|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

তাঁরা ভরা রাতে
তোমার কথা যে
মনে পড়ে বেদনায় গো
মনে পড়ে বেদনায়।।
এই আলো ছায়া ভরা
মায়া ঝরা জোছনায়
আমি একা জাগি
নেই তুমি কাছে হায়।।
তুমি বলেছিলে
কাছে কাছে রবে
হয়ত গিয়েছ ভুলে
সেই বনতল চেয়ে দেখ আজ
ছেয়ে গেছে ঝরা ফুলে
ঐ রাত জাগা পাখি
সাথী খুজে ডেকে যায়
কত কথা ভাবি
নেই তুমি কাছে হায়।।
যত বার ভাবি
সব ভুলে যাব
তবু কেন মনে জাগে
কেন সে বাধন খুলতে আমার
এত বেশী ব্যাথা লাগে
তাই চাওয়া পাওয়া সবই
মন ভুলে যেতে চায়
আমি ভাবি শুধু
নেই তুমি কাছে হায়।।
শিল্পীঃ মোঃ আব্দুল জব্বার
সুরকারঃ মুসলেউদ্দিন
গীতিকারঃ আজিজুর রহমান
বছরঃ ১৯৬১
 ৮ টি
    	৮ টি    	 +১/-০
    	+১/-০  ০৭ ই জুলাই, ২০১৪  রাত ১২:৫৮
০৭ ই জুলাই, ২০১৪  রাত ১২:৫৮
লিরিকস বলেছেন: সুন্দর গান।
ধন্যবাদ।
২|  ০৭ ই জুলাই, ২০১৪  রাত ১২:৪৮
০৭ ই জুলাই, ২০১৪  রাত ১২:৪৮
স্নিগ্ধ শোভন বলেছেন: গানে++++
  ০৭ ই জুলাই, ২০১৪  দুপুর ২:৪৩
০৭ ই জুলাই, ২০১৪  দুপুর ২:৪৩
লিরিকস বলেছেন:  সুন্দর গান।
ধন্যবাদ।
৩|  ০৭ ই জুলাই, ২০১৪  দুপুর ১:১১
০৭ ই জুলাই, ২০১৪  দুপুর ১:১১
রাজিব বলেছেন: দারুন একটা গান দিয়েছেন। শিল্পীঃ মোঃ আব্দুল জব্বার এবং গীতিকারঃ আজিজুর রহমান দুজনেই পুরষ্কার প্রাপ্ত। কিন্তু সুরকারঃ মুসলেউদ্দিন সম্পর্কে একেবারেই কিছু জানি না। তার সম্পর্কে গুগলেও কিছু পেলাম না। তার সম্পর্কে কি কিছু জানেন? মোঃ আব্দুল জব্বার এর এই গানটি শুনে তালাত মাহমুদের কথা মনে পড়লো, কেন জানি না। 
আমার ইতিহাস খুব প্রিয় (যদিও ইংরেজি নিয়ে পড়েছি)। আপনার যে গান গুলোর সঙ্গে সাল দেয়া থাকে তখন সেই সাল বা সময় নিয়ে কৌতূহল জাগে। যেমন ১৯৬১ সালে বাংলাদেশে (তখন পূর্ব পাকিস্তান) জনসংখ্যা ছিল সাড়ে ৫ কোটি বা এখনকার তিন-ভাগের একভাগেরও কম।দেশের মাত্র ৫% লোক শহরে থাকতো। ঢাকার লোক সংখ্যা ছিল ৮ লক্ষের কিছুটা কম। গড় আয়ু মনে হয় ২৫-৩০ ছিল। 
১৯৬১ সালে মুসলিম পারিবারিক আইন জারি করে আইয়ুব খানের সরকার। এখনো বিয়ে, তালাক, সম্পত্তির উত্তরাধিকার এর মত বিষয়গুলো ঐ আইনের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়। 
  ০৭ ই জুলাই, ২০১৪  বিকাল ৩:৩৮
০৭ ই জুলাই, ২০১৪  বিকাল ৩:৩৮
লিরিকস বলেছেন: না আমি তেমন কিছু জানি না। 
আসলে এই গান গুলো আমার ভাই বোনেরা শুনত, তখন থেকে আমারও ভালো লাগে।
আপনার মজার মজার তথ্য আমার খুব ভালো লাগছে।
ধন্যবাদ।
৪|  ০৮ ই জুলাই, ২০১৪  দুপুর ২:৪৫
০৮ ই জুলাই, ২০১৪  দুপুর ২:৪৫
অঘটনঘটনপটীয়সী বলেছেন: আমি প্রথমে ভেবেছিলাম এটা অন্য একটা গান।   
 
  ০৯ ই জুলাই, ২০১৪  দুপুর ১:০৬
০৯ ই জুলাই, ২০১৪  দুপুর ১:০৬
লিরিকস বলেছেন: আইউব বাচ্চুর 'সেই তারা ভরা রাতে' নামে একটা গান আছে, 
ওটাও চমৎকার। 
ওটা নিয়ে পোস্ট আসবে।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৬ ই জুলাই, ২০১৪  রাত ১১:৩৫
০৬ ই জুলাই, ২০১৪  রাত ১১:৩৫
কান্ডারি অথর্ব বলেছেন:
খুব সুন্দর একটা গান +++