নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনুন মন ভালো রাখুন।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।

লিরিকস

সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

লিরিকস › বিস্তারিত পোস্টঃ

শততম পোস্ট, ৯৯ টি সুন্দর গানের সংকলন, ১২৩ জন ব্লগার কে ধন্যবাদ

০৭ ই জুলাই, ২০১৪ রাত ১০:৪৭





শততম পোস্টে সকল ব্লগারদেরকে জানাই শুভেচ্ছা। এই পোস্টে ৯৯ টি বাংলা সুন্দর গানের সংকলন রয়েছে। প্রতিটি গানেই অডিও অথবা ভিডিও লিংক দেওয়া আছে। চেষ্টা করা হয়েছে গানের সুরকার গীতিকারের নাম যুক্ত করবার।

প্রায় ১৮০০ গানের কথা আমার সংগ্রহে রয়েছে, আরো সংগ্রহের চেষ্টা চলছে। এক সময় হয়ত দেখা যাবে বাংলা গান খুঁজতে অন্য কোন সাইটে না যেয়ে সবাই সামুতে আসছে :P,

ফেসবুকে কয়েকজন জানিয়েছেন (তারা ব্লগার না) গুগলে সার্চ দিয়ে তারা এই লিংক পেয়েছেন তবে গান খুঁজে পেতে তারা হয়রান হয়ে যান, আরো পোস্ট আপলোড হচ্ছে বলে ঘুরতেই থাকেB-)

কারো নাকি লোড হতে হতে শেষ দিকে সব হিজিবিজি হয়ে যায়। আমার নিজের পিসিতে তো সব অন্ধকার হয়ে যায়। (কৌশিক ভাইয়ের নাকি ১৮০০+ পোস্ট, আল্লাহ জানেন কি হয়)



পেজ ১,২,৩ এভাবেই মনে হয় ভালো ছিল, সব ব্লগার রা জানত তাদের ২ নং ৩ নং বা অন্য পেজে কি পোস্ট আছে। প্রতিটি পেজে ১৪/১৫ টি পোস্ট থাকত। খারাপ ছিল না।



দুঃখের বিষয়

দুঃখের বিষয় হলো সামহোয়্যার ইন ব্লগ কর্তৃপক্ষ আমাকে সব সময় অসহযোগিতা করে এসেছে, আমাকে জেনারেল করা হয় ৩ মাস পরে, আজ শত তম পোস্ট দিয়ে ফেললাম তারপরও আমি সেফ বা নিরাপদ ব্লগার নই। সামহোয়্যার ইন ব্লগ কর্তৃপক্ষ আমাকে হার্মফুল মনে করে তাদের জন্য। সামহোয়্যার ইন ব্লগ কর্তৃপক্ষ অনেক ব্লগার কে রাতারাতি জেনারেল/সেফ বানিয়েছিল, মজার বিষয় হলো তারা কেউ কেউ কর্তৃপক্ষ ও সাধারন ব্লগারদেরকে এমন গালাগালি ও ব্যবহারের শর্তাবলী ভঙ্গ করেছে যে কর্তৃপক্ষ তাদের কে আবার রাতারাতি ব্যান করতে বাধ্য হয়েছে। এদিকে আমি ব্যবহারের শর্তাবলী ভঙ্গ হবে বা বির্তক থেকে দূরে বা নিজেকে নিরাপদ রাখতে অন্যদের পোস্ট পড়ে শুধু মাত্র '+' ছাড়া অন্য কিছু না দেবার চষ্টা করি, তারপরও মনেহয় সামহোয়্যার ইন ব্লগ কর্তৃপক্ষ আমাকে হুমকি হিসাবে দেখছে। এটা কোন অভিযোগ নয়, দুঃখের কথা গুলো আপনাদের সাথে শেয়ার করলাম।



সুখের বিষয়

১২৩ জন ব্লগার যারা আমাকে উৎসাহ যুগিয়েছেন তাদের প্রতি রইলো আমার অান্তরিক ভালোবাসা। এই পোস্ট ঐ সকল ব্লগাদের প্রতি উৎসর্গ করা হল। এছাড়া অারো অনেকে আমার পোস্টগুলো দেখেছেন, বাম সাইডে তাদের নাম দেখেছি, সংগ্রহে রাখতে পারিনি তাদেরকেও ধন্যবাদ জানাই। তবে কয়েকজন ব্লগার তাদেরে স্নেহ সহযোগিতা আমাকে মুগ্ধ করেছে। 'মামুন রশিদ' ভাইয়া 'তারছেড়া লিমন' ভাই 'সাইবার অভিযত্রী' ভাই, 'তূর্য হাসান' ভাই, 'সেলিম আনোয়ার' ভাই, উনাদের নাম আলাদা করে লিখতেই হচ্ছে। 'বংশী নদীর পাড়ে', 'বঙ্গভূমির রঙ্গমেলায়', 'ঢাকাবাসী', 'প্রবাসী পাঠক' উনাদের কথা না লিখলে অন্যায় হবে। আর 'স্নিগ্ধ শোভন' ভাই (৬৭) ও 'কান্ডারি অথর্ব' ভাইয়ার (৫৬) কথা কি লিখব, উনারা তো আমার পোস্টে মন্তব্যর বন্যায় ভাসিয়ে দিয়েছেন। একজন ৬৭ টি অন্যজন ৫৬ টি মন্তব্য করেছেন। উনারা বলেন 'আমরা গান শুনি মন ভালো রাখি' (ফেবু ইনবক্স)। ব্লগার রাজিব ভাইয়ার মত একজন সিনিয়র ব্লগার আমাকে যে ভাবে অণুপ্রেরনা দিয়ে চলেছেন তা সত্যিই খুব আনন্দদায়ক।



যেহেতু আমার পোস্টের প্রান সামুর ব্লগারা সেহেতু আমার চেষ্টা থাকবে তাদের পছন্দের তালিকা অনুযায়ী গান পোস্ট করবার।



