|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

তোমারে লেগেছে এত যে ভালো
চাঁদ বুঝি তা জানে,
রাতের বাসরে দোসর হয়ে
তাই সে আমারে টানে।।
রাতের আকাশে তারার মিতালী
আমারে দিয়েছে সুরের গীতালী
কত যে আশায় তোমারে আমি
জ্বালিয়ে আমি রেখেছি দ্বীপালী
আকুল ভ্রমরা বলে সে কথা
বকুলের কানে কানে।।
এত যে কাছে চেয়েছি তোমারে
এত যে প্রীতি দিয়েছ আমারে
এত যে পাওয়া কেমনে সহিব
একাকী আমি নীরব আঁধারে।
আকুল পাপিয়া ছড়ায়ে এ কথা
বাতাসের কানে কানে।
শিল্পীঃ তালাত মাহমুদ
অ্যালবামঃ রাজধানীর বুকে
সুরকারঃ রবিন ঘোষ
গীতিকারঃ কে. জি. মুস্তফা
বছরঃ ১৯৬০
 ৩০ টি
    	৩০ টি    	 +৬/-০
    	+৬/-০  ০৪ ঠা জুন, ২০১৪  বিকাল ৪:৫৬
০৪ ঠা জুন, ২০১৪  বিকাল ৪:৫৬
লিরিকস বলেছেন: সুন্দর গান।
ধন্যবাদ।
২|  ০৪ ঠা জুন, ২০১৪  বিকাল ৫:০৪
০৪ ঠা জুন, ২০১৪  বিকাল ৫:০৪
ধুমধাম বলেছেন: অনেক কথা মনে করাইয়া দিলেনরে ভাই!
  ০৪ ঠা জুন, ২০১৪  বিকাল ৫:০৯
০৪ ঠা জুন, ২০১৪  বিকাল ৫:০৯
লিরিকস বলেছেন:   
   
   
  
সুন্দর গান।
ধন্যবাদ। 
৩|  ০৪ ঠা জুন, ২০১৪  বিকাল ৫:১৪
০৪ ঠা জুন, ২০১৪  বিকাল ৫:১৪
স্নিগ্ধ শোভন বলেছেন: 
সুন্দরম!!!!
চলুক...... 
  ০৪ ঠা জুন, ২০১৪  রাত ১১:৩২
০৪ ঠা জুন, ২০১৪  রাত ১১:৩২
লিরিকস বলেছেন: চলুক
সুন্দর গান।
ধন্যবাদ। 
৪|  ০৪ ঠা জুন, ২০১৪  বিকাল ৫:১৬
০৪ ঠা জুন, ২০১৪  বিকাল ৫:১৬
ডি মুন বলেছেন: খুব প্রিয় একটা গান। কতোবার যে শুনেছি ঠিক নাই  
 
  ০৪ ঠা জুন, ২০১৪  রাত ১১:৩৪
০৪ ঠা জুন, ২০১৪  রাত ১১:৩৪
লিরিকস বলেছেন: আবার শুনুন।
সুন্দর গান।
ধন্যবাদ। 
৫|  ০৪ ঠা জুন, ২০১৪  বিকাল ৫:৩২
০৪ ঠা জুন, ২০১৪  বিকাল ৫:৩২
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন:  বহুবার শোনা একটি জনপ্রিয় গান। 
আমার কাছে একটা বিষয় আজও বড় আশ্চর্যের মনে হয়। পশ্চিম বঙ্গ বা বাংলাদেশের অনেক বাঙালী গায়কের বাংলা উচ্চারণ তালাত মাহমুদের মতো এত নিখুঁত নয়। অথচ তালাত মাহমুদ ছিলেন একজন অবাঙালী গায়ক। সেই যুগের মোহাম্মদ রফি, লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে বা ঊষা মঙ্গেশকরের মতো অবাঙালী গায়ক গায়িকাদের তুলনায় তালাত মাহমুদের বাংলা গানের উচ্চারণ ছিল অনেক বেশি নিখুঁত।  আশ্চর্য এক প্রতিভাধর শিল্পী ছিলেন তিনি। 
 ধন্যবাদ, লিরিকস। 
  ০৪ ঠা জুন, ২০১৪  রাত ১১:৩৬
০৪ ঠা জুন, ২০১৪  রাত ১১:৩৬
লিরিকস বলেছেন: মন্তব্যে ভালোলাগা।
আসলেই উনার গানের উচ্চারণ ছিল অনেক বেশি নিখুঁত।
ধন্যবাদ।
৬|  ০৪ ঠা জুন, ২০১৪  বিকাল ৫:৩৪
০৪ ঠা জুন, ২০১৪  বিকাল ৫:৩৪
দুঃখ  বিলাস বলেছেন: মধুর সুরের গান।
শেয়ার করবার জন্য ধন্যবাদ।
  ০৫ ই জুন, ২০১৪  সকাল ১১:৫৩
০৫ ই জুন, ২০১৪  সকাল ১১:৫৩
লিরিকস বলেছেন: সুন্দর গান।
ধন্যবাদ। 
৭|  ০৪ ঠা জুন, ২০১৪  সন্ধ্যা  ৬:৪৯
০৪ ঠা জুন, ২০১৪  সন্ধ্যা  ৬:৪৯
সজল৯৫ বলেছেন:  
অনেক  প্রিয় একটা গান। অনেকবার শুনেছি । মনে করায়ে দিলেন তাই ধন্যবাদ। 
  ০৪ ঠা জুন, ২০১৪  রাত ১১:৩৮
০৪ ঠা জুন, ২০১৪  রাত ১১:৩৮
লিরিকস বলেছেন:  আবার শুনুন।
সুন্দর গান।
ধন্যবাদ। 
৮|  ০৪ ঠা জুন, ২০১৪  রাত ৮:০০
০৪ ঠা জুন, ২০১৪  রাত ৮:০০
মামুন রশিদ বলেছেন: কালজয়ী ক্লাসিক! 
অবাক ব্যাপার, গানটা প্রথম যৌবনেই বেশি ভালো লাগত ।
  ০৪ ঠা জুন, ২০১৪  রাত ১১:৪০
০৪ ঠা জুন, ২০১৪  রাত ১১:৪০
লিরিকস বলেছেন: কত পুরানো গান, এখনো সবার ভালো লাগে।
কালজয়ী।
ধন্যবাদ ভাইয়া।
৯|  ০৫ ই জুন, ২০১৪  রাত ১২:০১
০৫ ই জুন, ২০১৪  রাত ১২:০১
ভুং ভাং বলেছেন: সুন্দর একটা গান।
  ০৫ ই জুন, ২০১৪  সকাল ১১:৪৯
০৫ ই জুন, ২০১৪  সকাল ১১:৪৯
লিরিকস বলেছেন: সুন্দর গান।
ধন্যবাদ। 
১০|  ০৫ ই জুন, ২০১৪  রাত ১২:০২
০৫ ই জুন, ২০১৪  রাত ১২:০২
একজন ঘূণপোকা বলেছেন: 
উনিতো অনেক স্মার্ট ছিলেন  
 
