নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনুন মন ভালো রাখুন।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।

লিরিকস

সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

লিরিকস › বিস্তারিত পোস্টঃ

কফি হাউজের সেই আড্ডাটা - মান্না দে

৩০ শে মে, ২০১৪ রাত ১১:৩৪





কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই

কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই, আজ আর নেই।



নিখিলেশ প্যারিসে মইদুল ঢাকাতে নেই তারা আজ কোন খবরে

গ্র্যান্ডের গীটারিস্ট গোয়ানিজ ডিসুদা ঘুমিয়ে আছে যে আজ কবরে

কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে পাগলা গারদে আছে রমা রায়

অমলটা ধুঁকছে দুরন্ত ক্যান্সারে জীবন করেনি তাকে ক্ষমা হায়।।



সুজাতাই আজ শুধু সবচেয়ে সুখে আছে, শুনেছি যে লাখপতি স্বামী তার

হীরে আর জহরতে আগাগোড়া মোরা সে, বাড়ি-গাড়ী সবকিছু দামী তার

আর্ট কলেজের ছেলে নিখিলেশ সান্যাল বিজ্ঞাপনের ছবি আঁকত,

আর চোখ ভরা কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে দি সুজাটা বসে শুধু থাকত।।



একটা টেবিলে সেই তিন চার ঘন্টা চারমিনার ঠোঁটে জ্বলত

কখনো বিষ্ণু দে কখনো যামিনী রায় এই নিয়ে তর্কটা চলত

রোদ-ঝড়-বৃষ্টিতে যেখানেই যে থাকুক কাজ সেরে ঠিক এসে জুটতাম

চারটেতে শুরু করে জমিয়ে আড্ডা মেরে সাড়ে সাতটায় ঠিক উঠতাম।।



কবি কবি চেহারা কাঁধেতে ঝোলানো ব্যাগ মুছে যাবে অমলের নামটা

একটা কবিতা তার হলো না কোথাও ছাপা পেল না সে প্রতিভার দামটা

অফিসে সোস্যালে ম্যামেচার নাটকে রমা রম অভিনয় করত

কাগজের রিপোর্টার মইদুল এসে রোজ কি লিখেছে তাই শুধু পড়ত।।



সেই সাতজন নেই আজ টেবিলটা তবু আছে, সাতটা পেয়ালা আজও খালি নেই

একই সে বাগানে আজ এসেছে নতুন কুঁড়ি শুধু সেই সেদিনের মালী নেই

কত স্বপ্নের রোদ ওঠে এই কফি হাউজে কত স্বপ্ন মেঘে ঢেকে যায়

কতজন এলো গেল কতজনই আসবে কফি হাউজটা শুধু থেকে যায়।।











শিল্পীঃ মান্না দে

সুরকারঃ সুপর্ণ কান্তি ঘোষ

গীতিকারঃ গৌরী প্রসন্ন মজুমদার

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৪ রাত ১১:৪০

মোমের মানুষ-২ বলেছেন: ৫ হাজার পূর্ন হওয়ায় অভিনন্দন আপনাকে

৩০ শে মে, ২০১৪ রাত ১১:৫৫

লিরিকস বলেছেন: ৫ হাজার!!??

২| ৩০ শে মে, ২০১৪ রাত ১১:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: আমার ভাল লাগার একটি গান।

৩১ শে মে, ২০১৪ রাত ১২:৪৪

লিরিকস বলেছেন: সুন্দর গান

ধন্যবাদ।

৩| ৩১ শে মে, ২০১৪ ভোর ৪:৫৪

সকাল হাসান বলেছেন: ওয়ান অফ মাই মোষ্ট ফেভারিট সং ইজ দিজ।
গানটা আরো ভালো লাগে যখন গানটা হয় মান্না দে এর গলায়।

সুন্দর পোষ্ট।

০১ লা জুন, ২০১৪ দুপুর ১:২৫

লিরিকস বলেছেন: সুন্দর গান

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.