গান গুলি বর্ণমালা অনুযায়ী দেওয়া হল। পরবর্তিতে শিল্পীর নাম অনুযায়ী দেওয়া হবে।







অনেক সাধের ময়না আমার - বশীর আহমেদ

অশ্রু দিয়ে লেখা এ গান - সাবিনা ইয়াসমিন







আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি

আমি তোমাকেই বলে দেব- সঞ্জীব চৌধুরী

আমার মনের ফুলদানীতে রাখো তোমার মন - শেখ ইশতিয়াক

আমি বাংলায় গান গাই - প্রতুল মুখোপাধ্যায়

আমি এক যাযাবর- ভূপেন হাজারিকা

আমাকে পোড়াতে যদি এতো লাগে ভালো - বশীর আহমেদ

আমি অপার হয়ে বসে আছি - লালন গীতি

আবার এলো যে সন্ধ্যা - হ্যাপী আখন্দ

আমি তারায় তারায় রটিয়ে দেবো তুমি - জেমস

আজ এই বৃষ্টির কান্না দেখে - নিয়াজ মোহাম্মদ চৌধুরী

আমার নয়নে নয়ন রাখি - নজরুল গীতি

আলাল ও দুলাল - আজম খান

আমি কষ্ট পেতে ভালোবাসি - আইয়ুব বাচ্চু

আয়নাতে ঐ মুখ - মাহমুদুন্নবী

আজি ঝরো ঝরো মুখর বাদর দিনে - রবীন্দ্র সংগীত

আমায় ভাসাইলি রে আমায় ডুবাইলি রে - রুনা লায়লা

আমার গায়ে যত দুঃখ সয় - বারী সিদ্দিকী

আমি এত যে তোমায় ভালোবেসেছি - মানবেন্দ্র মুখোপাধ্যায়







এক সাগর রক্তের বিনিময়ে- গোবিন্দ হালদার এর গান

এ এমন পরিচয় - সোলস

একদিন ঘুম ভেঙ্গে দেখি - শেখ ইশতিয়াক

একখানা মেঘ ভেসে এল আকাশে- ভূপেন হাজারিকা

এমনতো প্রেম হয় - সৈয়দ আব্দুল হাদী

এই মেঘলা দিনে একলা- হেমন্ত মুখোপাধ্যায়

এই রাত তোমার আমার- হেমন্ত মুখোপাধ্যায়

একটা ছিল সোনার কন্যা - সুবীর নন্দী

এক সেকেন্ডর নাই ভরসা - ফিরোজ সাঁই







ঐ রঙধনু থেকে কিছু কিছু রঙ এনে দাও না - বেবী নাজনীন







ওরে নীল দরিয়া - মোঃ আব্দুল জব্বার

ওরে সাম্পানওয়ালা তুই আমারে করলি দিওয়ানা - পবন দাশ বাউল/ শেফালী ঘোষ

ওকি গাড়িয়াল ভাই - আব্বাস উদ্দিন







কেন দূরে থাক- হেমন্ত মুখোপাধ্যায়

কষ্ট কাকে বলে - আইয়ুব বাচ্চু

কি জাদু তোমার চোখে - মাইলস

কবিতা পড়ার প্রহর এসেছে - সামিনা চৌধুরী

কফি হাউজের সেই আড্ডাটা - মান্না দে

কেন এই নিঃসঙ্গতা - সোলস

করিমনা কাম ছাড়ে না - লালন গীতি

কোনবা দোষে আইলো পিরিত - শেখ ইশতিয়াক







গাড়ি চলে না চলে না - শাহ্‌ আব্দুল করিম

গানেরই খাতায় স্বরলিপি - রুনা লায়লা







চার ছক্কা হৈ হৈ,বল উড়াইয়া গেল কৈ

চাঁদ তারা সূর্য নও তুমি- মাইলস

চলছে - ত্রিরত্নের খ্যাপা







জন্ম আমার ধন্য হলো মা’গো- সাবিনা ইয়াসমিন

জীবনের গল্প আছে বাকি অল্প - এন্ড্রু কিশোর

জীবনানন্দ হয়ে সংসারে আজো আমি - নিয়াজ মোহাম্মদ চৌধুরী







তোমারে লেগেছে এত যে ভালো - তালাত মাহমুদ

তোমার খোলা হাওয়া - রবীন্দ্র সংগীত

তাঁরা ভরা রাতে - মোঃ আব্দুল জব্বার







দ্বীপ ছিল শিখা ছিল - মান্না দে







ধন্যবাদ হে ভালোবাসা - গীতিকবিতা ২ - ফিডব্যাক







নীলাঞ্জনা - শেখ ইশতিয়াক

নন্দিতা তোমার কথা - শেখ ইশতিয়াক

নিঝুম রাতের আধারে - অবসকিউর







পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব- হেমন্ত মুখোপাধ্যায়

পরী (আজ তোমার মন খারাপ মেয়ে) - বাপ্পা মজুমদার







ফিরিয়ে দাও আমার প্রেম ( নিঃস্ব করেছ আমায় ) - মাইলস







বাঁশি শুনে আর কাজ নাই- শচীন দেব বর্মন

বিস্তির্ণ দুপাড়ের অসংখ্য মানুষের- ভূপেন হাজারিকা

বাংলাদেশ - আমার সোনার বাংলা - জেমস

বাংলাদেশ - আজম খান

বৃষ্টি দেখে অনেক কেঁদেছি - পার্থ বড়ুয়া

বাড়ীর কাছে আরশী নগর - লালন গীতি

বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদেয় এলো বান - জলের গান







ভ্রমর কইও গিয়া - রাধারমণ দত্ত পুরোকায়েস্ত







মেঘ থম থম করে কেউ নেই- ভূপেন হাজারিকা

মিষ্টি একটা গন্ধ রয়েছে ঘরটা জুড়ে- মান্না দে

মন শুধু মন ছুঁয়েছে - সোলস

মেলায় যাইরে, মেলায় যাইরে - ফিডব্যাক

মনে পড়ে তোমায়- গীতিকবিতা ১ - ফিডব্যাক

মাটির পিঞ্জরার মাঝে বন্দি হইয়া -হাসন রাজার গান

মন আমার দেহ ঘড়ি - আব্দুর রহমান বয়াতী

মা - জেমস

মৌসুমী - ফিডব্যাক

মায়াবী এ রাতে - সুমনা হক

মনে বড় আশা ছিল যাব মদিনায় - আব্দুল আলীম

মান্নান মিয়ার তিতাস মলম - জেমস

মনে পড়ে রুবি রায় - আর. ডি. বর্মন







যদি কাগজে লেখো নাম - মান্না দে

যে পথে পথিক নেই- জেমস

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে - রবীন্দ্র সংগীত

যেখানে সীমান্ত তোমার – কুমার বিশ্বজিৎ

যেতে দাও গেল যারা - রবীন্দ্র সংগীত ( গেয়েছেন জানা আপু + অারিল্ড ভাইয়া)







লোকে বলে বলেরে - হাসন রাজার গান







শরৎবাবু খোলা চিঠি দিলাম তোমার কাছে- ভূপেন হাজারিকা

শাড়ি - হায়দার হোসেন







সব লোকে কয় লালন কী জাত সংসারে - লালন গীতি

সবাইতো সুখী হতে চায় - মান্না দে

সুখেরই পৃথিবী সুখেরই অভিনয় (আসলে কেউ সুখী নয়) - আইয়ুব বাচ্চু

সাগর সঙ্গমে সাঁতার কেঁটেছি কত- ভূপেন হাজারিকা

সে যে বসে আছে - অর্ণব

সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইলো - হাসন রাজার গান







হৃদয়হীনা - মাইলস

হাসতে দেখ গাইতে দেখ - আইয়ুব বাচ্চু

হৃদয় কাঁদা মাটির কোন মূর্তি নয় - রেনেসাঁ



উৎসর্গ

১। তারছেড়া লিমন ২। ইমরাজ কবির মুন ৩। সুমন কর ৪। কাগজের নৌকা (রাসেল হোসেন)

৫। আমি ইহতিব৬। মোঃ আনারুল ইসলাম ৭। হেডস্যার ৮। লাবনী আক্তার ৯। সাইবার অভিযত্রী ১০। বৃষ্টিধারা ১১। লাইলী আরজুমান খানম লায়লা ১২। তূর্য হাসান (দারুন একটা প্রো পিক) ১৩। কান্ডারি অথর্ব ১৪। অ্যামাটার ১৫। বিদ্রোহী বাঙালী ১৬। মাঈনউদ্দিন মইনুল

১৭। আমিনুর রহমান ১৮। স্নিগ্ধ শোভন ১৯। এ কে এম রেজাউ করিম২০। ভাসা মেঘ ২১।মামুন রশিদ ২২। অনন্য দায়িত্বশীল আমি ২৩। আবু শাকিল ২৪। বংশী নদীর পাড়ে

২৫। ছণ্ণ্ ছাড়া ২৬।এন ইউ এমিল ২৭। ঢাকাবাসী, ২৮। বিদ্রোহী ভৃগু ২৯। স্বপ্নচারী গ্রানমা ২৯। কোডব্লকার ৩০। এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা ৩১। n_u_amil ৩২। প্রবাসী পাঠক ৬

