নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।
আমি এত যে তোমায় ভালোবেসেছি;
তবু মনে হয় - এ যেন গো কিছু নয়,
কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়।
আমি এত যে তোমায় ভালোবেসেছি।
তোমার কাজল চোখে যে গভীর ছায়া কেঁপে ওঠে ওই,
তোমার অধরে ওগো যে হাসির মধু-মায়া ফোটে ওই;
তারা এই অভিমান বোঝে না আমার,
বলে তুমিতো আমায় ভালোবেসেছো।
শুধু আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কয়,
কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়।
তুমিতো জানোনা ওগো তোমার প্রাণের ওই সুরের কাছে
আমার গানের বাণী আহত পাখীর মত লুটায়ে আছে।
তবুও এ মাধবী রাতে আমায় যে মালা তুমি পড়ালে,
যে মাধুরী দিয়ে মোর শূন্য জীবন তুমি ভরালে;
তারা এ দীনতাটুকু দেখে না আমার,
বলে তুমিতো আমায় ভালোবেসেছো।
শুধু আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কয়,
কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়।
শিল্পীঃ মানবেন্দ্র মুখোপাধ্যায়
সুরকারঃ মানবেন্দ্র মুখোপাধ্যায়*
গীতিকারঃ শ্যামল গুপ্ত
*তথ্যের সত্যতা যাচাই করা যাইনি।
০৬ ই জুলাই, ২০১৪ রাত ১২:৫৫
লিরিকস বলেছেন: অদ্ভুত সুন্দর তাই না!
ধন্যবাদ।
২| ০৫ ই জুলাই, ২০১৪ রাত ৯:২৩
রাজিব বলেছেন: এ গানটি ছোটবেলায় অনেক শুনেছি। আসলে ১৯৮৪-৮৫ সালের কথা বলছি। তখনও ব্যান্ড সঙ্গীত তেমন জনপ্রিয় হয়নি। ঢাকার অনেক বাসাতেই এমনকি দোকানেও বাজত এ ধরনের গান। গানের কথা মন ছুঁয়ে যায়। মানবেন্দ্র এর গলা বেশ মিষ্টি।
মানবেন্দ্র মুখোপাধ্যায় এর গান আপনি পোস্ট করাতে তার সম্পর্কে ইন্টারনেটে একটু খোঁজ দা সার্চ করলাম। তার বাড়ি বাংলাদেশের বরিশালে আর নজরুল সংগীতের ব্যাপারে যেভাবে নিজেকে উৎসর্গ করেছেন তাও জেনে আরও ভাল লাগলো।
বিডিনিউজ এর একটি প্রবন্ধ থেকেঃ
"প্রেমে পড়লেন মানবেন্দ্র। পয়ষট্টির পাক-ভারত যুদ্ধের পর অঘোষিত নিষেধাজ্ঞা নিয়ে অনুরোধের আসরের ফাঁকে শ্রোতারা শুনতে থাকে বাণী-বীণার এই নতুন স্বাদ। সঙ্গীতামোদী মানুষ হুমড়ি খেয়ে পড়লো নজরুলের গানে। মানব ও নজরুল হয়ে গেলেন একই বৃন্তের ফুল। নজরুল সঙ্গীত হয়ে গেলো ‘মানবেন্দ্রর গান’। অনুরোধ, মানবেন্দ্রর গান শুনতে চাই। কোথাও আবার উল্টো ঘটনা–আধুনিক গান শুনবো, এসব শুনবো না। মানবেন্দ্র সেখানে গোঁয়াড়—শুনতেই হবে। নিজের গাওয়া বিখ্যাত আধুনিক গানের প্রলোভন দেখিয়ে নজরুলের এক ডজন গান শোনানো হয়ে গেছে। কোথাও বা তিনি বাকযুদ্ধে অবতীর্ণ হয়েছেন, কখনো শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন; কিন্তু নজরুল সঙ্গীত দিয়ে প্রতিরোধ গড়ে তুলেছেন। থামেননি একটুও।"
০৬ ই জুলাই, ২০১৪ রাত ১২:৪২
লিরিকস বলেছেন: চমৎকার সব মন্তব্যে মুগ্ধ হচ্ছি।
এই গানটি নিয়ে ঘাটা ঘাটি করতে যেয়ে দেখেছিলাম শ্যামল গুপ্ত গানটির গীতিকার, উনি আবার সন্ধ্যা মুখোপাধ্যায় এর হ্যাজবেন্ড। উনি খুব কম গান লিখেছেন কারন উনি মনে করতেন বেশি বেশি লিখলে গানের মান কমে যাবে। উনার গান/ কবিতা অনেক সুন্দর। সময় পেলে পড়ে দেখবেন।
আপনাকে সব সময় পাশে পাবো বলে আশা করছি।
৩| ০৫ ই জুলাই, ২০১৪ রাত ৯:২৬
রাজিব বলেছেন: মানবেন্দ্র মুখোপাধ্যায় এ গানটিও আমার খুব ভাল লাগেঃ
০৬ ই জুলাই, ২০১৪ রাত ১:১০
লিরিকস বলেছেন: খুব সুন্দর গান।
