নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনুন মন ভালো রাখুন।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।

লিরিকস

সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

লিরিকস › বিস্তারিত পোস্টঃ

ওকি গাড়িয়াল ভাই - আব্বাস উদ্দিন

৩০ শে জুন, ২০১৪ দুপুর ১:৪৬





ওকি গাড়িয়াল ভাই

কত রব আমি পন্থের দিকে চাইয়া রে .



যেদিন গাড়িয়াল উজান যায়

নারীর মন মর ছুইরা রয় রে .. (২বার )



ওকি গাড়িয়াল ভাই…

হাঁকাও গাড়ি তুই চিল মারির বন্দর এ রে



আর…কি কব দুস্কের ও জ্বালা…গাড়িয়াল ভাই

গাঁথিয়াছি কনমালা রে… ( ২বার )



ওকি গাড়িয়াল ভাই…

কত কাঁদি মুই নিদুয়া পাথারে রে …



ওকি গাড়িয়াল ভাই

কত রব আমি পন্থের দিকে চাইয়া রে

ওকি গাড়িয়াল ভাই…

হাঁকাও গাড়ি তুই চিল মারির বন্দর এ রে ।









ফেরদৌসী রহমান







শিল্পীঃ আব্বাস উদ্দিন আহমেদ

সুরকারঃ আব্বাস উদ্দিন

গীতিকারঃ শাহ আব্দুল করিম





আব্বাস উদ্দিন পুরো নাম আব্বাস উদ্দিন আহমেদ।

এই গানটি অনেক শিল্পী গেয়েছেন। ১৯৬৮ সালে নীনা হামিদ বাল্য বন্ধু মুভিতে গেয়েছেন। ১৯৭৮ সালে ফেরদৌসী রহমান নোলক মুভিতে গানটি গেয়েছিলেন।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০১৪ দুপুর ২:২০

মামুন রশিদ বলেছেন: ভাওয়াইয়া মেঠো সুর !

৩০ শে জুন, ২০১৪ বিকাল ৩:৩৮

লিরিকস বলেছেন: সুন্দর গান।

ধন্যবাদ ভাইয়া।

২| ০১ লা জুলাই, ২০১৪ রাত ১২:৫৯

কান্ডারি অথর্ব বলেছেন:


সুন্দর +

০১ লা জুলাই, ২০১৪ সকাল ১১:১৩

লিরিকস বলেছেন: সুন্দর গান।

ধন্যবাদ ভাইয়া।

৩| ০১ লা জুলাই, ২০১৪ রাত ১:৩০

স্নিগ্ধ শোভন বলেছেন:


অহ! কি গানের কথা মনে করিয়ে দিলেন। গরুর গাড়ি এখন একদম দেখিই না।

০১ লা জুলাই, ২০১৪ দুপুর ১২:০৫

লিরিকস বলেছেন: ঠিক বলেছেন।


ধন্যবাদ।

৪| ০৭ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:০৪

রাজিব বলেছেন: গাড়িয়াল ভাই এখন বিলুপ্তির মুখে।

০৭ ই জুলাই, ২০১৪ রাত ৯:১৮

লিরিকস বলেছেন: খুব ছোট বেলাতে দুই একবার চড়েছি গরুর গাড়িতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.