নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।
জীবনের গল্প আছে বাকি অল্প।
যা কিছু দেখার নাও দেখে নাও
যা কিছু বলার যাও বলে যাও
পাবে না সময় আর হয়ত।।
ঐ ঘাসের কাফনেতে দেখ আকাশ আছে শুয়ে
ঐ বরফ গলা নদী নামে পাহাড় যে বেয়ে
নীড়ে পাখি ফিরে যাবে সূর্যটা গেলে অস্ত।।
যা কিছু দেখার নাও দেখে নাও
যা কিছু বলার যাও বলে যাও
পাবে না সময় আর হয়ত।।
এই রঙ্গিন পৃথিবীতে কত মানুষ এলো গেল
এই আশা যাওয়ার পথে দেখ চেনা যানা হল
ভুলে যেতে হবে সবই পথ চলা হবে অন্ত
যা কিছু দেখার নাও দেখে নাও
যা কিছু বলার যাও বলে যাও
পাবে না সময় আর হয়ত।।
শিল্পীঃ এন্ড্রু কিশোর
অ্যালবামঃ ভেজা চোখ
সুরকারঃ আলম খান
গীতিকারঃ মোঃ মনিরুজ্জামান মনির
০৩ রা জুন, ২০১৪ দুপুর ২:৫৩
লিরিকস বলেছেন: সুন্দর গান।
ধন্যবাদ।
আপনার সাইটে গিয়েছিলাম। সময় করে নিক খুলব একটা।
২| ০২ রা জুন, ২০১৪ বিকাল ৪:৫৭
কান্ডারি অথর্ব বলেছেন:
+
০৩ রা জুন, ২০১৪ দুপুর ২:৫৪
লিরিকস বলেছেন: সুন্দর গান।
ধন্যবাদ।
৩| ০২ রা জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৫০
জেরিফ বলেছেন: পাবে না সময় আর হয়ত।।
০৩ রা জুন, ২০১৪ দুপুর ২:৫৫
লিরিকস বলেছেন: সুন্দর গান।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০২ রা জুন, ২০১৪ দুপুর ২:২১
নাহিদ ইসলাম ৩৫০ বলেছেন: আমার প্রিয় একটি গান।
প্রযুক্তি বিষয়ক বাংলা ব্লগঃ আইডিয়া বাজ