার একটি প্রাপ্তি বিচ্ছেদী ভাবধারার মতো একটি উচ্চতর দর্শন। যাইহোক, কিছুদিন আগে এই গানের সুরে এক তাজিক গায়িকার কন্ঠে একটি গান শুনেছিলাম। শ্রদ্ধেয় আনিসুল হক স্যারের একটি ভুলের জন্য আজ দেখলাম গানটি সরিয়ে নেয়া হয়েছে। অত্যন্ত খারাপ লেগেছিলো যখন দেখলাম আনিসুল হক স্যার স্ট্যাটাসে গানটি অন্য এক ব্যান্ড গায়কের দাবী করার পর সবাই দল বেঁধে ঐ গায়িকার গানের লিংকে গিয়ে ভীষণ গালিগালাজ করছে। যেহেতু রাধারমণ দত্তের গান বর্তমানে কপিরাইটের আওয়ামুক্ত সেহেতু ঘৃণার বদলে আমাদের গানের সুর ভিন্ন দেশের শিল্পীর কন্ঠে শুনে তাকে সাধুবাদ জানানো। কারণ এটাই কালচারাল গ্লোবালাইজেশন। এখন সবাই চায় তার নিজের সংস্কৃতি সারা বিশ্বে ছড়িয়ে দিতে। সেখানে আমরা যে ব্যাকওয়ার্ড ডিরেকশনে আমাদের সংস্কৃতিকে আরো বেশী পুঞ্জিভুত করে রাখছি তাতে এই বিশ্বায়নের যুগে ক্ষতিটা আমাদেরই।

আমাদের মতো সাধারণ মানুষ সোশ্যাল সাইটে ২/৪টি অজ্ঞ ব্যাপার প্রকাশ করলে তেমন কিছু যায় আসেনা। যদিও সম্পুর্ণ না জেনে না বুঝে সেটা প্রকাশ করা কারোই উচিত হয়। কিন্তু আনিসুল হক স্যারদের মতো দেশ বিখ্যাত লক্ষ লক্ষ অনুসারী যাদের আছে তাদের সোশ্যাল সাইটে স্ট্যাটাস দেয়ার ব্যাপারে অনেক বেশী সচেতনতা কাম্য। কারণ উনাদের একটি কথা অনেক কিছুর পরিবর্তন আনতে পারে।

কথা বলা ভালো, কম কথা বলা আরো ভালো। তাই দেশ বরেণ্যদের উচিত কম স্ট্যাটাস এবং ভালো নির্ভরযোগ্য স্ট্যাটাসের প্রতি মনোযোগী হওয়া। আড্ডায় বসে একটি কথা বললে বড়জোড় ৮/১০ জন শোনে কিন্তু সেটাই সোস্যাল সাইটে দিলে ৮/১০ হাজার মানুষ পড়ে।



৩০ শে মে, ২০১৪ দুপুর ১২:২৪

লিরিকস বলেছেন: +

ধন্যবাদ।

৬| ৩০ শে মে, ২০১৪ সকাল ৮:১০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
দিলরুবা খান গানটিকে পরিচিত করালেও গানটি অন্য সব পপ গানের মতো হারিয়ে যায় নি। অত্যন্ত সুন্দর একটি গান। বাংলা বিষাদের গানের প্রতিনিধি :)

পোস্টদাতাকে অনেক ধন্যবাদ :)

৩০ শে মে, ২০১৪ দুপুর ১২:২৫

লিরিকস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

৭| ৩০ শে মে, ২০১৪ সকাল ৮:৩২

প্রোফেসর শঙ্কু বলেছেন: অন্য জগতের একটা গান এটা!

৩০ শে মে, ২০১৪ দুপুর ১২:২৭

লিরিকস বলেছেন: সুন্দর গান

ধন্যবাদ।

৮| ৩০ শে মে, ২০১৪ দুপুর ১:০২

দৃষ্টিসীমানা বলেছেন: আমিও বলছি সুন্দর গান ।

৩০ শে মে, ২০১৪ রাত ১১:০২

লিরিকস বলেছেন: সুন্দর গান

ধন্যবাদ।

৯| ৩০ শে মে, ২০১৪ বিকাল ৩:১১

মিনুল বলেছেন: সুন্দর!

৩০ শে মে, ২০১৪ রাত ১১:০২

লিরিকস বলেছেন: সুন্দর গান

ধন্যবাদ।

১০| ৩০ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দারুন একটি পোস্ট

৩০ শে মে, ২০১৪ রাত ১১:০৩

লিরিকস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

১১| ৩০ শে মে, ২০১৪ রাত ৮:১৬

রাবেয়া রব্বানি বলেছেন: বিচ্ছেদ মিলনের চেয়ে সুন্দর বলেই বিচ্ছেদী গান বেশি টানে মানুষকে।

৩০ শে মে, ২০১৪ রাত ১১:০৪

লিরিকস বলেছেন: সুন্দর গান

ধন্যবাদ।

১২| ৩১ শে মে, ২০১৪ ভোর ৪:৩২

স্নিগ্ধ শোভন বলেছেন:


সুন্দর একটি গান!!!



গানটির মূল শিল্পি কে????

০১ লা জুন, ২০১৪ দুপুর ১:২৯

লিরিকস বলেছেন: +

জানি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.