|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

সে যে বসে আছে একা একা
রঙিন স্বপ্ন তার বুনতে
সে যে চেয়ে আছে ভরা চোখে
জানালার ফাঁকে মেঘ ধরতে
সে যে বসে আছে একা একা
রঙিন স্বপ্ন তার বুনতে
সে যে চেয়ে আছে ভরা চোখে
জানালার ফাঁকে মেঘ ধরতে
তার গুন গুন মনের গান বাতাসে উড়ে কান পাতো মনে পাবে শুনতে
তার রঙের তুলির নাচে মেঘেরা ছুটে চোখ মেল যদি পার বুঝতে
তার গুন গুন মনের গান বাতাসে উড়ে কান পাতো মনে পাবে শুনতে
তার রঙের তুলির নাচে মেঘেরা ছুটে চোখ মেল যদি পার বুঝতে
সে যে বসে আছে একা একা
তার স্বপ্নের কারখানা চলেছে
আর বুড়ো বুড়ো মেঘেদের দল
বৃষ্টি নামার তাল গুনছে
সে যে বসে আছে একা একা
তার স্বপ্নের কারখানা চলেছে
আর বুড়ো বুড়ো মেঘেদের দল
বৃষ্টি নামার তাল গুনছে
সেই গুন গুন মনের গান বৃষ্টি নামায় টপ টপ টপ ফোটা পড়ে অনেক ক্ষণ
সেই বৃষ্টি ভেজা মোরে ডাক দিয়েছে ভেজা কাক হয়ে থাক আমার মন
সেই গুন গুন মনের গান বৃষ্টি নামায় টপ টপ টপ ফোটা পড়ে অনেক ক্ষণ
সেই বৃষ্টি ভেজা মোরে ডাক দিয়েছে ভেজা কাক হয়ে থাক আমার মন
সে যে বসে আছে … সে যে বসে আছে
সে যে বসে আছে … সে যে বসে আছে
নাটক
শিল্পীঃ শায়ান চৌধুরী অর্ণব
সুরকারঃ শায়ান চৌধুরী অর্ণব
গীতিকারঃ সাহানা বাজপেয়ী
নাটকঃ অফবিট -২০০৪
অ্যালবামঃ চাইনা ভাবিস- ২০০৫
সে যে বসে আছে (ইংরেজি: She Je Boshe Ache), শাহানা বাজপেয়ী রচিত এবং শায়ান চৌধুরী অর্ণবের গাওয়া একটি জনপ্রিয় বাংলা গান। ২০০৪ সালে অফবিট নামের একটি বাংলা টেলিভিশন নাটকের শিরোনাম সংগীত হিসেবে এটি সর্বপ্রথম প্রকাশিত হয়। এই গানের সুর এবং সঙ্গীতায়জন করেছেন অর্ণব। পরবর্তিতে চাইনা ভাবিস, অর্ণবের প্রথম একক এ্যালবামে গানটি অন্তভুক্ত হয়। (ইন্টারনেট)
 ১৯ টি
    	১৯ টি    	 +২/-০
    	+২/-০  ০২ রা জুলাই, ২০১৪  রাত ১০:১২
০২ রা জুলাই, ২০১৪  রাত ১০:১২
লিরিকস বলেছেন: দারুন একটা গান ।
ধন্যবাদ ।
২|  ০২ রা জুলাই, ২০১৪  বিকাল ৪:৫৮
০২ রা জুলাই, ২০১৪  বিকাল ৪:৫৮
সুমাইয়া আলো বলেছেন: সে যে বসে আছে একা একা
রঙিন স্বপ্ন তার বুনতে
সে যে চেয়ে আছে ভরা চোখে
জানালার ফাঁকে মেঘ ধরতে
সে যে বসে আছে একা একা
রঙিন স্বপ্ন তার বুনতে
সে যে চেয়ে আছে ভরা চোখে
জানালার ফাঁকে মেঘ ধরতে
আমার খুবই প্রিয় একটি গান ।
  ০২ রা জুলাই, ২০১৪  রাত ১০:১৩
০২ রা জুলাই, ২০১৪  রাত ১০:১৩
লিরিকস বলেছেন: দারুন একটা গান ।
ধন্যবাদ ।
৩|  ০২ রা জুলাই, ২০১৪  বিকাল ৫:৪৮
০২ রা জুলাই, ২০১৪  বিকাল ৫:৪৮
রাহুল বলেছেন: এই গানটারে অনেক ভালা পাই।
  ০২ রা জুলাই, ২০১৪  রাত ১০:১৬
০২ রা জুলাই, ২০১৪  রাত ১০:১৬
লিরিকস বলেছেন: দারুন একটা গান ।