৩৩। এহসান সাবির ৩৪। জেরিফ ৩৫। নীল অভ্র ৩৬। নীল বরফ ৩৭। আধখানা চাঁদ

৩৮। বোরহান উদদীন ৩৯।আমি নিন্দুক ৪০। বৃতি ৪১। বঙ্গভূমির রঙ্গমেলায় ৪২। হামিদ আহসান ৪৩। জনসাধারণের মধ্যে একটি মলিন পট্টবস্ত্র ৪৪। আমি অপদার্থ ৪৫।কাল্পনিক_ভালোবাসা ৪৬। শংখনীল কারাগারব ৪৭। রাজা মশাই ৪৮।নিয়েল হিমু

৪৯। মাঈনউদ্দিন মইনুল ৫০। সেলিম আনোয়ার ৫১। জন কার্টার ৫২। আব্দুল্লাহ সিদ্দিকী ৫৩। ক্যাতর আলী ৫৪। ইফতেখার ভূইয়া ৫৫। পরিবেশ বন্ধু ৫৬।মাহ্‌বুব হক ৫৭। মোঃ মোশাররফ হোসাইন ৫৮। প্রিয় জন ৫৯। হাসান বিন নজরুল ৬০। কাজী ফাতেমা ৬১। আহমেদ আলাউদ্দিন

৬২। ভিটামিন সি ৬৩। লিমন আজাদ ৬৪। অদ্বিতীয়া আমি ৬৫। রাহাত লতিফ তৌসিফ

৬৬। রহস্যময়ী কন্যা ৬৭। আমারে তুমি অশেষ করেছ ৬৮। সময়ের ডানায় ৬৯। সঞ্জীবনী

৭০। কষ্টবিলাসী ৭১। না পারভীন ৭২। আ আ খান ৭৩। দুঃখ বিলাস ৭৪। প্রোফেসর শঙ্কু ৭৫। অন্ধবিন্দু ৭৬। আমি স্বর্নলতা ৭৭। সুমাইয়া আলো ৭৮।*কুনোব্যাঙ* ৭৯। আনোখা আফতাব ৮০। দৃষ্টিসীমানা ৮১। মিনুল ৮২। সকাল হাসান ৮৩। মোমের মানুষ-২ ৮৪। জীনের বাদশা ১৮৫। নাহিদ ইসলাম ৩৫০ ৮৬।ডি মুন ৮৭। রাবেয়া রব্বানি ৮৮। ভুলনা আমায় ১৮৯। জাহাঙ্গীর আলম৫২ ৯০। অস্হির ৯১। অপ্রিয় সত্যের বাহক১

৯২। আরজুপনি ৯৩। আমার আমিত্ব ৯৪। ধুমধাম ৯৫। আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম

৯৬। সজল৯৫, ৯৭। একজন ঘূণপোকা ৯৮। ভুং ভাং ৯৯। শের শায়রী ১০০। হাসান মাহবুব

১০১। পাউডার ১০২। জুলিয়ান সিদ্দিকী১ ০৩। বোকামানুষ ১০৪। আমি দিহান ১০৫। টিঙ্কু জিয়া ১০৬। সায়েম উর রহমান ১০৭। চানাচুর ১০৮। নাজমুল হাসান মজুমদার

১০৯। "চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" ১১০। রাহুল ১১১। ইমতিয়াজ ১৩, ১১২। রাজিব ১১৩। নিকষ ১১৪। মদন ১১৫। জাফরুল মবীন ১১৬। শায়মা ১১৭। গোল্ডেন গ্লাইডার ১১৮। আহসানের ব্লগিং ১১৯। সোহানী ১২০। অঘটনঘটনপটীয়সী ১২১। সামুর ~ পোকা ১২২। রিয়াদ( শেষ রাতের আঁধার ) ১২৩। হাতীর ডিম





গান শুনুন মন ভালো রাখুন।

মন্তব্য ১৩৪ টি রেটিং +২৩/-০

মন্তব্য (১৩৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ১০:৫৫

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর পোস্ট
শুভেচ্ছা +

০৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:৪৮

লিরিকস বলেছেন: ধন্যবাদ আপনাকে পাশে থাকবার জন্য।

ভালো থাকুন।

২| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:১৫

মামুন রশিদ বলেছেন: শততমে যেতে আমার যে আরো কয় বছর লাগবে :-/


হাহাহ, শততম পোস্টের শুভেচ্ছা আপি । খুব নিরবে বাংলা গান প্রেমিদের উপকার করে যাচ্ছেন । নেটে ঐ গান গুলো নিয়ে সার্চ দিলেই এই পোস্টগুলো আসবে, যেখানে গানের লিরিকস, সুরকার, গীতিকার, শিল্পি সহ অনেক তথ্যই পাওয়া যাবে ।

ব্লগিং হোক আনন্দময় । অতি শীঘ্র আপনাকে নিরাপদ ব্লগারে উন্নীত করার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ জানাই ।

০৮ ই জুলাই, ২০১৪ রাত ১২:৪৫

লিরিকস বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।

তাড়াতাড়িই ২ শত তম পোস্ট হয়ে যাবে :P

সব সময় পাশে পাব বলে আশা করি।

৩| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:১৫

আরজু পনি বলেছেন:
আপাতত প্রিয়তে নিয়ে রাখলাম পরে আবার আসতে হবে এই পোস্টে।
শততম পোস্টের শুভেচ্ছা রইল।।

০৮ ই জুলাই, ২০১৪ রাত ১:০০

লিরিকস বলেছেন: ধন্যবাদ।
২০০তম পোস্টে শুভেচ্ছা দেবার জন্য রেডি হন :P

৪| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:২১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর পোস্ট ।প্রিয়তে নিলাম ।

০৮ ই জুলাই, ২০১৪ রাত ১:১৪

লিরিকস বলেছেন: ধন্যবাদ আপনাকে পাশে থাকবার জন্য।

ভালো থাকুন।

৫| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:২৬

মাহবু১৫৪ বলেছেন: শুভেচ্ছা আপনাকে

++++++

০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৫৭

লিরিকস বলেছেন: ধন্যবাদ আপনাকে।

ভালো থাকুন।

৬| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:২৯

জাহান শাহ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ । ভাই, নজরুলের গানের এরকম একটি লিষ্ট পেলে আরো খুশি হবো।

০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১১:২১

লিরিকস বলেছেন: অবশ্যই একটি লিস্ট আকারে পাবেন, আর নজরুলের গানের বড় একটি তালিকা তৈরী হচ্ছে।

ভালো থাকুন।

৭| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ১২:০৫

বাকের ভাই রিটার্ন বলেছেন: অসাধারন একটা পোষ্ট ।সময় সুযোগ মত কিছু কিছু করে ডাউনলোড দেয়া যাবে ।শততম পোষ্টের জন্য শুভেচ্ছা রইল ।প্রিয়তে নিলাম ।

০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৩২

লিরিকস বলেছেন: মন্তব্যে ভালোলাগা।

২০০তম পোস্টে শুভেচ্ছা দেবার জন্য রেডি হন :P

ভালো থাকুন।

৮| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ১২:১০

জাফরুল মবীন বলেছেন: সেঞ্চুরী হাকানো চারটেখানি কথা নয়।সুতরাং অসাধারণ কাজের জন্য প্রাণঢালা অভিনন্দন গ্রহণ করুন...

০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৪০

লিরিকস বলেছেন: অনেক ভালো লাগছে।


২০০তম পোস্টে শুভেচ্ছা দেবার জন্য রেডি হন :P

ভালো থাকুন।

৯| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ১২:১১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনার সুন্দর সুন্দর গানের কথায়
অনেকেরই মন ভালো হয় !

