|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

নিঝুম রাতের আধারে
জোনাকিরা মিটিমিটি জ্বলে
তুমি নেই আজ আমি শুধু আছি
একা বেঁচে আছি।।
মেঘলা আকাশ পথের
নেই কোন দিশা
তবুও তোমায় খুজেছি আমি
খুজেছি একা একা।।
সুখের সেদিন চোখের
জলে মুছে গেছে
তবুও সে সুখ খুজেছি আমি
খুজেছি মনের মাঝে।।
নিঝুম রাতের আধারে
জোনাকিরা মিটিমিটি জ্বলে
তুমি নেই আজ আমি শুধু আছি
একা বেঁচে আছি।
শিল্পীঃ সাইদ হাসান টিপু
অ্যালবামঃ অবসকিউর
সুরকারঃ অবসকিউর*
গীতিকারঃ অবসকিউর*
বছরঃ ১৯৮৮/৮৯**
* অবসকিউরের গান গুলো কারা লিখেছেন ও সুর করছেন কোথায়ও উল্লেক্ষ নাই, শোনা যায় টিপুই বেশির ভাগ গানের সুর দিয়েছিলেন, লিখেছিলেনও কিছু গান। ব্যান্ডের অন্যরাও গান লিখতেন।
** তথ্যের সত্যতা যাচাই করা যাইনি। 
 ৬ টি
    	৬ টি    	 +১/-০
    	+১/-০  ০৪ ঠা জুলাই, ২০১৪  দুপুর ১:৩৪
০৪ ঠা জুলাই, ২০১৪  দুপুর ১:৩৪
লিরিকস বলেছেন: খুব সুন্দর একটা গান।
ধন্যবাদ ভাইয়া।
২|  ০৪ ঠা জুলাই, ২০১৪  দুপুর ১:৪৫
০৪ ঠা জুলাই, ২০১৪  দুপুর ১:৪৫
তূর্য হাসান বলেছেন: সুখের সেদিন চোখের
জলে মুছে  গেছে
তবুও সে সুখ খুজেছি আমি
খুজেছি মনের মাঝে।।
খুব সুন্দর একটা গান। আমার খুব পছন্দের।
  ০৪ ঠা জুলাই, ২০১৪  বিকাল ৩:০৮
০৪ ঠা জুলাই, ২০১৪  বিকাল ৩:০৮
লিরিকস বলেছেন: খুব সুন্দর একটা গান ।
আপনাকে সব সময়  পাশে  পেয়ে ভালোলাগে ।
ধন্যবাদ ভাইয়া।
৩|  ০৭ ই জুলাই, ২০১৪  রাত ১২:৫৫
০৭ ই জুলাই, ২০১৪  রাত ১২:৫৫
স্নিগ্ধ শোভন বলেছেন: 
আমার সবচাইতে প্রিয় গানের একটি। আমি প্রায় সময় এই গান গায় রিক্সায় বা বাসে আনমনে। 
  ০৭ ই জুলাই, ২০১৪  দুপুর ১২:৫২
০৭ ই জুলাই, ২০১৪  দুপুর ১২:৫২
লিরিকস বলেছেন: মন্তব্যে ভালোলাগা।
ধন্যবাদ ভাইয়া। 
©somewhere in net ltd.
১| ০৩ রা জুলাই, ২০১৪  রাত ১০:৪০
০৩ রা জুলাই, ২০১৪  রাত ১০:৪০
মামুন রশিদ বলেছেন: সুন্দর । এক সময়ের প্রিয় গান ।