আশা করি গানটি নিয়ে পোস্ট দেব।
৪| ০৫ ই জুলাই, ২০১৪ রাত ১০:৫৫
আরজু পনি বলেছেন:
উফফফ
আমার অনেক প্রিয় একটা গান।
শেয়ার করার জন্যে অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
০৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১:০৯
লিরিকস বলেছেন:
এই গানটি নিয়ে ঘাটা ঘাটি করতে যেয়ে দেখেছিলাম শ্যামল গুপ্ত গানটির গীতিকার, উনি আবার সন্ধ্যা মুখোপাধ্যায় এর হ্যাজবেন্ড। উনি খুব কম গান লিখেছেন কারন উনি মনে করতেন বেশি বেশি লিখলে গানের মান কমে যাবে। উনার গান/ কবিতা অনেক সুন্দর। সময় পেলে পড়ে দেখবেন।
আপনাকে সব সময় পাশে পাবো বলে আশা করছি।
৫| ০৫ ই জুলাই, ২০১৪ রাত ১১:১৫
মামুন রশিদ বলেছেন: গানের কথাগুলো এত সুন্দর, পাগল হয়ে যাওয়ার মত ।
০৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৫৪
লিরিকস বলেছেন: আপনার চমৎকার সব মন্তব্যে মুগ্ধ হই।
গানের কথাগুলো শিহরণ জাগায়।
শুভেচ্ছা ভাইয়া।
৬| ০৫ ই জুলাই, ২০১৪ রাত ১১:৪৭
শায়মা বলেছেন: আমারও অনেক অনেক প্রিয় গান!!!
০৬ ই জুলাই, ২০১৪ দুপুর ২:১৯
লিরিকস বলেছেন: গানের কথাগুলো শিহরণ জাগায়।
আপনার মন্তব্য পেয়ে ভালো লাগছে।
শুভেচ্ছা।
৭| ০৬ ই জুলাই, ২০১৪ রাত ১২:০১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
০৬ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৩০
লিরিকস বলেছেন: গানের কথাগুলো শিহরণ জাগায়।
শুভেচ্ছা।
৮| ০৬ ই জুলাই, ২০১৪ রাত ১২:০১
কান্ডারি অথর্ব বলেছেন:
আহারে আপু কি গানের কথা মনে করিয়ে দিলেন ?
০৬ ই জুলাই, ২০১৪ রাত ১০:৫৮
লিরিকস বলেছেন: সেই কথা নিয়ে হয়ে যাক একটি কবিতা।
৯| ০৬ ই জুলাই, ২০১৪ রাত ১০:৪৫
অদ্বিতীয়া আমি বলেছেন: অনেক অনেক প্রিয় গান ।
০৬ ই জুলাই, ২০১৪ রাত ১১:০৮
লিরিকস বলেছেন: আপনার সাথে আমার কোন কথা নাই। অনেক রাগ।
আড়ি আড়ি আড়ি
আর যাব না আপনার ব্লগ বাড়ি
কারন আপনার ১ টা পোস্ট আছে
আর কোন পোস্ট নাই।
১০| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ১২:৫০
স্নিগ্ধ শোভন বলেছেন:
অস্থির একটা গান।
০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৫৭
লিরিকস বলেছেন: মন্তব্যে ভালোলাগা।
ধন্যবাদ ভাইয়া।
১১| ০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৪৬
অঘটনঘটনপটীয়সী বলেছেন: ছোটবেলায় আমার বাবা এই গানটা খুবই শুনতেন। সেই থেকে ভাল লাগা। চরম একটা গান।
০৮ ই জুলাই, ২০১৪ রাত ১০:৩৩
লিরিকস বলেছেন: গানের কথাগুলো শিহরণ জাগায়।
আসলেই চরম গান।
শুভেচ্ছা।
১২| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ৯:৩৪
অদ্বিতীয়া আমি বলেছেন: হাইড অ্যান্ড সিক গেইম খেলছিলাম তো সেজন্য
কিন্তু প্লীজ , প্লীজ , আপু , রাগ করোনা ,আমি শিগগিরিই নতুন পোস্ট দিব আর আন ড্রাফ্ট করব ।
০৮ ই জুলাই, ২০১৪ রাত ১০:৩৭
লিরিকস বলেছেন: খুশি
তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা,
এ সমুদ্রে আর কভু হব নাকো পথহারা ॥
এটা আমার খুব প্রিয় গান।
ভালো থাকুন।
©somewhere in net ltd.
১| ০৫ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩
গোল্ডেন গ্লাইডার বলেছেন: শুধু আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কয়,
কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়।
++++++