শুভেচ্ছা নিরন্তর, ভালো থাকুন ।

০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৪৯

লিরিকস বলেছেন: চমৎকার মন্তব্যে ভালোলাগা।



ভালো থাকুন।

১০| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ১২:১৮

কান্ডারি অথর্ব বলেছেন:



সামহোয়্যার ইন ব্লগ যে লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছিল আজ প্রায় দীর্ঘ আট বছর পর এসে তথ্য প্রযুক্তির যুগে বাংলা ভাষাকে করেছে বিশ্বের কাছে সুপরিচিত। সাহিত্য চর্চা থেকে শুরু করে, ভ্রমন, ফটোগ্রাফি, রাজনীতি, ইতিহাস, অর্থনৈতিক, ধর্মীয়, সংস্কৃতি, সভ্যতা, চিকিৎসা, শিক্ষা, পোউরণিক কাহিনী, রান্না বিষয়ক লেখা থেকে শুরু করে জ্ঞান বিজ্ঞান চর্চার সকল শাখায় এই ব্লগ প্ল্যাটফর্মটি হয়েছে সমৃদ্ধশালী। এর জন্য ব্লগ এবং ব্লগারদের অবদান অনস্বীকার্য।

নেটের জগতে ইংরেজী যে কোন গানের লিরিক্স সহজলভ্য। সেই তুলনায় বাংলা গানের লিরিক্স অনেক পিছিয়ে রয়েছে। গান শুনতে পছন্দ করে যে কোন বয়সের মানুষই আর সেই সাথে অপরিহার্য হলো গানের লিরিক্স। আপনার কল্যাণে সামহোয়্যার ইন ব্লগ এই বাংলা গানের লিরিক্সেও হয়ে উঠবে সমৃদ্ধ।

খুব গর্ব হয় যখন নেটে যে কোন বিষয়ের উপর সার্চ দিলে সামহোয়্যার ইন ব্লগটিকে পাওয়া যায়। এখন থেকে বাংলা গানের লিরিক্স সার্চ করলেও সামহোয়্যার ইনকে পাওয়া যাবে শুধু মাত্র আপনার কল্যাণে, যা অত্যন্ত গর্বের বিষয়। জানিনা সামহোয়্যার ইন আপনার এই অবদানকে কিভাবে মূল্যায়ন করবে ! তবে ব্লগের জন্য এই কাজটি আপনি নিরলস ভাবে করে যাবেন শুধু এতটুকুই কাম্য। সেখানে ব্লগ আপনাকে কিভাবে মূল্যায়ন করলো সেই আক্ষেপে না যাওয়ার জন্য অনুরোধ রইল।

শততম পোস্টের শুভেচ্ছা জানবেন। কৃতজ্ঞতা রইল এবং প্রাণঢালা অভিনন্দন এমন একটি মহৎ কাজের জন্য যা এই প্ল্যাটফর্মটির জন্য সম্পদ হয়ে রইবে যুগ যুগ ধরে।

তবে আফসোস এত মন্তব্য করেও শোভনকে পেছনে ফেলা গেল না।

০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৪৪

লিরিকস বলেছেন: আপনার মনমুগ্ধকর মন্তব্যে ভালো লাগা।

''ব্লগ আপনাকে কিভাবে মূল্যায়ন করলো সেই আক্ষেপে না যাওয়ার জন্য অনুরোধ রইল।''
আক্ষেপ নাই ভাইয়া। আর আপনার অনুরোধ রাখার চেষ্টা করব।

সব সময় পাশে পেয়েছি,
পাশে থাকবেন আশা করি।





শোভন ভাই তাহলে ভালো স্টাইকার ;)

১১| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ১২:৪৫

বংশী নদীর পাড়ে বলেছেন: সত্যিই বলা যায় এমন কাজে ধৈর্য্য এবং ইচ্ছা অবশ্যই প্রয়োজন। এদুটো জিনিস আপনার আছে। খুব ভালো লাগলো শততম পোস্টে গানের সংকলন। আপনাকেও উষ্ম আলিঙ্গনে পাশেই রেখে দিলাম। পথ চলুন আছি পাশে। ধন্যবাদ।

০৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৫৭

লিরিকস বলেছেন: আপনাকে সব সময় পাশে পেয়েছি।

আরো পাবো বলে আশা রাখি।

আপনি ভালো থাকুন।

শুভেচ্ছা।

১২| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ১:২৮

সায়েদা সোহেলী বলেছেন: োজা প্রিয়তে :)


শুভেচ্ছা জানিবেন

০৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:১০

লিরিকস বলেছেন: অনেক খুশি লাগছে।




ভালো থাকুন।

শুভেচ্ছা।

১৩| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ১:৪৫

ডি মুন বলেছেন: করেছেন কী !!!!!! অসাধারাণ পোস্ট

একদম প্রিয়তে নিয়ে গেলাম।

আপনার কাছে অনেক অনেক কৃতজ্ঞতা।

০৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:২৭

লিরিকস বলেছেন: চমৎকার মন্তব্য।

আপনার কাছেও কৃতজ্ঞ পাশে থাকবার জন্য।

ভালো থাকুন।

১৪| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ১:৪৮

রাতুল_শাহ বলেছেন: শুভেচ্ছা রইলো

০৮ ই জুলাই, ২০১৪ রাত ১০:২০

লিরিকস বলেছেন: মন্তব্য পেয়ে ভালো লাগছে।

ভালো থাকুন।

১৫| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ১:৫২

প্রবাসী পাঠক বলেছেন: প্রথমেই শততম পোস্টের শুভেচ্ছা। পোস্টের আইডিয়াটা চমৎকার। কাণ্ডারি ভাইয়ার সাথে একমত । নেটের জগতে ইংরেজী যে কোন গানের লিরিক্স সহজলভ্য। সেই তুলনায় বাংলা গানের লিরিক্স অনেক পিছিয়ে রয়েছে। আপনার পোস্টের কল্যাণে বাংলা গানের লিরিক্স সহজলভ্য হয়েছে ইন্টারনেটে।

শততম পোস্ট দেয়ার পরও যদি আপনি নিরাপদ ব্লগার লা হতে পারেন। তাহলে আমার নিরাপদ হতে নিশ্চিত কয়েক যুগ লেগে যাবে। যাই হোক শুভ কামনা আপনার জন্য খুব দ্রুতই হয়ত ব্লগ কর্তৃপক্ষ আপনাকে নিরাপদ ব্লগার করবেন। পোস্টে ভালোলাগা এবং প্রিয়তে।

০৮ ই জুলাই, ২০১৪ রাত ১০:২৭

লিরিকস বলেছেন: আপনাকে সব সময় পাশে পেয়েছি।

আরো পাবো বলে আশা রাখি।

আপনি ভালো থাকুন।

শুভেচ্ছা।

১৬| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ১:৫৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
গান নিয়ে অসাধারণ পোস্ট হয়ে গেলো।
ধনক্সবাদ ।


শততম পোস্টের শুভেচ্ছা।

০৮ ই জুলাই, ২০১৪ রাত ১১:০৩

লিরিকস বলেছেন: আপনার মন্তব্য পেয়ে ভালো লাগছে।

ভালো থাকুন।

১৭| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ২:৪০

আজকের বাকের ভাই বলেছেন: শততম পোস্টের জন্য শুভেচ্ছা রইল।

০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ১:০৩

লিরিকস বলেছেন: আপনার মন্তব্য পেয়ে ভালো লাগছে।

ভালো থাকুন।

১৮| ০৮ ই জুলাই, ২০১৪ ভোর ৪:০৮

হাদী নয়ন বলেছেন: শততম পোস্টের শুভেচ্ছা নিবেন।এক কথায় আপনি অসাধারন!একটা কাজ করে যাচ্ছেন।
পোষ্টে ভালো লাগা দিয়ে গেলাম
পোষ্ট প্রিয়তে নিয়ে গেলাম।

০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ১:০৯

লিরিকস বলেছেন: আপনাকে পাশে পাব আশা রাখি।

আপনি ভালো থাকুন।

শুভেচ্ছা।

১৯| ০৮ ই জুলাই, ২০১৪ ভোর ৫:৩৪

আরজু মুন জারিন বলেছেন: শততম পোস্টে সকল ব্লগারদেরকে জানাই শুভেচ্ছা। আপনাকে ও ধন্যবাদ চমত্কার কিছু গানের লিংক গুলি শেয়ার এর জন্য। শুভেচ্ছা রইল অনেক অনেক।

০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ১:১৮

লিরিকস বলেছেন: আপনার মন্তব্য পেয়ে ভালো লাগছে।

ভালো থাকুন।

২০| ০৮ ই জুলাই, ২০১৪ ভোর ৬:০০

অঘটনঘটনপটীয়সী বলেছেন: শততম পোস্টে অনেক অনেক অভিনন্দন।
প্রিয়তে নিলাম।
+++

০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ১:২৮

লিরিকস বলেছেন: হুররে!!!!

