|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

কোনবা দোষে আইলো পিরিত আমার অন্তরে
সব কিছু হায় উলটে গেল তারই মন্তরে
আমার কি হইলে কি হইয়া গেল
আমার কি হইলে কি হইয়া গেল গো
তুষের আগুন বুকে শুধু জ্বলে
বন্ধুরা যে পাগল আমায় বলে
দিনের বেলায় দেখি চাঁদের আলো
কোন কিছুই লাগে না যে ভাল
আমার কি হইলে কি হইয়া গেল
আমার কি হইলে কি হইয়া গেল গো।।
নীবর ক্ষণে শুধুই আমি ভাবি
হারালো কী আমার মনের চাবি
জ্যোছনা রাতে মনটা শুধু কাঁদে
পা বাড়ালাম এ কোন নতুন ফাঁদে
আমার কি হইলে কি হইয়া গেল
আমার কি হইলে কি হইয়া গেল গো
শিল্পীঃ শেখ ইশতিয়াক
সুরকারঃ মাকসুদ জামিল মিন্টু
গীতিকারঃ আব্দুল হাই আল হাদী
 ৪ টি
    	৪ টি    	 +২/-০
    	+২/-০  ০৪ ঠা জুলাই, ২০১৪  রাত ১১:১২
০৪ ঠা জুলাই, ২০১৪  রাত ১১:১২
লিরিকস বলেছেন: সুন্দর গান।
ধন্যবাদ।
২|  ০৭ ই জুলাই, ২০১৪  রাত ১২:৫৪
০৭ ই জুলাই, ২০১৪  রাত ১২:৫৪
স্নিগ্ধ শোভন বলেছেন: 
আজকে গানের লিরিক্স পড়তে ভালো লাগছে । আপনার ব্লগে আছি কিছুক্ষণ। অনেক পুরানো গান পাওয়া যাচ্ছে এখানে। 
  ০৭ ই জুলাই, ২০১৪  দুপুর ১২:৫৩
০৭ ই জুলাই, ২০১৪  দুপুর ১২:৫৩
লিরিকস বলেছেন: আপনাকে পেয়ে খুব ভালো লাগছে।
ধন্যবাদ ভাইয়া। 
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জুলাই, ২০১৪  সন্ধ্যা  ৬:৪২
০৪ ঠা জুলাই, ২০১৪  সন্ধ্যা  ৬:৪২
পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর একটি গান