ধন্যবাদ ।
৪|  ০২ রা জুলাই, ২০১৪  সন্ধ্যা  ৭:১৮
০২ রা জুলাই, ২০১৪  সন্ধ্যা  ৭:১৮
নীল বরফ বলেছেন: অনেক ভালো লাগা একটা গান।
  ০২ রা জুলাই, ২০১৪  রাত ১০:৩০
০২ রা জুলাই, ২০১৪  রাত ১০:৩০
লিরিকস বলেছেন: দারুন একটা গান ।
ধন্যবাদ ।
৫|  ০৫ ই জুলাই, ২০১৪  সকাল ১১:৫২
০৫ ই জুলাই, ২০১৪  সকাল ১১:৫২
রাজিব বলেছেন: অর্ণব এর এই গানটা দারুন এবং অনেকবার শুনেছি। তবে আমার আরও বেশি ভাল লেগেছে শাহানা বাজপেয়ীর একটা ছেলেটা গানটিঃ
  ০৫ ই জুলাই, ২০১৪  দুপুর ১২:৩০
০৫ ই জুলাই, ২০১৪  দুপুর ১২:৩০
লিরিকস বলেছেন: চমৎকার সুন্দর গান। এটা নিয়ে পোস্ট আসবে।
৬|  ০৫ ই জুলাই, ২০১৪  সকাল ১১:৫৩
০৫ ই জুলাই, ২০১৪  সকাল ১১:৫৩
রাজিব বলেছেন: আপনার পোস্ট গুলো তো আসলে গানের খনির মত। অনেকটা সময় নিয়ে আজ দেখলাম। আস্তে আস্তে মন্তব্য করার চেষ্টা করবো। কষ্ট করে সময় নিয়ে পোস্ট গুলো দেবার জন্য ধন্যবাদ।
  ০৫ ই জুলাই, ২০১৪  দুপুর ১২:৪৩
০৫ ই জুলাই, ২০১৪  দুপুর ১২:৪৩
লিরিকস বলেছেন: মন্তব্যে ভালোলাগা। 
একসময় হয়ত হাজারো গান থাকবে এখানে, গান খুঁজতে অন্য কোথাও যাওয়া লাগবে না..... সামুতেই পাওয়া যাবে।
আপনার কাছে আমি ১০ টা গানের তালিকা চাই আপনার পছন্দের।
ধন্যবাদ ভাইয়া।
৭|  ০৭ ই জুলাই, ২০১৪  রাত ১:০০
০৭ ই জুলাই, ২০১৪  রাত ১:০০
স্নিগ্ধ শোভন বলেছেন: সে যে বসে আছে একা একা 
এই লাইনটা শুনলে আমার মায়ের কথা মনে পড়তো তাই ইন্টার ক্লাসে এটাকে মোবাইলের ওয়েলকাম টোন দিয়েছিলাম। 
  ০৭ ই জুলাই, ২০১৪  দুপুর ১২:৫০
০৭ ই জুলাই, ২০১৪  দুপুর ১২:৫০
লিরিকস বলেছেন: মন্তব্যে ভালোলাগা।
ধন্যবাদ ভাইয়া। 
৮|  ০৭ ই জুলাই, ২০১৪  রাত ১:২৬
০৭ ই জুলাই, ২০১৪  রাত ১:২৬
আহসানের ব্লগ বলেছেন: Ki je prio ekta gan. :-)
  ০৭ ই জুলাই, ২০১৪  দুপুর ১২:৫৩
০৭ ই জুলাই, ২০১৪  দুপুর ১২:৫৩
লিরিকস বলেছেন:  মন্তব্যে ভালোলাগা।
ধন্যবাদ ভাইয়া।
৯|  ০৮ ই জুলাই, ২০১৪  দুপুর ২:৫০
০৮ ই জুলাই, ২০১৪  দুপুর ২:৫০
অঘটনঘটনপটীয়সী বলেছেন: এই গানটা অফবিট নাটকে প্রথম শুনে আমি ভেবেছিলাম এটা তাহসানের গান।   অনেকদিন পর জানতে পারি যে এটা অর্নবের গান।
  অনেকদিন পর জানতে পারি যে এটা অর্নবের গান। 
  ০৯ ই জুলাই, ২০১৪  দুপুর ১:১১
০৯ ই জুলাই, ২০১৪  দুপুর ১:১১
লিরিকস বলেছেন: অনেকে এখনও ভাবে তাহসানের গান।
শুভেচ্ছা।
১০|  ২০ শে মে, ২০১৫  রাত ২:০৭
২০ শে মে, ২০১৫  রাত ২:০৭
আহসানের ব্লগ বলেছেন: গানটা তাহসানের কন্ঠেও জোশ ছিল ।
©somewhere in net ltd.
১| ০২ রা জুলাই, ২০১৪  বিকাল ৩:৫৪
০২ রা জুলাই, ২০১৪  বিকাল ৩:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: দারুন ভাললাগার গান।