গানের কথা আর কি বলব, চিরসবুজ গান 
  ০৫ ই জুন, ২০১৪  সকাল ১১:৫০
০৫ ই জুন, ২০১৪  সকাল ১১:৫০
লিরিকস বলেছেন: কালজয়ী।
ধন্যবাদ ভাইয়া
১১|  ০৫ ই জুন, ২০১৪  সকাল ১১:৪৪
০৫ ই জুন, ২০১৪  সকাল ১১:৪৪
শের শায়রী বলেছেন:  আপ্নকে খুব ভালো লেগেছে.............
যার এই সব গান শোন মন আছে তাকে ভালো লাগতে তার লেখা ভালো লাগতে বাধ্য।
আর লিরিক চাই
  ০৫ ই জুন, ২০১৪  সকাল ১১:৫১
০৫ ই জুন, ২০১৪  সকাল ১১:৫১
লিরিকস বলেছেন: কত পুরানো গান, এখনো সবার ভালো লাগে।
ধন্যবাদ ভাইয়া।
১২|  ০৫ ই জুন, ২০১৪  রাত ৯:৫৫
০৫ ই জুন, ২০১৪  রাত ৯:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: ভাললাগা ক্লাসিক ।
  ১৮ ই জুন, ২০১৪  দুপুর ১:২৭
১৮ ই জুন, ২০১৪  দুপুর ১:২৭
লিরিকস বলেছেন: খুব সুন্দর গান।
ধন্যবাদ। 
১৩|  ০৮ ই জুন, ২০১৪  সকাল ১১:০৮
০৮ ই জুন, ২০১৪  সকাল ১১:০৮
আরজু পনি  বলেছেন: 
সকাল সকাল আপনার ব্লগে এসে মনটা ভালো হয়ে যাচ্ছে...
অনেক ধন্যবাদ আপনাকে ।।
  ১৮ ই জুন, ২০১৪  দুপুর ১:২৭
১৮ ই জুন, ২০১৪  দুপুর ১:২৭
লিরিকস বলেছেন: খুব সুন্দর গান।
ধন্যবাদ। 
১৪|  ০৭ ই জুলাই, ২০১৪  রাত ১:১১
০৭ ই জুলাই, ২০১৪  রাত ১:১১
স্নিগ্ধ শোভন বলেছেন: 
আবারো নস্টালজিক হলাম। 
  ০৭ ই জুলাই, ২০১৪  দুপুর ১২:০৫
০৭ ই জুলাই, ২০১৪  দুপুর ১২:০৫
লিরিকস বলেছেন: খুব সুন্দর একটি গান।
ধন্যবাদ। 
১৫|  ২৬ শে জুলাই, ২০১৪  রাত ১২:২৪
২৬ শে জুলাই, ২০১৪  রাত ১২:২৪
রাজিব বলেছেন: গানটার কথা অসাধারণ। কেজি মুস্তফার উচিৎ ছিল কবি হওয়া সাংবাদিক না হয়ে। তালাত মাহমুদের উচিৎ ছিল শুধু কোলকাতায় বাংলা গান নিয়ে পড়ে থাকা। আর আপনার উচিৎ শুধু বাংলা গানের লিরিক পোস্ট করা এবং ১০০০ গানের।
  ০৩ রা আগস্ট, ২০১৪  সকাল ১১:৫৮
০৩ রা আগস্ট, ২০১৪  সকাল ১১:৫৮
লিরিকস বলেছেন: ইনশাল্লাহ্ ১০০০ পোস্টের বেশিই দেব। পাশে থাকুন ভাইয়া।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জুন, ২০১৪  বিকাল ৪:৪৬
০৪ ঠা জুন, ২০১৪  বিকাল ৪:৪৬
কান্ডারি অথর্ব বলেছেন:
সুন্দর গান +