নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনুন মন ভালো রাখুন।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।

লিরিকস

সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

লিরিকস › বিস্তারিত পোস্টঃ

জীবনানন্দ হয়ে সংসারে আজো আমি - নিয়াজ মোহাম্মদ চৌধুরী

০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:০৯





জীবনানন্দ হয়ে সংসারে আজো আমি

সব কিছু ভুলে যেন করিলেম দেন

তুমিও তো বেশ আছো, ভালোই আছো

কবিতায় পড়া সেই বনলতা সেন।।



টানা টানা চোখে কালি পড়েনি কোন

হাসলেও গালে টোল পড়ে এখনো

কি জাদু জানো তা বিধাতা জানেন

কবিতায় পড়া সেই বনলতা সেন।।



পরিপাটি বেশবাস তেমনি আছে

ঘটনার কোন রেশ নেই তো কাছে

এভাবে সবাই কি থাকতে পারে

কবিতায় পড়া সেই বনলতা সেন।।

















শিল্পীঃ নিয়াজ মোহাম্মদ চৌধুরী

অ্যালবামঃ জীবনানন্দ

সুরকারঃ মোহাম্মদ শাহনেওয়াজ

গীতিকারঃ ওসমান শওকত

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৩০

স্নিগ্ধ শোভন বলেছেন: ++++

০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:১৪

লিরিকস বলেছেন: সুন্দর গান

ধন্যবাদ।

২| ০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৪৬

কান্ডারি অথর্ব বলেছেন:

আজকেই পাবো বলে মনে হচ্ছে :) :) :)

০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:১৯

লিরিকস বলেছেন: আশা করি আজ রাতে।

শোভন ভাইয়া তো বিপুল ভোটে এগিয়ে আছে :P

৩| ০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৫০

স্নিগ্ধ শোভন বলেছেন:
কি পাবেন কান্ডারি ভাই?

০৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:৪৭

লিরিকস বলেছেন: কান্ডারি ভাই বলবে না :P

৪| ০৭ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭

রাজিব বলেছেন: গানের সুর ও কণ্ঠের থেকে কথা বেশি ভাল লেগেছে। গীতিকারঃ ওসমান শওকত সম্পর্কে কিছু জানেন। তিনি কি লেখক ও কথাসাহিত্যক শওকত ওসমান। আপনি ১০০ পোস্টের পর দয়া করে থেমে যাবেন না। আপনার গানের পছন্দ দারুন।
ঠিক করেছিলাম যে প্রতিটি পোস্টে মন্তব্য করবো। কিন্তু গত ৩ দিন ধরে সাকিব আল হাসান নিয়েই পুরো ব্যস্ত।

০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১১:০৪

লিরিকস বলেছেন: ওসমান শওকত নিয়ে তেমন কিছু জানি না, তবে কেউ কেউ বলেছেন এই গানটি লিখেছেন শওকত ওসমান, আমার মনে হয় কথাটি সঠিক নয়। গীতিকারঃ ওসমান শওকত বলে আলাদা একজন ছিল।

আপনাদের পছন্দের তালিকা থেকেও গান দেব।

৫| ০৭ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪১

রাজিব বলেছেন: আর এ গানের কথা যদি ঠিক মত বুঝতে পারছি তাতে কবি/গীতিকার কোন মেয়েকে ভালবাসতেন। সেই মেয়ে এখন দিব্যি সুখে সংসার করছেন এবং কিন্তু কবি/গীতিকার সে শোক এখনো ভুলতে পারছেন না।
আমার নিজের অভিজ্ঞতা খুব বেশি নয় তবে যতটুকু দেখেছি এমন অবস্থায় মেয়েরা অনেক বেশি কষ্ট পায় সারা জীবন ধরে। কিন্তু বেশিরভাগ কবি সাহিত্যিক যেহেতু পুরুষ তাই মেয়েদের কষ্টের কথা কবিতা বা গানে তেমন ফুটে উঠে না।

০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৩৫

লিরিকস বলেছেন: দারুন লিখেছেন তো।

মেয়েদের কষ্টের কথা কয়জনই বা লেখে বলুন।

৬| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ৮:২৬

মামুন রশিদ বলেছেন: পরিপাটি বেশবাস তেমনি আছে
ঘটনার কোন রেশ নেই তো কাছে


আহ, কি গান!

০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৪৭

লিরিকস বলেছেন: আমি জানি গান টা আপনার খুব প্রিয়।


ধন্যবাদ ভাইয়া।

৭| ০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৩৯

অঘটনঘটনপটীয়সী বলেছেন: আমার খুব প্রিয় ১টা গান।

০৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:২৫

লিরিকস বলেছেন: আসলেই সুন্দর গান।

মন্তব্য পেয়ে ভালো লাগছে।

৮| ০৯ ই জুলাই, ২০১৪ রাত ১২:২০

আরজু পনি বলেছেন:

অনেক সুন্দর গান।

যদি সম্ভব হয় তবে "এক ফোঁটা বিষ আজ আমার পিয়াস প্রিয়া মেটাবে..." এই গানটা শেয়ার করবেন।

শুভেচ্ছা রইল।।

০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ১:১৬

লিরিকস বলেছেন: আশা করি দেব।
শেয়ার করব।

ভালো থাকুন।

৯| ০৯ ই জুলাই, ২০১৪ রাত ১২:৩০

তারছেড়া লিমন বলেছেন: ১। এক তাজমহল যাব যে গড়ে -নিয়াজ মোহাম্মদ চৌধুরী
২। আজ এই বৃষ্টির কান্না দেখে -নিয়াজ মোহাম্মদ চৌধুরী
আপু এই গান দুইটারও লিরিক্স চাই...........

০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ১:২২

লিরিকস বলেছেন: ১। আশা করি দেব।

২। এটা দেখুন আজ এই বৃষ্টির কান্না দেখে - নিয়াজ মোহাম্মদ চৌধুরী

৩। ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.