নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনুন মন ভালো রাখুন।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।

লিরিকস

সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

লিরিকস › বিস্তারিত পোস্টঃ

এক সেকেন্ডর নাই ভরসা - ফিরোজ সাঁই

২৩ শে জুন, ২০১৪ দুপুর ২:৩১





এক সেকেন্ডর নাই ভরসা

বন্ধ হইবে রঙ তামাশা

চক্ষু মুদিলে –

হায়রে দম ফুরাইলে।।



রঙিন রঙিন দালান কোটা

দামী দামী গাড়ি

জমি জমা ধন লইয়া কর কারাকারি।

সাড়ে তিন হাত জায়গাও হয় না

মাটির মন্জিলে।



সাদা কালো কত রঙের কত রকম মানুষ

এই দুনিয়ার জলসাঘরে

হইয়া থাকে বেহুস।।

গানা বাজনা শেষ হইবো- নেশা ফুরাইলে।













শিল্পীঃ ফিরোজ সাঁই

অ্যালবামঃ এক সেকেন্ডর নাই ভরসা

সুরকারঃ ফিরোজ সাঁই

গীতিকারঃ ফিরোজ সাঁই







লোকসঙ্গীত ও আধ্যাত্মিক ধারার গানকে যারা পপসঙ্গীতের আদল দিয়েছিলেন তাদের একজন শিল্পী ফিরোজ সাঁই। তার গাওয়া 'এক সেকেন্ডের নাই ভরসা' অথবা 'ইস্কুল খুইলাছে রে মওলা, ইস্কুল খুইলাছে' এর মতো গানগুলো আজও শ্রোতাদের হৃদয়ে দোলা দেয় সুর ও চিন্তার আনন্দ অনুভবে।

১২ জানুয়ারি ১৯৯৫ সালে শিল্পকলার একটি গানের অনুষ্ঠানে 'এক সেকেন্ডের নাই ভরসা’ গানটি গাওয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন ফিরোজ সাঁই।



মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০১৪ দুপুর ২:৪২

পরিবেশ বন্ধু বলেছেন: সবই নিয়তি

২৩ শে জুন, ২০১৪ বিকাল ৩:৩৬

লিরিকস বলেছেন: হুম!

২| ২৩ শে জুন, ২০১৪ দুপুর ২:৫৯

চানাচুর বলেছেন: আপনার ব্লগটা ঘুরে দেখলাম। ভালোই। কিন্তু অনেক গানের লিঙ্ক দেননা :(

২৩ শে জুন, ২০১৪ বিকাল ৩:৩৭

লিরিকস বলেছেন: আপডেট চলছে।

অনেক ধন্যবাদ।

৩| ২৩ শে জুন, ২০১৪ বিকাল ৩:১৫

নাজমুল হাসান মজুমদার বলেছেন: অনেক সুন্দর

২৩ শে জুন, ২০১৪ বিকাল ৩:৪৩

লিরিকস বলেছেন: সুন্দর গান।

ধন্যবাদ।

৪| ২৩ শে জুন, ২০১৪ বিকাল ৫:১০

স্নিগ্ধ শোভন বলেছেন:

গানের সাথে গায়কের মৃত্যুর কাহিনী মিলে গেলো :(

২৭ শে জুন, ২০১৪ দুপুর ১২:০০

লিরিকস বলেছেন: :( :(

৫| ২৬ শে জুলাই, ২০১৪ রাত ১২:১৬

রাজিব বলেছেন: এক সেকেন্ডের যে আসলেই ভরসা নাই তার সবচেয়ে প্রমান ফিরোজ সাঁই। ফিরোজ সাঁই যে ধরনের গান গাইতেন তার মৃত্যুর পর সে ধারা এগিয়ে নেবার মত আর কেউ নেই। গানটির জন্য ধন্যবাদ। অনেকবার শোনা একটি গান।

০৩ রা আগস্ট, ২০১৪ দুপুর ১২:২৪

লিরিকস বলেছেন: গানের সাথে গায়কের মৃত্যুর কাহিনী মিলে গেলো :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.