|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

পুরষ কন্ঠ
ওরে সাম্পানওয়ালা তুই আমারে করলি দিওয়ানা
তুই আমারে,তুই আমারে
তুই আমারে করলি দিওয়ানা রে সাম্পানওয়ালা..
দেইখা রে তোর মুখের হাসি,
আমার মন হইলো উদাসী
ঘরে থাকতে,ঘরে থাকতে
ঘরে থাকতে আমি পারিনা ও রুপসুন্দরি
তুই আমারে করলি দিওয়ানা
ওরে রুপ সুন্দরি তুই আমারে করলি দিওয়ানা
আহা কি রুপ মরি মরি,
লাগে যেন স্বর্গের পরী
না দেখলে রুপ,না দেখলে রুপ
না দেখলে রুপ প্রাণ তো বাঁচেনা
ও রুপসুন্দরি তুই আমারে করলি দিওয়ানা

নারী কন্ঠ
ওরে সাম্পানওয়ালা তুই আমারে করলি দিওয়ানা
তুই আমারে,তুই আমারে
তুই আমারে করলি দিওয়ানা রে সাম্পানওয়ালা..
সাম্পানওয়ালার বাবরী চুল,
কাইড়া নিলো জাতি কুল
তুই বিনে মোর,তুই বিনে মোর
তুই বিনে মোর পরাণ বাঁচেনা রে সাম্পানওয়ালা
নদীর ঐ পাড় বন্ধুর বাড়ি,
বিচ্ছেদ জ্বালা সইতে নারি
তুই বিনে মোর,তুই বিনে মোর
তুই বিনে মোর ঘুম তো আসেনা রে সাম্পানওয়ালা
তুই আমারে করলি দিওয়ানা
পবন দাশ বাউল
শেফালী ঘোষ
শিল্পীঃ পবন দাশ বাউল/ শেফালী ঘোষ
সুরকারঃ মোহন লাল দাশ
গীতিকারঃ মোহন লাল দাশ
 ২০ টি
    	২০ টি    	 +৩/-০
    	+৩/-০  ০৪ ঠা জুন, ২০১৪  বিকাল ৪:৩৯
০৪ ঠা জুন, ২০১৪  বিকাল ৪:৩৯
লিরিকস বলেছেন: সুন্দর গান।
ধন্যবাদ।
২|  ০৩ রা জুন, ২০১৪  বিকাল ৪:২১
০৩ রা জুন, ২০১৪  বিকাল ৪:২১
ভুলনা আমায় বলেছেন: ভালো হয়েছে ।
  ০৪ ঠা জুন, ২০১৪  বিকাল ৪:৪১
০৪ ঠা জুন, ২০১৪  বিকাল ৪:৪১
লিরিকস বলেছেন: সুন্দর গান।
ধন্যবাদ। 
৩|  ০৩ রা জুন, ২০১৪  বিকাল ৪:৪১
০৩ রা জুন, ২০১৪  বিকাল ৪:৪১
রহস্যময়ী কন্যা বলেছেন: সুন্দর গান 
  ০৪ ঠা জুন, ২০১৪  বিকাল ৪:৪২
০৪ ঠা জুন, ২০১৪  বিকাল ৪:৪২
লিরিকস বলেছেন: 
সুন্দর গান।
ধন্যবাদ। 
৪|  ০৩ রা জুন, ২০১৪  বিকাল ৫:৪৭
০৩ রা জুন, ২০১৪  বিকাল ৫:৪৭
জেরিফ বলেছেন: +
  ০৪ ঠা জুন, ২০১৪  বিকাল ৪:৫০
০৪ ঠা জুন, ২০১৪  বিকাল ৪:৫০
লিরিকস বলেছেন: সুন্দর গান।
ধন্যবাদ। 
৫|  ০৩ রা জুন, ২০১৪  রাত ৮:৩৯
০৩ রা জুন, ২০১৪  রাত ৮:৩৯
ডি মুন বলেছেন: +++
  ০৪ ঠা জুন, ২০১৪  বিকাল ৪:৫১
০৪ ঠা জুন, ২০১৪  বিকাল ৪:৫১
লিরিকস বলেছেন: 
সুন্দর গান।
ধন্যবাদ। 
৬|  ০৩ রা জুন, ২০১৪  রাত ১০:৪৫
০৩ রা জুন, ২০১৪  রাত ১০:৪৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: //সাম্পানওয়ালার বাবরী চুল,
কাইড়া নিলো জাতি কুল//
সাম্পানওয়ালাদের এলাকা থেকে কেবল ফিরলাম...
মনে শুধু এই গান বাজতেছিলো...
আরেকটি হলো:
যদি সুন্দর একটা এক মুখ পাইতাম
মহেশখালির পানের খিলি তারে বানাইয়া খাওয়াইতাম...
(কথাগুলো ঠিক মনে পড়ছে না, কিন্তু সুর ভোলা যায় না)
লেখা প্রিয়তে...
অনেক ধন্যবাদ আপনাকে, লিরিকস 
  ০৪ ঠা জুন, ২০১৪  বিকাল ৪:৫২
০৪ ঠা জুন, ২০১৪  বিকাল ৪:৫২
লিরিকস বলেছেন: মন্তব্যে অনেক ভালোলাগা।
সুন্দর গান।
ধন্যবাদ। 
৭|  ০৪ ঠা জুন, ২০১৪  রাত ১২:১৩
০৪ ঠা জুন, ২০১৪  রাত ১২:১৩
অস্হির বলেছেন: অডিও লিঙ্কটা ও দিলে ভালো হতো।
  ০৪ ঠা জুন, ২০১৪  বিকাল ৪:৫৪
০৪ ঠা জুন, ২০১৪  বিকাল ৪:৫৪
লিরিকস বলেছেন: চেষ্টা করব।
ধন্যবাদ। 
৮|  ০৮ ই জুন, ২০১৪  সকাল ১০:৩৮
০৮ ই জুন, ২০১৪  সকাল ১০:৩৮
আরজু পনি  বলেছেন: 
ফাটাফাটি !
পোস্টটা পড়তে পড়তে গানটা তো গেয়েই উঠলাম   
  
