নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনুন মন ভালো রাখুন।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।

লিরিকস

সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

লিরিকস › বিস্তারিত পোস্টঃ

সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইলো - হাসন রাজার গান

০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:২৪





সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইলো

সোনা বন্ধে আমারে পাগল করিল।

আরে না জানি কি মন্ত্র করি জাদু করিল।।



কবে ক’নে হইল আমার তার সংগে দেখা

অংশীদার নাইরে তার সে তো হয় একা ।।



রূপের ঝলক দেখিয়া তার আমি হইলাম ফানা

সেই অবধি লাগল আমার শ্যাম পিরিতির টানা।।



হাসন রাজা হইল পাগল লোকের হইল জানা

নাচে নাচে পালায় পালায় আর গায় গানা।।



মুখ চাইয়া হাসে আমার যত আরি পরী

দেখিয়াছি বন্ধের রূপ ভুলিতে না পারি।।













শিল্পীঃ সেলিম চৌধুরী

গীতিকারঃ দেওয়ান হাছন রাজা

মন্তব্য ৩২ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৫৬

স্নিগ্ধ শোভন বলেছেন: সুন্দর!!!চালিয়ে জান...

০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১:০৩

লিরিকস বলেছেন: আপনাকে পাশে পেয়ে খুব ভালো লাগছে

ধন্যবাদ ভাইয়া।

২| ০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইলো
সোনা বন্ধে আমারে পাগল করিল ...............


====
হাসন, লালন কাঁদলো সবে-বন্ধেরে নি পাইল
সোনা বন্ধের রঙে রাঙি হাসন লালন হইল ...

০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৪৬

লিরিকস বলেছেন: মন্তব্যে ভালো লাগা ভাইয়া।

৩| ০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৩৩

কান্ডারি অথর্ব বলেছেন:

আর কত দূর ??

০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৯

লিরিকস বলেছেন: বেশি দূর না


:-< :-<

৪| ০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৫০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: খুবই সুন্দর ------ আরো দেন নতুন নতুন
হাসন রাজার গান আমার খুবই প্রিয়

০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:১৩

লিরিকস বলেছেন: আপনাদের ভালোলাগা কষ্টের সার্থকতা।


অনেক ধন্যবাদ।

৫| ০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ২:১৮

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: কানে ভাল লাগার অনুভব দেবার মত একটা গান

০৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:৪৫

লিরিকস বলেছেন: মন্তব্য ভালোলাগা।

ধন্যবাদ।

৬| ০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইলো এটুকু গানের সারাংশ। ভাল লাগার গান।

হাসান রাজা সত্যি বিস্মিত হওয়ার মতন ব্যাপার।রাধারমন তার একজন গুনী ভক্ত ছিলেন। হাছনরাজার দর্শনে কবিতাও লিখেছেন।সেটি তার জাদুঘরে লিখা
আছে।

০৮ ই জুলাই, ২০১৪ রাত ১২:৩৬

লিরিকস বলেছেন: সুন্দর তথ্য জানলাম।

সুন্দর গান।

ধন্যবাদ।

৭| ০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৫০

কান্ডারি অথর্ব বলেছেন:


সময় হয়েছে বলেই মনে হচ্ছে। তাহলে কি আজকে রাতেই B-)

০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১১:০১

লিরিকস বলেছেন: হ্যা ভাই।

৮| ০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:

সেই কাঙ্ক্ষিত পোস্ট আসছে ... B-))

০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৩৩

লিরিকস বলেছেন: দেওয়া হয়ে গেছে।

৯| ০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৫৪

স্নিগ্ধ শোভন বলেছেন: সেই কাঙ্কিত পোষ্ট মানে কি ?// কাণ্ডারি ভাই।

০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৪৬

লিরিকস বলেছেন: মানে আমার ১০০ তম পোস্ট।

১০| ০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৩৮

রাজিব বলেছেন: হাসন রাজার নাম দু জায়গায় দুই রকম আছে।

০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:১৬

লিরিকস বলেছেন: ভাইয়া ট্যাগের জন্য ওভাবে দিয়েছি, সার্চ করলে হাসন/ হাছন যাই দেওয়া হোক না কেন এই পোস্ট দেখাবে। আসল নাম হাছন, অনেকে ভুল করে হাসন লেখে।

১১| ০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:২১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

সেই কাংখিত পোস্ট কি?

০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ১:০৮

লিরিকস বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

সেই কাংখিত পোস্ট আমার শততম পোস্ট।

১২| ০৭ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:২৯

বংশী নদীর পাড়ে বলেছেন: অনেক আগে বিজয় সরকাররের লেখা একটি গান শুনেছিলাম চন্দনা মজুমদারের কন্ঠে এই গানটি অনেক বার খুজেও পাচ্ছিনা। যদি ভাই আপনি পান দয়া করে পোস্ট দিয়েন তো। গানটি হলো--

দুদিনের দুনিয়ারে মুসাফির ফিরে চল ঘরে....

আপনার পাশেই আছি চালিয়ে যান।

০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৪৬

লিরিকস বলেছেন: অবশ্যই আমি খুঁজব, পেলে পোস্ট দেব।


অনেক ভালো লাগা।


ভালো থাকুন।

১৩| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ৮:৩৮

মামুন রশিদ বলেছেন: আহা আহা! কি গান!

০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ১:১৫

লিরিকস বলেছেন: খুব সুন্দর গান।

ধন্যবাদ।

১৪| ০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৪৪

অঘটনঘটনপটীয়সী বলেছেন: চমৎকার ১টা গান।

০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ১:১৯

লিরিকস বলেছেন: খুব সুন্দর গান।

ধন্যবাদ।

১৫| ০৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:২৬

তাসজিদ বলেছেন: হাসন রাজার গান শুনলেই হুমায়ুন আহমেদের কথা মনে পরে যায়। আসলে আমাদের কে তার গানে অভ্যস্ত করেছেন উনিই।

০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৩০

লিরিকস বলেছেন: ঠিক বলেছেন।

আমাকেও উনি অভ্যস্ত করেছেন।

শুভেচ্ছা।

১৬| ০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩৮

শাহ্‌ ফখরুল ইসলাম আলোক বলেছেন: দারুণ।

অনেক ধন্যবাদ আপনাকে। যদি সম্ভব হয় তাহলে হাসন রাজার সবগুলো গান কি পোস্ট করতে পারবেন? অাবারো ধন্যবাদ।

০৩ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৩১

লিরিকস বলেছেন: চেষ্টা করব সব গান দেবার।


পাশে থাকবেন আশা করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.