মন্তব্যে ভালোলাগা।

ভালো থাকুন।

২১| ০৮ ই জুলাই, ২০১৪ ভোর ৬:৫৩

রাজিব বলেছেন: আপনার শততম পোস্ট এর জন্য অভিনন্দন। এখনো আপনি নিরাপদ ব্লগার নন!!! এ ব্যপারে ব্লগ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
স্নিগ্ধ শোভন এবং কান্ডারি অথর্ব দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। আশা করি তারা আপনার পোস্ট গুলোতে নিয়মিত কমেন্ট করে যাবেন।
শুরু করেছিলেন ১৩ ডিসেম্বর ২০১৩ তারিখে জাতীয় সংগীত দিয়ে। মাত্র ৭ মাসেরও অল্প সময়ে অনেক ভাল কিছু গান আমাদের উপহার দিতে পেরেছেন।
গান আমরা সবাই কম বেশি শুনি। নিজের কথাই বলি কোন গান আমার পছন্দ হলে ১০০ বারও শোনা হয়। কিন্তু আপনার পোস্ট গুলো যে কারণে আমার এত ভাল লাগে তাহল এর গীতিকার, সুরকার এর নাম থাকে। পারলে কোন সালে গানটি রচিত হয়েছে তাও জানা যায়।
ফলে নিজের পছন্দের গান গুলো যেন আবার নতুন করে আবিস্কার করি। এত বার পছন্দের গান গুলো শুনেছি কিন্তু সুরকার, গীতিকারদের নাম জানতাম না বা কবে প্রথম গাওয়া হয় তাও জানতাম না। হয়তো অলসতা ছিল, অথবা তথ্যগুলো এত সুন্দর করে এক জায়গায় ছিল না।তাই আপনার পোস্টগুলো দেখে তাদের সম্পর্কে জানার আগ্রহ জাগে এবং মাত্র ৭ দিনে অনেক কিছু জেনেছি।
আরেকটা কারণে আপনার পোস্ট গুলোর সঙ্গে নিয়মিত হয়ে গেছি। বাংলা গানের ভাণ্ডার সে এত সমৃদ্ধ তা আপনি আবার মনে করিয়ে দিলেন। আপনার ১০০ গানের মধ্যে অন্তত ৪০ টি গান আমার খুবই ভাল লাগে।
শততম পোস্টের জন্য আবারো অভিনন্দন, শুভেচ্ছা এবং ধন্যবাদ।দুই শত পোস্ট আরও অল্প সময়ে আসুক এই কামনা করছি।

১০ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৩০

লিরিকস বলেছেন: আপনার মন্তব্য ও পাশে থাকা সব সময় আমাকে উৎসাহ যুগিয়ে চলেছে। আপনারা সাথে থাকলে বাংলা গানের বড় একটি ভান্ডার সবার সামনে উপস্থাপন করতে পারব।

আমার নতুন পোস্ট গুলির কিছু কিছু হবে ব্লগাদের নিয়ে, যেহেতু আমার পোস্টের প্রান সামুর ব্লগারা সেহেতু আমার চেষ্টা থাকবে তাদের পছন্দের তালিকা অনুযায়ী গান পোস্ট করবার।

অনেক অনেক ভালোলাগা।

ধন্যবাদ।

২২| ০৮ ই জুলাই, ২০১৪ সকাল ৮:০৫

উপপাদ্য বলেছেন: শত তম পোস্টে আপনাকে অভিনন্দন।

আপনার ব্লগ জিবন সূদীর্ঘ হোক হাজার, লাখো পোস্ট পেরিয়ে অসীমের দিকে অনন্ত যাত্রায়।

এই পোস্টটাও অন্যরকম হয়েছে।

১০ ই জুলাই, ২০১৪ দুপুর ১:০১

লিরিকস বলেছেন: সুন্দর মন্তব্যে ভালোলাগা।

অনেক ভালো লাগছে।

ভালো থাকুন।

২৩| ০৮ ই জুলাই, ২০১৪ সকাল ৮:২০

রাবেয়া রব্বানি বলেছেন: ভালো পোষ্ট । নিরাপদ ব্লগার হোন এই কামনায়।

১০ ই জুলাই, ২০১৪ দুপুর ১:১১

লিরিকস বলেছেন: মন্তব্য পেয়ে অনেক ভালো লাগছে।

ভালো থাকুন।

২৪| ০৮ ই জুলাই, ২০১৪ সকাল ৮:৩২

তিতাস একটি নদীর নাম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ--সুন্দর সুন্দর গানের সংকলনের জন্য।

১০ ই জুলাই, ২০১৪ দুপুর ১:১৯

লিরিকস বলেছেন: মন্তব্য পেয়ে অনেক ভালো লাগছে।

ভালো থাকুন।

২৫| ০৮ ই জুলাই, ২০১৪ সকাল ৮:৫০

ভিটামিন সি বলেছেন: শততম পোষ্টের জন্য আপনাকে অভিনন্দন। সমৃদ্ধ করুন গানের ভান্ডার, ভরিয়ে দিন আমাদের মন। ভালো থাকুন সবসময়। যতই দুরে থাকুন, পাশেই আছি।

১০ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৪১

লিরিকস বলেছেন: সব সময় পাশে পেয়ে ভাল লাগছে।

ঐ দূর পরবাসে গানটি কোন একদিন পোস্ট হবে।

ভালো থাকুন।

২৬| ০৮ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৩৭

আমিনুর রহমান বলেছেন:



আমি কি করলাম, আমার নাম কেনো :-0 :-0 :-0


পোষ্টে +++

১০ ই জুলাই, ২০১৪ দুপুর ২:০৬

লিরিকস বলেছেন: এমনি এমনি B-) B-)


ভালো থাকুন।

শুভেচ্ছা।

২৭| ০৮ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৩৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: কাংখিত পোস্ট!!! অসাধারণ।

আমার মনের কথাগুলো কান্ডারি অথর্ব , মামুন রশিদ ও রাজিব ভাইয়া বলে দিয়েছে।

তাই আমি শুধু শততম পোস্টের শুভেচ্ছা জানালাম।

আমার অসম্বব প্রিয় গানগুলি প্রিয়তে রাখলাম।

১০ ই জুলাই, ২০১৪ দুপুর ২:২৭

লিরিকস বলেছেন: :) :) :) :) :) :)

আপনাকে সব সময় পাশে পেয়েছি।

আরো পাবো বলে আশা রাখি।

সুন্দর মন্তব্যে ভালোলাগা।

আপনি ভালো থাকুন।

শুভেচ্ছা।

২৮| ০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১০:১৩

আমি স্বর্নলতা বলেছেন: শুভেচ্ছা রইল।

আচ্ছা জেনারেল আর সেফ এর ভেতর তফাৎ টা কি?


