|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

নিঃস্ব করেছ আমায়
কি নিঠুর ছলনায়
তুমি হীনা এ হৃদয় আমার
একাকী অসহায়
পেয়ে হারানোর বেদনায়
পুড়ে চলেছি সারাক্ষণ
কেন তুমি মিছে মায়ায়
বেঁধেছিলে আমায় তখন ?
ফিরিয়ে দাও আমার প্রেম
তুমি ফিরিয়ে দাও
ফিরিয়ে দাও হারানো দিনগুলো
এ ভাবে চলে যেও না
আমার হৃদয়জুড়ে
শুধু তুমি ছিলে
যত সুখ ছিল মনে
কেন মুছে দিলে ?
পেয়ে হারানোর বেদনায়
পুড়ে চলেছি সারাক্ষণ
কেন তুমি মিছে মায়ায়
বেঁধেছিলে আমায় তখন ?
অকারণ অভিমানে
তুমি চলে যেও না
মায়াবী এ বাঁধন ছিঁড়ে
দূরে সরে যেও না
পেয়ে হারানোর বেদনায়
পুড়ে চলেছি সারাক্ষণ
কেন তুমি মিছে মায়ায়
বেঁধেছিলে আমায় তখন ?
শিল্পীঃ শাফিন আহমেদ
সুরকারঃ মাইলস
গীতিকারঃ মাইলস
ব্যান্ডঃ মাইলস
অ্যালবামঃ প্রত্যাশা
সালঃ ১৯৯৩
এই অ্যালবামে গানের কথা ও সুরকারের নাম দেওয়া নাই। শুনেছি অধিকাংশ গানের কথা ও সুর শাফিন, হামিন ও মানাম আহমদের। তথ্যসূত্র উল্লেখ করতে পারছিনা বলেই আলাদা ভাবে গীতিকার ও সুরকারের নাম দেওয়া হল না।
 ৮ টি
    	৮ টি    	 +২/-০
    	+২/-০  ২০ শে জুন, ২০১৪  দুপুর ২:১৩
২০ শে জুন, ২০১৪  দুপুর ২:১৩
লিরিকস বলেছেন:   
   
   
   
  
ধন্যবাদ।
২|  ১৮ ই জুন, ২০১৪  বিকাল ৩:৩৯
১৮ ই জুন, ২০১৪  বিকাল ৩:৩৯
পাউডার বলেছেন: 
মাইলসের সবই ভালো ছিলো, শুধু লিরিক ছাড়া। বেশিরভাগ লিরিকই শাফিন-হামিনের বউদের লিখা থাকতো। 
  ২০ শে জুন, ২০১৪  দুপুর ২:১৩
২০ শে জুন, ২০১৪  দুপুর ২:১৩
লিরিকস বলেছেন:   
   
   
   
   
  
ধন্যবাদ।
৩|  ০৭ ই জুলাই, ২০১৪  রাত ১:০৯
০৭ ই জুলাই, ২০১৪  রাত ১:০৯
স্নিগ্ধ শোভন বলেছেন: 
পেয়ে হারানোর বেদনায়
পুড়ে চলেছি সারাক্ষণ
কেন তুমি মিছে মায়ায়
বেঁধেছিলে আমায় তখন ? 
এই লাইন গুলো হৃদয়ে গেঁথে যায়। 
  ০৭ ই জুলাই, ২০১৪  দুপুর ১২:৩২
০৭ ই জুলাই, ২০১৪  দুপুর ১২:৩২
লিরিকস বলেছেন: খুব সুন্দর গান।
ধন্যবাদ।
৪|  ০৭ ই জুলাই, ২০১৪  রাত ১:২১
০৭ ই জুলাই, ২০১৪  রাত ১:২১
আহসানের ব্লগ বলেছেন: ;-)
  ০৭ ই জুলাই, ২০১৪  দুপুর ১২:৩৬
০৭ ই জুলাই, ২০১৪  দুপুর ১২:৩৬
লিরিকস বলেছেন: খুব সুন্দর গান।
ধন্যবাদ। 
©somewhere in net ltd.
১| ১৮ ই জুন, ২০১৪  দুপুর ২:৫৬
১৮ ই জুন, ২০১৪  দুপুর ২:৫৬
ধুমধাম বলেছেন: ভাই, এ গান নিয়ে আমার এক অদ্ভুদ স্ম্ তি আছে, কি মনে করাইলেন!!