|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

কোনো সুখের ছোঁয়া পেতে নয়
নয় কোনো নতুন জীবনের খোঁজে
তোমার চোখে তাকিয়ে থাকা
আলোকিত হাসি নয়
আশা নয়
না বলা ভাষা নয়
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আসি ।।
বুকের এক পাশে রেখেছি
জলহীন মরুভূমি
ইচ্ছে হলে যখন তখন
অশ্রুফোঁটা দাও তুমি
তুমি চাইলে আমি দেবো
অথৈ সাগর পাড়ি
আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি।
যখন আমার কষ্টগুলো
প্রজাপতির মত উড়ে
বিষাদের সবকটা ফুল
চুপচাপ ঝরে পড়ে
আমার আকাশ জুড়ে
মেঘে ভরে গেছে ভুলে
আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি ।
কোনো সুখের ছোঁয়া পেতে নয়
নয় কোনো নতুন জীবনের খোঁজে
তোমার চোখে তাকিয়ে থাকা
আলোকিত হাসি নয় ।।
আশা নয়
না বলা ভাষা নয়
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আসি।
শিল্পীঃ আইয়ুব বাচ্চু
এ্যালবামঃ কষ্ট
সুরকারঃ আইয়ুব বাচ্চু
গীতিকারঃ লতিফুল ইসলাম শিবলী
বছরঃ ১৯৯৫
 ৮ টি
    	৮ টি    	 +২/-০
    	+২/-০  ০৫ ই জুন, ২০১৪  দুপুর ২:৫১
০৫ ই জুন, ২০১৪  দুপুর ২:৫১
লিরিকস বলেছেন: পরের পোস্টের ভিডিও দেখুন, ভালো লাগবে।
 
ধন্যবাদ।
২|  ০৫ ই জুন, ২০১৪  সন্ধ্যা  ৭:৩৮
০৫ ই জুন, ২০১৪  সন্ধ্যা  ৭:৩৮
তূর্য হাসান বলেছেন: বস গানগুলোর মধ্যে একটা।
  ১৮ ই জুন, ২০১৪  দুপুর ১:৩৩
১৮ ই জুন, ২০১৪  দুপুর ১:৩৩
লিরিকস বলেছেন: খুব সুন্দর গান।
ধন্যবাদ। 
৩|  ০৫ ই জুন, ২০১৪  সন্ধ্যা  ৭:৫৪
০৫ ই জুন, ২০১৪  সন্ধ্যা  ৭:৫৪
বোকামানুষ বলেছেন: অনেক পছন্দের একটা গান ধন্যবাদ
  ১৮ ই জুন, ২০১৪  দুপুর ১:৩৪
১৮ ই জুন, ২০১৪  দুপুর ১:৩৪
লিরিকস বলেছেন: খুব সুন্দর গান।
ধন্যবাদ। 
৪|  ২৬ শে জুলাই, ২০১৪  রাত ১২:১৯
২৬ শে জুলাই, ২০১৪  রাত ১২:১৯
রাজিব বলেছেন: দারুণ গান।
  ০৩ রা আগস্ট, ২০১৪  দুপুর ১২:৪৮
০৩ রা আগস্ট, ২০১৪  দুপুর ১২:৪৮
লিরিকস বলেছেন: সুন্দর গান।
ধন্যবাদ। 
©somewhere in net ltd.
১| ০৫ ই জুন, ২০১৪  দুপুর ১:৩৫
০৫ ই জুন, ২০১৪  দুপুর ১:৩৫
কান্ডারি অথর্ব বলেছেন:
 
 
গান ও ভিডিও দুইটাই খুব সুন্দর