যদি কিছু মনে না করেন আমার একটা অনুরোধ ছিল আপনার কাছে, সেটা হচ্ছে গজলের লিরিক্স কি দেয়া যায় মাঝে মাঝে? যেহেতু রমজান মাস চলছে আপনি চাইলে হয়ত দিতে পারেন।

১০ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৪১

লিরিকস বলেছেন: তফাৎ হলো সেফ থেকে ডিমোশন হলে জেনারেল হয়, আর জেনারেল থেকে ডিমোশন হলে ওয়াচ!!!
=p~ =p~ =p~ =p~ =p~

অবশ্যই দেওয়া হবে।

আগামি দুই একটি পোস্টের মধ্য পেয়ে যাবেন।

ধন্যবাদ।

২৯| ০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৪৭

বৃতি বলেছেন: শততম পোস্টের জন্য অভিনন্দন ও শুভেচ্ছা :)

গান ভাল লাগে- পোস্টেও অনেক ভাল লাগা।

১০ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৫১

লিরিকস বলেছেন: মন্তব্যে ভালোলাগা।

২০০তম পোস্টে শুভেচ্ছা দেবার জন্য রেডি হন :P

ভালো থাকুন।

৩০| ০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: আরে আরে আরে.. এতো বিশাল কান্ড!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

চোখ বন্ধ করে আগে প্রিয়তে নিলাম!!!

অনেক কষ্ট করেছেন। অনেক অনেক ধন্যবাদ।

বৃতি বলেছেন: শততম পোস্টের জন্য অভিনন্দন ও শুভেচ্ছা :) আমিও তাই বল্লাম :)

১২ ই জুলাই, ২০১৪ সকাল ১১:১৮

লিরিকস বলেছেন: আপনাকে সব সময় পাশে পেয়েছি।

আরো পাবো বলে আশা রাখি।

সুন্দর মন্তব্যে ভালোলাগা।

আপনি ভালো থাকুন।

শুভেচ্ছা।

৩১| ০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৪৫

তূর্য হাসান বলেছেন: নির্বাচিত পাতায় যত পোস্ট রেখেছি তার মধ্যে আমার কাছে এটাই সর্বশ্রেষ্ঠ।

১০০তম পোস্টে আমার প্রিয় গন্ধরাজ ফুলের শুভেচ্ছা।



ঠিকানা নাই তাই ভার্চুয়াল ফুল। অনেক ভালো থাকুন।

১২ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:১৪

লিরিকস বলেছেন: আপনার প্রো পিকের কথা আমি পোস্টও লিখতে ভুলিনি।

পাশে পেয়েছি, পাবো আশা রাখি.

গন্ধরাজ ফুলের শুভেচ্ছা নিলাম।

ভালো থাকুন।



৩২| ০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৫৩

বাংলাদেশী দালাল বলেছেন: ১০০তম মোবারক

১২ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৫৩

লিরিকস বলেছেন: ২০০তম মোবারক দেবার জন্য রেডি হন :P

৩৩| ০৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:০৩

আমি ইহতিব বলেছেন: অনেক অনেক অভিনন্দন লিরিকস।

গুগলে সার্চ দিয়ে আপনার পোস্ট প্রথমে পাওয়ার খবরটা জেনে সত্যিই ভালো লাগছে।
আপনার পরিশ্রমী কাজ কিছুটা হলেও স্বার্থক হলো।

২০০তম পোস্টে ও শুভেচ্ছা জানানোর অপেক্ষায় থাকলাম।

পোস্ট প্রিয়তে।

১২ ই জুলাই, ২০১৪ দুপুর ১:২৪

লিরিকস বলেছেন: আপনাকে সব সময় পাশে পেয়েছি।

আরো পাবো বলে আশা রাখি।

সুন্দর মন্তব্যে ভালোলাগা।

আপনি ভালো থাকুন।

শুভেচ্ছা।

৩৪| ০৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৩৩

ইমতিয়াজ ১৩ বলেছেন: প্রিয়তে নিলাম।



কিন্তু আমাকে উৎসর্গ করার কি হল? তবে মজা পাইছি।



ধন্যবাদ আপনাকে।

১২ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৪১

লিরিকস বলেছেন: এমনি এমনি উৎসর্গ করা হয়েছে। :) :)


মজা পেয়েছেন শুনে ভালো লাগছে।

ভালো থাকুন।

৩৫| ০৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৫৪

একজন ঘূণপোকা বলেছেন: শততম পোস্টের শুভেচ্ছা।

১২ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:০১

লিরিকস বলেছেন: ২০০তম পোস্টে শুভেচ্ছা দেবার জন্য রেডি হন :P

৩৬| ০৮ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১৬

সুমন কর বলেছেন: শুভেচ্ছা রইলো।

১২ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:২৯

লিরিকস বলেছেন: আপনি ভালো থাকুন।

শুভেচ্ছা।

৩৭| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ৯:৩৬

অদ্বিতীয়া আমি বলেছেন: শততম পোস্টের জন্য অনেক অভিনন্দন ।

অসাধারন সব গান !!! প্রিয়তে ।

১২ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:০২

লিরিকস বলেছেন: ২০০তম পোস্টে শুভেচ্ছা দেবার জন্য রেডি হন :P

সব সময় পাশে পেয়ে ভাল লাগছে।


শুভেচ্ছা।

৩৮| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ৯:৪৯

খাটাস বলেছেন: অসাধারণ। শত তম পোস্টে অনন্যতা। এক ঝাঁক প্লাস।
++++++++++++ বিনিময়ে পোস্ট টা নিয়ে নিলাম আমার বক্সে।
শুভেচ্ছা জানবেন অনেক।

১২ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:২১

লিরিকস বলেছেন: সুন্দর মন্তব্যে ভালোলাগা।

আপনি ভালো থাকুন।

শুভেচ্ছা।

৩৯| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ১০:২৪

ইউনুস খান বলেছেন: চমৎকার পোস্ট।

আমাকে একটি গান খুঁজে বের করে দিবেন........?

"তুমি কি সেই প্রেমিকা স্বপ্নের নায়িকা
যার চোখে চোখ রেখে
এ মন ছিলো সুখে
যে ছিলো আমার ভাবনা
জীবনের সাধনা"

১৩ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৪৩

লিরিকস বলেছেন: আমি এই গানটা শুনি নাই

চেষ্টা করব।

গারো হিল নামক কেউ একজন একই গানের কথা লিখেছিলেন মাহতাব সমুদ্রের একটি পোস্টে।

আপনি ভালো থাকুন।

শুভেচ্ছা।

৪০| ০৯ ই জুলাই, ২০১৪ রাত ১২:১৩

তারছেড়া লিমন বলেছেন: পারিনি ধরে রাখতে তোমায়
হৃদয়ের, ভালবাসা দিয়েও
পারিনি বেধে রাখতে তোমায়
এ আমার ,সীমাহীন বাঁধনেও
যে স্মৃতি দিয়ে গেছ উপহার
সে এক বেদনার জলধারায়
বেদনারই জলধারায়....
নিরবতায়..
কোথায়............
তুমি আজ, হারালে কোথায়
তুমি আজ, হারালে কোথায়......................


হাসান ভাই এর গাওয়া অসাধারন একটি গান (যত দুর মনে পড়ে প্রিন্স মাহমুদ ভাই এর লেখা ও সুর করা তবে আমি নিশ্চিত না)।

তবে আজ শুধু এইটুকুই বলবো গানের ভাষায়...স্যার ক্লিফ রিচার্ডের সাথে তাল মিলিয়ে..

