নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনুন মন ভালো রাখুন।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।

লিরিকস

সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

লিরিকস › বিস্তারিত পোস্টঃ

আল্লাহ আমার প্রভু (ইসলামিক সংগীত/হামদ/নাত/গজল) - নজরুল গীতি

১৩ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৪০





আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়।

আমার নবী মোহাম্মদ যাঁহার তারিফ জগৎময়।।



আমার কিসের শঙ্কা কোরআন আমার ডঙ্কা।

ইসলাম আমার ধর্ম মুসলিম আমার পরিচয়।।



কালেমা আমার তাবিজ তৌহিদ আমার মুর্শিদ

ঈমান আমার বর্ম হেলাল আমার খুর্শিদ।



‘আল্লাহু আকবর’ ধ্বনি আমার জেহাদ- বাণী।

আখের মোকাম ফেরদৌস খোদার আরশ যেথায় রয়।











সুরকারঃ কাজী নজরুল ইসলাম

গীতিকারঃ কাজী নজরুল ইসলাম







ব্লগার

'আমি স্বর্নলতা'

অনুরোধ করেছিলেন রমজান মাসে কিছু ইসলামিক সংগীত/হামদ/নাত/গজল দেবার জন্য।



যেহেতু আমার পোস্টের প্রান সামুর ব্লগারা সেহেতু আমার চেষ্টা থাকবে তাদের পছন্দের তালিকা অনুযায়ী গান পোস্ট করবার।





৯৯ টি সুন্দর গান

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৪ দুপুর ১:১৩

অঘটনঘটনপটীয়সী বলেছেন: +

১৩ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৫২

লিরিকস বলেছেন: আমি আপনাকে খুঁজছি

এটা আমার
Bangla Lyrics

এটার জন্য একটা প্রো পিক ও কাভার ফটো বানায় দেন প্লিজ।

২| ১৩ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৫১

আমি স্বর্নলতা বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই।

অনুরোধ রক্ষা করে কৃতজ্ঞতায় বাধলেন।

অনেক অনেক শুভকামনা রইল।

১৪ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:২৮

লিরিকস বলেছেন: যেহেতু আমার পোস্টের প্রান আপনারা সেহেতু আমার চেষ্টা থাকবে আপনাদের পছন্দের তালিকা অনুযায়ী গান পোস্ট করবার।

অনেক ধন্যবাদ ভাইয়া।

৩| ১৪ ই জুলাই, ২০১৪ রাত ৯:৫৮

রাজিব বলেছেন: ঈদ, রোজা, মোহররম এমনি অনেক ধর্মীয় অনুষ্ঠানের গান মানেই কাজী নজরুল ইসলাম।

১৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:০৫

লিরিকস বলেছেন: ধর্মীয় অনুষ্ঠানের লেখা গান গুলি সত্যিই তিনি খুব যত্ন করে লিখেছেন।

ধন্যবাদ ভাইয়া।

৪| ১৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমার কিসের শঙ্কা কোরআন আমার ডঙ্কা।
ইসলাম আমার ধর্ম মুসলিম আমার পরিচয়।। ...

আহ এত সহজ করে এত সুন্দ সাবলীলতায় এমন গভীর প্রত্যয়ী লেখা আর কে কবে লিখেছে।

সালাম জাতীয় কবিকে ..

আপনাকে ধন্যবাদ আমাদের গোল্ডফিস পরসংস্কৃতি নির্ভর মগজে রিপিট করিয়ে দেয়ায় :)

১৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৫১

লিরিকস বলেছেন:
সালাম জাতীয় কবিকে

ধন্যবাদ ভাইয়া।


ইউটিউবের যে লিংক দিয়েছি ঐ এ্যাকাউন্ট টা আমার। সময় পেলে দেখবেন।

৫| ২৬ শে জুলাই, ২০১৪ রাত ১১:১১

এহসান সাবির বলেছেন: সুন্দর।

০৩ রা আগস্ট, ২০১৪ সকাল ১১:২৯

লিরিকস বলেছেন: সালাম জাতীয় কবিকে

ধন্যবাদ ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.