|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

আয়নাতে ঐ মুখ দেখবে যখন
কপোলের কালো তিল পড়বে চোখে
ফুটবে যখন ফুল বকুল শাঁখে
ভ্রমর যে এসেছিলো জানবে লোকে।
(কি বলছেন আপনি
বুঝতে পারছো না)
মনটি তোমার কেন দুরুদুরু কাঁপছে
মনের মানুষ কি গো চেনা চেনা লাগছে
তুমি কি তারে কাছে ডাকবে
হৃদয়ের কাছে সে রয় অলোকে
হঠাৎ যখন তুমি দেখবে তাকে
শরমে নয়ন কি গো রাখবে ঢেকে।।
(কিছু বলছো না যে
কি বলবো)
জানিনা এখন তুমি কার কথা ভাবছো
আনমনে কার ছবি চুপিচুপি আঁকছো
তুমি কি তারে ভালোবাসবে
ধরা যদি দেয় সে একপলকে
দেখবে যখন তারে অবাক চোখে
দু’হাতে নয়ন কি গো রাখবে ঢেকে।
শিল্পীঃ মাহমুদুন্নবী
অ্যালবামঃ নাচের পুতুল
সুরকারঃ রবিন ঘোষ
গীতিকারঃ কে. জি. মুস্তফা / মোঃ মনিরুজজামান।
বছরঃ ১৯৭১
 ১৪ টি
    	১৪ টি    	 +১/-০
    	+১/-০  ১৮ ই জুন, ২০১৪  দুপুর ১:৩০
১৮ ই জুন, ২০১৪  দুপুর ১:৩০
লিরিকস বলেছেন: খুব সুন্দর গান।
ধন্যবাদ। 
২|  ০৫ ই জুন, ২০১৪  বিকাল ৫:২৭
০৫ ই জুন, ২০১৪  বিকাল ৫:২৭
মামুন রশিদ বলেছেন: ফুটবে যখন ফুল বকুল শাঁখে.. কথাটা বুঝতে অনেক বছর লেগেছিল । অসাধারন!
  ১৮ ই জুন, ২০১৪  দুপুর ১:৩০
১৮ ই জুন, ২০১৪  দুপুর ১:৩০
লিরিকস বলেছেন:   
   
 
খুব সুন্দর গান।
ধন্যবাদ। 
৩|  ০৫ ই জুন, ২০১৪  বিকাল ৫:৫৯
০৫ ই জুন, ২০১৪  বিকাল ৫:৫৯
তূর্য হাসান বলেছেন: বাংলা সিনেমার অসাধারণ এক গান। ধন্যবাদ।
  ১৮ ই জুন, ২০১৪  দুপুর ১:৩১
১৮ ই জুন, ২০১৪  দুপুর ১:৩১
লিরিকস বলেছেন: খুব সুন্দর গান।
ধন্যবাদ। 
৪|  ০৫ ই জুন, ২০১৪  রাত ১০:২১
০৫ ই জুন, ২০১৪  রাত ১০:২১
দুঃখ বিলাস বলেছেন: চমৎকার একটি গান ।
  ১৮ ই জুন, ২০১৪  দুপুর ১:৩১
১৮ ই জুন, ২০১৪  দুপুর ১:৩১
লিরিকস বলেছেন: খুব সুন্দর গান।
ধন্যবাদ। 
৫|  ০৮ ই জুন, ২০১৪  রাত ৯:১৯
০৮ ই জুন, ২০১৪  রাত ৯:১৯
আমার আমিত্ব বলেছেন: সবুজ গান।
  ১৮ ই জুন, ২০১৪  দুপুর ১:৩২
১৮ ই জুন, ২০১৪  দুপুর ১:৩২
লিরিকস বলেছেন: খুব সুন্দর গান।
ধন্যবাদ। 
৬|  ০৭ ই জুলাই, ২০১৪  রাত ১:১০
০৭ ই জুলাই, ২০১৪  রাত ১:১০
স্নিগ্ধ শোভন বলেছেন: 
দারুণ রোমান্টিক একটা গান। 
  ০৭ ই জুলাই, ২০১৪  দুপুর ১২:০৫
০৭ ই জুলাই, ২০১৪  দুপুর ১২:০৫
লিরিকস বলেছেন:  খুব সুন্দর একটি গান।
ধন্যবাদ। 
৭|  ২৬ শে জুলাই, ২০১৪  রাত ১২:১৩
২৬ শে জুলাই, ২০১৪  রাত ১২:১৩
রাজিব বলেছেন: বাংলাদেশী সিনেমার এক অসাধারণ গান। কেন যে মানুষ সিনেমায় যাওয়া কমিয়ে দিল। এরকম গান আর এখন আমাদের সিনেমায় দেখিনা।
  ০৩ রা আগস্ট, ২০১৪  দুপুর ১২:৫৩
০৩ রা আগস্ট, ২০১৪  দুপুর ১২:৫৩
লিরিকস বলেছেন: সবুজ গান।
©somewhere in net ltd.
১| ০৫ ই জুন, ২০১৪  বিকাল ৩:০১
০৫ ই জুন, ২০১৪  বিকাল ৩:০১
নাহিদ ইসলাম ৩৫০ বলেছেন: জটিল লাগলো।
প্রযুক্তি বিষয়ক বাংলা ব্লগঃ আইডিয়া বাজ