|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

আমার গায়ে যত দুঃখ সয়
বন্ধুয়া রে করো তোমার মনে যাহা লয়।।
নিঠুর বন্ধু রে, বলেছিলে আমার হবে
মন দিয়াছি এই ভেবে
সাক্ষী কেউ ছিলনা সেসময়।
সাক্ষী শুধু চন্দ্র-তারা,
একদিন তুমি পড়বে ধরা রে বন্ধু
ত্রিভুবনের বিচার যেদিন হয়।।
নিঠুর বন্ধু রে, দুঃখ দিয়া হিয়ার ভিতর
একদিনও না লইলে খবর
এইকি তোমার প্রেমের পরিচয় ও বন্ধুরে।
কি জানি কি আশা দিয়া
কেন বা প্রেম শিখাইলা রে বন্ধু
দূরে থাকা উচিত কি আর হয়।।
(পাষাণ বন্ধুরে) নিঠুর বন্ধুরে, বিচ্ছেদের বাজারে গিয়া
তোমার প্রেম বিকি দিয়া
করব না প্রেম আর যদি কেউ কয় ও বন্ধুরে।
উকিলের হয়েছে জানা
কেবলই সুরের কারখানা রে বন্ধু
চোরে চোরে বেওয়াইয়ালা হয়।।
শিল্পীঃ বারী সিদ্দিকী
অ্যালবামঃ শ্রাবন মেঘের দিন
সুরকারঃ উকিল মুন্সী
গীতিকারঃ উকিল মুন্সী
বছরঃ ২০০০
 ১০ টি
    	১০ টি    	 +২/-০
    	+২/-০  ০৩ রা জুলাই, ২০১৪  দুপুর ২:০৪
০৩ রা জুলাই, ২০১৪  দুপুর ২:০৪
লিরিকস বলেছেন: সব সময় পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।
২|  ০৩ রা জুলাই, ২০১৪  দুপুর ১:৫৬
০৩ রা জুলাই, ২০১৪  দুপুর ১:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: দারুন ভাল লাগার একটি গান।
  ০৩ রা জুলাই, ২০১৪  বিকাল ৩:০৪
০৩ রা জুলাই, ২০১৪  বিকাল ৩:০৪
লিরিকস বলেছেন: সব সময় পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।
৩|  ০৩ রা জুলাই, ২০১৪  রাত ১০:২৫
০৩ রা জুলাই, ২০১৪  রাত ১০:২৫
প্রবাসী পাঠক বলেছেন: আমার খুব পছন্দের একটা গান। পোস্টে প্লাস।
  ০৪ ঠা জুলাই, ২০১৪  সকাল ১০:৫৭
০৪ ঠা জুলাই, ২০১৪  সকাল ১০:৫৭
লিরিকস বলেছেন: সব সময় পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।
৪|  ০৩ রা জুলাই, ২০১৪  রাত ১১:২৩
০৩ রা জুলাই, ২০১৪  রাত ১১:২৩
মামুন রশিদ বলেছেন: অসাধারণ! খুব সুন্দর ।
  ০৪ ঠা জুলাই, ২০১৪  সকাল ১১:৩০
০৪ ঠা জুলাই, ২০১৪  সকাল ১১:৩০
লিরিকস বলেছেন: খুব সুন্দর গান ভাইয়া।
ধন্যবাদ।
৫|  ০৭ ই জুলাই, ২০১৪  রাত ১২:৫৭
০৭ ই জুলাই, ২০১৪  রাত ১২:৫৭
স্নিগ্ধ শোভন বলেছেন: বারী সিদ্দিকীর সেরা গানের একটি।
  ০৭ ই জুলাই, ২০১৪  দুপুর ১২:৫১
০৭ ই জুলাই, ২০১৪  দুপুর ১২:৫১
লিরিকস বলেছেন: খুব সুন্দর গান ভাইয়া।
ধন্যবাদ। 
©somewhere in net ltd.
১| ০৩ রা জুলাই, ২০১৪  দুপুর ১:৪৯
০৩ রা জুলাই, ২০১৪  দুপুর ১:৪৯
কান্ডারি অথর্ব বলেছেন:
সুন্দর গান।
ধন্যবাদ।