ভাল থেক আপু.......।

১৪ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৩২

লিরিকস বলেছেন: আপনার মন্তব্য ও পাশে থাকা সব সময় আমাকে উৎসাহ যুগিয়ে চলেছে। আপনারা সাথে থাকলে বাংলা গানের বড় একটি ভান্ডার সবার সামনে উপস্থাপন করতে পারব।


অনেক অনেক ভালোলাগা।

৪১| ০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৪৯

দুঃখ বিলাস বলেছেন: চমৎকার পোস্ট।

শুভ কামনা।

১৪ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৪০

লিরিকস বলেছেন: আপনি ভালো থাকুন।

শুভেচ্ছা।

৪২| ১০ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৪৬

জেরিফ বলেছেন: দেরী করে ফেললাম ।

সাথে আছি প্রতিনিয়ত । সাবির ভাইয়ের কি অবস্থা ? খোচা টা এবার ভালো করেই দিতে পারবেন ;)

১৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:২০

লিরিকস বলেছেন: না দেরি হয়নি।

আপনাকে সব সময় পাশে পেয়েছি।

আরো পাবো বলে আশা রাখি।


৭ টা খেয়ে পেট ভরে গেছে উনাদের :P

৪৩| ১২ ই জুলাই, ২০১৪ সকাল ৭:৫৪

অ্যামাটার বলেছেন: চমৎকার কালেকশন। পোস্ট প্রিয়তে :)

১৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১:২৭

লিরিকস বলেছেন: সুন্দর মন্তব্যে ভালোলাগা।

আপনি ভালো থাকুন।

শুভেচ্ছা।

৪৪| ১২ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৫৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

ভার্চুয়াল জগতে মধুময় বাংলা গানের অস্তিত্ব তুলে ধরার কাজে আপনি বিরাট ভূমিকা রেখে চলেছেন।

সামুতে আপনার পোস্টগুলো বিশাল সম্পদের পাহাড় গড়ে তুলবে নিশ্চয়।


লিরিকসকে শততম পোস্টে হৃদয় নিংড়ানো ভালোবাসা ও অভিনন্দন :)

১৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৩৯

লিরিকস বলেছেন: আপনাকে সব সময় পাশে পেয়েছি।

আরো পাবো বলে আশা রাখি।

সুন্দর মন্তব্যে ভালোলাগা।

আপনি ভালো থাকুন।

শুভেচ্ছা।

৪৫| ১৩ ই জুলাই, ২০১৪ রাত ১২:৪৪

বোকামানুষ বলেছেন: লিস্টে দেখা যায় আমার নামও আছে :-B :D

আপনার গানের পোস্টগুলো আসলেই ভাল লাগে

ভাল থাকবেন

১৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৫৭

লিরিকস বলেছেন: আপনি বোকা মানুষ হতে পারেন তাই বলে কি আপনার দেব না!!! ;)
:) :) :) :)

৪৬| ১৩ ই জুলাই, ২০১৪ রাত ১২:৫২

এহসান সাবির বলেছেন: সোজা প্রিয়তে!!!!!

১৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:১১

লিরিকস বলেছেন: আপনাকে সব সময় পাশে পেয়েছি।

আরো পাবো বলে আশা রাখি।

শুভেচ্ছা ভাইয়া।

৪৭| ১৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৩৬

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: বাহ! চমৎকার রিচ কালেকশন করেছেন...
শততম পোস্টের জন্য জানবেন অভিনন্দন ...
শুভকামনা রইলো লিরিকস ...

১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩৯

লিরিকস বলেছেন: সুন্দর মন্তব্যে ভালোলাগা।

আপনি ভালো থাকুন।

শুভেচ্ছা।

৪৮| ১৬ ই জুলাই, ২০১৪ দুপুর ২:০৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অভিনন্দন। অনবদ্য একটি কাজ হয়েছে।
শুভেচ্ছা জানবেন।

২১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫০

লিরিকস বলেছেন: সুন্দর মন্তব্যে ভালোলাগা।

আপনি ভালো থাকুন।

শুভেচ্ছা।

৪৯| ১৭ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৫৫

জাহাঙ্গীর.আলম বলেছেন:
+ ( মানে কি বুঝি না )

ভাল তো ৷ মন্তব্য করলে পোস্ট উৎসর্গ করা হয় ৷ ভালা বুদ্ধি :D

শততমের জন্য শুভেচ্ছা ৷ আর ১০০০+ জন্য অগ্রিম শুভকামনা ৷

আপনার কাছে কি সলিল চৌধুরীর কোন গান বা লিরিকস্ আছে ?

অথবা 'মহীনের ঘোড়াগুলি' ব্যান্ডের কোন গানের লিরিকস্ দিতে পারেন কিনা ? অনলাইনে অনেক কম পাওয়া যায় ৷

উনাদের সম্পর্কে কিছু তথ্য View this link

২১ শে আগস্ট, ২০১৪ রাত ৮:১৮

লিরিকস বলেছেন: 'মহীনের ঘোড়াগুলি' ব্যান্ডের গানের লিরিকস্ দিতে চেষ্টা করব।

মন্তব্যে ভালোলাগা।

৫০| ১৮ ই জুলাই, ২০১৪ রাত ১:৩০

এম.ডি অভ্র বলেছেন: ও গুরু কোথায় ছিলে.......আমি তোমাকেই খুজছিলাম
অনেক ভালোবাসা রইলো এই পোষ্টেরে জন্য......
আর তোমার প্রত্ওি আরো চাই। আই,লাভ,গুরূ

২২ শে আগস্ট, ২০১৪ রাত ১২:০৭

লিরিকস বলেছেন: কই দেখি না কেন?

সুন্দর মন্তব্যে ভালোলাগা।

ভালো থাকুন।

শুভেচ্ছা।

৫১| ২১ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৩৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: প্রিয়তে নিয়ে রাখলাম!

চমৎকার একটা গান সংকলন!

২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:২২

লিরিকস বলেছেন: ভালো থাকুন ভাইয়া।

শুভেচ্ছা।

৫২| ২২ শে জুলাই, ২০১৪ রাত ১২:২৩

স্নিগ্ধ শোভন বলেছেন:



যাক কোন কিছুতে অন্তত প্রথম হতে পারলাম :)

গানের প্রতি দুর্বলতা আমার অনেক। গান শুনা গুনগুন করে গাওয়া আমার অভ্যাস( গানের গলা যদিও একদম ভালো না :!> )। তাই গান নিয়ে আপনার এই প্রচেষ্টাকে উৎসাহ দেয়ার জন্য সবসময় পাশে থাকার চেষ্টা করেছি। আশাকরি আপনার এই নিকটি হয়ে উঠবে বাংলা গানের সর্বোচ্চ লিরিকের ভাণ্ডার।

শুভকামনা ও শততম পোষ্টে প্রাণঢালা অভিনন্দন!!! !:#P !:#P !:#P

৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১২:১৬

লিরিকস বলেছেন: আপনার উপর আমার রাগ!!

৫৩| ২৯ শে জুলাই, ২০১৪ দুপুর ১:২৪

তন্দ্রা বিলাস বলেছেন: ওয়াও! চমৎকার পোস্ট।


গান ছাড়া মানুষ বাঁচে ক্যামনে?
প্রিয়তে নিলাম।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:০৩

লিরিকস বলেছেন: সুন্দর মন্তব্যে ভালোলাগা।

ভালো থাকুন।

শুভেচ্ছা।

৫৪| ০২ রা আগস্ট, ২০১৪ দুপুর ২:২৮

হাসান মাহবুব বলেছেন: শততম পোস্টে শততম মন্তব্য আমার।

+++++

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪৯

লিরিকস বলেছেন: হুররে!!!!

