নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনুন মন ভালো রাখুন।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।

লিরিকস

সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

লিরিকস › বিস্তারিত পোস্টঃ

মনে পড়ে রুবি রায় - আর. ডি. বর্মন

০২ রা জুলাই, ২০১৪ দুপুর ১২:০৪





মনে পড়ে রুবি রায়

কবিতায় তোমাকে, একদিন কত করে ডেকেছি

আজ হায় রুবি রায়,ডেকে বল আমাকে

তোমাকে কোথায় যেন দেখেছি ।।



রোদ জ্বলা দুপুরে,সুর তুলে নূপুরে

বাস থেকে তুমি যবে নাবতে ।।

একটি কিশোর ছেলে,একা কেন দাঁড়িয়ে

সে কথা কি কোন দিন ভাবতে ।



মনে পড়ে রুবি রায়

কবিতায় তোমাকে, একদিন কত করে ডেকেছি

আজ হায় রুবি রায়,ডেকে বল আমাকে

তোমাকে কোথায় যেন দেখেছি ।।



দ্বীপ জ্বলা সন্ধ্যায়

দ্বীপ জ্বলা সন্ধ্যায়,হৃদয়ের জানালায়

কান্নার খাঁচা শুধু রেখেছি ।।

ও.. পাখি সে তো আসেনি,তুমি ভালবাসনি

স্বপ্নের জাল বৃথা বুনেছি।



মনে পড়ে রুবি রায়

কবিতায় তোমাকে, একদিন কত করে ডেকেছি

আজ হায় রুবি রায়,ডেকে বল আমাকে

তোমাকে কোথায় যেন দেখেছি ।।

















শিল্পীঃ আর. ডি. বর্মন

অ্যালবামঃ অনামিকা

সুরকারঃ আর. ডি. বর্মন

গীতিকারঃ আর. ডি. বর্মন

বছরঃ ১৯৬৯

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০১৪ দুপুর ১২:২৪

ইমতিয়াজ ১৩ বলেছেন: অফিসে আসা-যাওয়ার পথে প্রায় প্রতিদিনই শুনি।

০২ রা জুলাই, ২০১৪ দুপুর ১২:৩৯

লিরিকস বলেছেন: খুব সুন্দর গান।

ধন্যবাদ।

২| ০২ রা জুলাই, ২০১৪ দুপুর ২:০৩

মামুন রশিদ বলেছেন: সুন্দর, খুব সুন্দর ।

০২ রা জুলাই, ২০১৪ বিকাল ৩:০৫

লিরিকস বলেছেন: আপনাকে সব সময় পাশে পেয়ে খুব ভাল লাগে ভাইয়া।



খুব সুন্দর গান।

ধন্যবাদ।

৩| ০২ রা জুলাই, ২০১৪ দুপুর ২:২৮

নাহিদ ইসলাম ৩৫০ বলেছেন: ভালো লাগলো



টেকনোলজি ব্লগ

০২ রা জুলাই, ২০১৪ বিকাল ৩:৪৭

লিরিকস বলেছেন: খুব সুন্দর গান।


আপনার লিংকে যাবো।


ধন্যবাদ।

৪| ০২ রা জুলাই, ২০১৪ বিকাল ৩:২০

রাজিব বলেছেন: ১৯৬৯ সালে রুবি রায়কে লুকিয়ে লুকিয়ে দেখা ছাড়া খুব বেশি করার কিছু ছিল না। আর সমবয়সী হলে তো কথাই নেই। রুবি রায়দের বিয়ে শহরেও ১৮ এর আগে হয়ে যেত। তবে ২০১৯ সালে রুবি রায়দের লুকিয়ে দেখতে হবে না। মুশকিল একটাই হবে- যে রুবি রায়কে আপনার পছন্দ হবে তাকে কিভাবে আপনার প্রেমে ফেলা যায়।

০২ রা জুলাই, ২০১৪ রাত ১০:০৫

লিরিকস বলেছেন: সুন্দর মন্তব্যে ভালোলাগা ।

ধন্যবাদ ।

৫| ০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৫১

অঘটনঘটনপটীয়সী বলেছেন: খুব খুব খুব সুন্দর ১টা গান।

০৮ ই জুলাই, ২০১৪ রাত ১০:৩১

লিরিকস বলেছেন: খুব ভালো লাগা গান। কত পুরানো গান, আমাদের পূর্বপুরুষদেরও ভালো লাগত, আমাদেরও লাগে!

ধন্যবাদ আপি অনেক।

৬| ১২ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৪৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আমার অনেক প্রিয় একটি গান এটি। বাবুল সুপ্রিয়’র কণ্ঠে দারুণ লাগে।

ধন্যবাদ লিরিকস :)

১২ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:০০

লিরিকস বলেছেন: দারুন গান।

উনার কণ্ঠে শুনি নাই।

শুনে দেখব।

ধন্যবাদ।

৭| ১৮ ই জুলাই, ২০১৪ রাত ১:৩৮

এম.ডি অভ্র বলেছেন: ্ওসাম গুরু আমার অনেক প্রিয় গান

১৯ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৫৪

লিরিকস বলেছেন: ধন্যবাদ শিষ্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.