|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

একটা ছিল সোনার কন্যা
মেঘ বরণ কেশ
ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ
দুই চোখে তার আহারে কি মায়া
নদীর জলে পড়ল কন্যার ছায়া
তাহার কথা বলি
তাহার কথা বলতে বলতে নাও দৌঁড়াইয়া চলি
কন্যার ছিল দীঘল চুল
তাহার কেশে জবা ফুল
সেই ফুল পানিতে ফেইলা
কন্যা করল ভুল
কন্যা ভুল করিস না
ও কন্যা ভুল করিস না
আমি ভুল করা কন্যার লগে কথা বলব না
হাত খালি গলা খালি
কন্যার নাকে নাকফুল
সেই ফুল পানিতে ফেইলা
কন্যা করল ভুল
এখন নিজের কথা বলি
নিজের কথা বলতে বলতে
নাও দৌঁড়াইয়া চলি
সবুজ বরণ লাও ডগায়
দুধসাদা ফুল ধরে
ভুল করা কন্যার লাগি
মন আনচান করে
আমার মন আনচান করে
শিল্পীঃ সুবীর নন্দী
অ্যালবামঃ শ্রাবন মেঘের দিন
সুরকারঃ মাকসুদ জামিল মিন্টু
গীতিকারঃ হুমায়ুন আহমেদ
বছরঃ ১৯৯৯
গানটি লিখেছেন প্রয়াত নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। সুরকার মকসুদ জামিল মিন্টু। হুমায়ূন আহমেদ গানটি লিখে মকসুদ জামিলকে বললেন তিনি গানটি সুবীর নন্দীকে দিয়ে গাওয়াতে চান। হুমায়ূন আহমেদের কথামতো সাসটেইন স্টুডিওতে গানের মুখটা সুর করার পর সুবীর নন্দীকে দিয়ে গাওয়ান মাকসুদ জামিল মিন্টু। পরে গানটি শ্রাবণ মেঘের দিন ছবিতে ব্যবহার করা হয়। [ইন্টারনেট]
 ৫ টি
    	৫ টি    	 +২/-০
    	+২/-০  ২১ শে জুন, ২০১৪  দুপুর ১:২৭
২১ শে জুন, ২০১৪  দুপুর ১:২৭
লিরিকস বলেছেন: সুন্দর গান।
ধন্যবাদ।
২|  ২০ শে জুন, ২০১৪  রাত ৮:২৯
২০ শে জুন, ২০১৪  রাত ৮:২৯
আমি দিহান বলেছেন: আমার খুব প্রিয়,তথাপি অনেকদিন শোনা হয়নি।
ধন্যবাদ ভাইয়া। 
  ২১ শে জুন, ২০১৪  দুপুর ১:৩০
২১ শে জুন, ২০১৪  দুপুর ১:৩০
লিরিকস বলেছেন: সুন্দর গান।
ধন্যবাদ।
৩|  ১৭ ই জুন, ২০১৬  দুপুর ২:৫৪
১৭ ই জুন, ২০১৬  দুপুর ২:৫৪
আরণ্যক রাখাল বলেছেন: লিরিকটা মন ভিজিয়ে দেয়। গানটাও
©somewhere in net ltd.
১| ২০ শে জুন, ২০১৪  বিকাল ৫:২০
২০ শে জুন, ২০১৪  বিকাল ৫:২০
স্নিগ্ধ শোভন বলেছেন: সুবীর নন্দীর খুব জনপ্রিয় গানের মধ্যে একটি।