অনেকককককক ভালোলাগা ভাইয়া।

৫৫| ১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫২

ডট কম ০০৯ বলেছেন: যাক কাজের একটা পোষ্ট পাওয়া গেল। সময় মত ডাউনলোড করে নেবক্ষন।

এই পোষ্ট লিখতে অনেক কষ্টের কারনে আপনাকে ধইন্ন্যা।

ভাল থাকুন,হ্যাপী ব্লগিং।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৪

লিরিকস বলেছেন: ভালো থাকুন ভাইয়া।

শুভেচ্ছা।

৫৬| ১১ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:০৭

লেখোয়াড় বলেছেন:
এত্তা গান দিয়া কি হইবো। ব্যাডা প্যাডে ভাত নাই আবার গান।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:১৫

লিরিকস বলেছেন: +

৫৭| ২১ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৫৭

আধখানা চাঁদ বলেছেন: আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এই পোস্ট আমার অন্যতম ভাললাগার পোস্ট। কিন্তু মন্তব্য করা হয়ে ওঠেনি ব্যস্ততা এবং আলসেমীর কারণে। এত সুন্দর, সমৃদ্ধ পোস্ট লক্ষ্য করলাম ১ মাসেরও বেশি সময় পর (এই দুঃখ আমি কোথায় রাখি)।

বাংলা গানের কথা পড়তে সবসময়ই ভাল লাগে। অন্য অনেক জায়গায় গুগল মামাকে সাধাসাধি করে যা পাওয়া যায়, ভুল বানানে ভরা। কিন্তু এই পোস্টে সেটা চোখে পড়ে নাই। একটা নিক, একটা পোস্ট কেবল বাংলা গানের কথার জন্যে, শুধু শুকনো ধন্যবাদ এর প্রাপ্য হতে পারে না। হওয়া উচিতও না।

অনেক অনেক ধন্যবাদ এবং শততম পোস্টের আন্তরিক শুভেচ্ছা। আশা করব, এটি যেন লাখো গানের কথার পোস্টে যায়। আমাদের মৌলিক গানের এক অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়।

শুভকামনা।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১১

লিরিকস বলেছেন: ক্ষমা চেয়ে আমাকে ছোট করবেন না প্লিজ।

আপনারা সাথে থাকলে অনেক দূর যাবো আশা রাখি।

সুন্দর মন্তব্য পেয়ে অনেক ভালো লাগল।

৫৮| ২৮ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:০০

জাহাঙ্গীর.আলম বলেছেন:
ধীরে ধীরে শুদ্ধতায় লিখুন ৷

আপনার জন্য View this link

এই ওয়েবসাইডের নামে সামুতে নিক ছিল ৷ ভাল থাকবেন ৷

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৩

লিরিকস বলেছেন: কয়েক দিনের মধ্যে আপনার গান দেওয়া শুরু করব।


ধীরে ধীরে শুদ্ধতায় লিখতে হবে, বুঝেছি।

৫৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:০৫

সাইবার অভিযত্রী বলেছেন: !:#P !:#P !:#P !:#P !:#P

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৯

লিরিকস বলেছেন: কেন কোন খবর নাই ভাইয়া?

৬০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০৫

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: ভাই আপনি একজন গায়ক না লেখক না গানের কথা সংগ্রাহক না অন্য কোনো ধান্ধা আছে !!!!
ভাই ফ্রি একটা উপদেশ দিতে ইচ্ছে করছে- বাংলা গান গুলার একটা ইংরেজি সংস্করন করেন , দেখবেন অনেক গান ইংরেজী শ্রোতাদের ভালো লাগতে পারে।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১৯

লিরিকস বলেছেন: আমি গায়কও না, লেখকও না গানের কথা সংগ্রাহকও না,

আমার অন্য ধান্ধা আছে, আপাতত আপনাকে শেয়ার করছি না। সাথে থাকুন সময় হলে দেখতে পারবেন।


ইংরেজী শ্রোতাদের ভালো লাগা না লাগা নিয়ে আমার কিছু যায় আসে না।

আমারও একটা উপদেশ দিতে ইচ্ছে করছে, তবে ফ্রি উপদেশ নয়, পরে কিছু মন্তব্য করে দিলেই চলবে

''সব কিছুর মধ্যে ধান্ধা না দেখে সুন্দর দৃষ্টি দিয়ে দেখে চেষ্টা করুন''



গান শুনুন মন ভালো রাখুন।

ভালো থাকুন।


৬১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১৩

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: অন্যভাবে নিবেন না, ধান্ধা বলতে প্রফেশন বুঝাতে চেয়েছি।
আপনার কাজটা ভালো হয়েছে।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:২৭

লিরিকস বলেছেন: আপনাকে আগের মন্তব্যে আমি যে উত্তর দিয়েছি সেটা দেবার পর আমার কাছে একটা ফোন এসেছিল, কারণ আমার কাছে থেকে এইরকম উত্তর কেউ নাকি আশা করে না। আমার উত্তরটা নাকি বেশি ঝাজালো হয়ে গেছে।

হয়ত হয়েছে কারণ

এখন আমি বিদ্রোহী
এখন আমি আর নই অভিমানী

আমি দুঃখিত ভাইয়া। আপনি বললে আমি আমার আগে দেওয়া উত্তরটা মুছে দেব।

আমিও আসলে কোন কিছু মিন করে বলিনি ভাইয়া। ট্রাস্ট মি।

৬২| ২৪ শে অক্টোবর, ২০১৪ ভোর ৫:০৭

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: শততম পোষ্টের শুভেচ্ছা। :)

২০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১০

লিরিকস বলেছেন: ভালো থাকুন।



শুভেচ্ছা।

৬৩| ১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:০১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মামুন রশিদ ভাইয়ের সাথে সুর মিলিয়ে বলছি - ব্লগিং হোক আনন্দময় । অতি শীঘ্র আপনাকে নিরাপদ ব্লগারে উন্নীত করার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ জানাই ।

২০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:২৫

লিরিকস বলেছেন: আমি এখন সেফ বাট আমি একদম খুশি না, কারন টা আমি জানাব আপনাকে

৬৪| ৩০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:০৮

মাহমুদ০০৭ বলেছেন: চমৎকার পোস্ট। প্রিয়তে। শততম পোষ্টের শুভেচ্ছা রইল ।


ভাল থাকবেন ।

০৩ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৯

লিরিকস বলেছেন: সুন্দর মন্তব্যে ভালোলাগা।



ভালো থাকুন।



শুভেচ্ছা।

৬৫| ৩০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:১৮

সাদা মনের মানুষ বলেছেন: শোকেসে রাখলাম

০৩ রা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২০

লিরিকস বলেছেন:
ভালো থাকুন।



শুভেচ্ছা।

৬৬| ০৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৯

ইমতিয়াজ ১৩ বলেছেন: কবে আসছেন ব্লগে।

৬৭| ১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:২৫

মরমি বলেছেন: অনেক পরিশ্রমী কাজ। রুচিশীল গান। ধন্যবাদ।

৬৮| ২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২৬

নকি৬৯ বলেছেন: B:-/

৬৯| ২৯ শে নভেম্বর, ২০২০ রাত ১২:০৭

ইফতেখার ভূইয়া বলেছেন: শততম পোস্টে অনেক অনেক শুভেচ্ছা জানবেন। আপনার অনবদ্য কাজকে সম্মান জানাই। আমরা শুধুমাত্র বাংলা সাহিত্যকর্ম (কবিতা, গানের লিরিক্স, কলাম, গল্প ইত্যাদি) আর্কাইভিং এর কাজ করছি একটি সাইটে। সেখানে বাংলা সহস্র গানের লিরিক্স পাওয়া যাচ্ছে। প্রায় প্রতিটি গানের সাথে প্রয়োজনীয় আনুষাঙ্গিক তথ্যও পাওয়া যাবে। পুরো কাজটাই হচ্ছে স্বেচ্ছাপ্রণোদিত হয়ে। চাইলে আপনিও আমাদেরকে এ ব্যাপারে সহযোগীতা করতে পারেন। ঘুরে আসতে পারেন আমাদের সাইটটি। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.