নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।
বিধাতার তুমি এক অপূর্ব সৃস্টি
ফেরানো যায় না এ আপলক দৃস্টি
তার উপর রংধনু সাত রঙ প্রসাধন লভিয়াছ
আনমনে প্রতিক্ষণ তনুমন
অঙ্গে অঙ্গে যেন রূপ আর ধরে না
রার হাত শাড়িতে অবয়ব ঢাকে না
হাতের কাকন বাজে রিনিঝিনি কিনিকিনি
মনে হয় সারাদিন দেয় যেন হাতছানি
তবুও বলছ তুমি ও ভাবে কী দেখছ
সাজ ঘরে পিছু পিছু ছুটছো
ও বলে দুষ্টু আমি, আমি নাকি নষ্ট লোক
এ দিক ও দিক যায় কেন আমার দুটি দশ্যি চোখ
আমি বলি চোখের কী দোষ
না দেখেই বা করবে কী
দৃষ্টিটাকে সেনসর করার নাই জানা যে পদ্ধতি
না হয় আমি দেখলাম তোমায়
তাতে তোমার কী ক্ষতি
পাঁচ ফুট শরীরে বার হাত শাড়ি
অঙ্গ ঢাকিতে তবে পারে না মোর নারী
এক প্যাচ দুই প্যাচ কোমরেতে মারে প্যাচ
তিন প্যাচ চার প্যাচ কুচি দিয়ে আরো প্যাচ
প্যাচাতে প্যাচাতে হল দশ হাত পুরো শেষ
বাকী থাকে দুই হাত, দুই হাত বাকি থাকে
দুই হাতে বল, কী করে অঙ্গ ঢাকে
পাঁচ ফুট শরীরে বার হাত শাড়ি
আমার প্রিয়ার রূপের বাহার, আমারই তো অধিকার
হাজার লোকের দুষ্টু চোখে করবে কে প্রতিকার
তুমি কী এমন ফুল, হাজার অলির বিনোদন
নিজেকে দেখ প্রশ্ন করে, বলে কী তোমার এ মন
এ কেমন লজ্জা তোমার, ওরে ও লজ্জাবতী
পাঁচ ফুট শরীরে বার হাত শাড়ি
অঙ্গ ঢাকিতে তবে পারে না মোর নারী
এক প্যাচ দুই প্যাচ কোমরেতে মারে প্যাচ
তিন প্যাচ চার প্যাচ কুচি দিয়ে আরো প্যাচ
প্যাচাতে প্যাচাতে হল দশ হাত পুরো শেষ
বাকী থাকে দুই হাত, দুই হাত বাকি থাকে
দুই হাতে বল, কী করে অঙ্গ ঢাকে
পাঁচ ফুট শরীরে বার হাত শাড়ি।
শিল্পীঃ হায়দার হোসেন
অ্যালবামঃ ফাইসা গেছি
সুরকারঃ হায়দার হোসেন
গীতিকারঃ হায়দার হোসেন
৩০ শে মে, ২০১৪ রাত ১১:০৪
লিরিকস বলেছেন: সুন্দর গান
ধন্যবাদ।
২| ৩১ শে মে, ২০১৪ রাত ১২:১৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর
৩১ শে মে, ২০১৪ রাত ১২:৪৩
লিরিকস বলেছেন: সুন্দর গান
ধন্যবাদ।
৩| ৩১ শে মে, ২০১৪ ভোর ৪:২৭
স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর একটি গান!
০১ লা জুন, ২০১৪ দুপুর ১:২৩
লিরিকস বলেছেন: সুন্দর গান
ধন্যবাদ।
৪| ৩১ শে মে, ২০১৪ দুপুর ১২:০৮
সময়ের ডানায় বলেছেন: অসাধারণ সুন্দর একটি গান।
বিশ্বাস করবেন না আমি প্রতিদিন এ গানটি শুনি।
০১ লা জুন, ২০১৪ দুপুর ১:২৪
লিরিকস বলেছেন: খুব সুন্দর গান
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ৩০ শে মে, ২০১৪ রাত ১০:২০
কান্ডারি অথর্ব বলেছেন:
সুন্দর +++