চলুক আপনার লিরিক শেয়ার ...
শুভকামনা অনেক ।।
  ১৮ ই জুন, ২০১৪  দুপুর ১:২৯
১৮ ই জুন, ২০১৪  দুপুর ১:২৯
লিরিকস বলেছেন: খুব সুন্দর গান।
ধন্যবাদ। 
৯|  ০৮ ই জুন, ২০১৪  রাত ৯:১৮
০৮ ই জুন, ২০১৪  রাত ৯:১৮
আমার আমিত্ব বলেছেন: বুঝতে পেরেছি আপনার ব্লগ বাড়িতে নিয়মিত আসতে হবে।
  ১৮ ই জুন, ২০১৪  দুপুর ১:৩০
১৮ ই জুন, ২০১৪  দুপুর ১:৩০
লিরিকস বলেছেন: খুব সুন্দর গান।
ধন্যবাদ। 
১০|  ০৭ ই জুলাই, ২০১৪  রাত ১:১৫
০৭ ই জুলাই, ২০১৪  রাত ১:১৫
স্নিগ্ধ শোভন বলেছেন: 
বাবরি চুল আর রাখা হলো না   
 
  ০৭ ই জুলাই, ২০১৪  দুপুর ১২:০৪
০৭ ই জুলাই, ২০১৪  দুপুর ১২:০৪
লিরিকস বলেছেন:   
   
   
   
   
   
 
©somewhere in net ltd.
১| ০৩ রা জুন, ২০১৪  বিকাল ৪:০৩
০৩ রা জুন, ২০১৪  বিকাল ৪:০৩
জাহাঙ্গীর.আলম বলেছেন: প্রিয় একটি গান ৷ ধন্যবাদ আপনাকে ৷