|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

হেইয়াহো।
হেইয়ো হেইয়ো হেইয়ো হেইয়ো হেইয়াহো।
হেইয়ো হেইয়ো হেইয়ো হেইয়ো হেইয়াহো।
হেইয়ো হেইয়ো হেইয়ো হেইয়ো হেইয়াহো।
হেইয়াহো।
মাঝি তোর রেডিও নাই বইলা জানতেও পারলি না
আইতাছে ভাইঙ্গা এত বড় ঢেউ
সারা বাংলাদেশ জানলো মাঝি
তুই তো জানলি না রে।
মাঝি তোর রেডিও নাই বইলা জানতেও পারলি না
আইতাছে ভাইঙ্গা এত বড় ঢেউ
সারা বাংলাদেশ জানলো মাঝি
তুই তো জানলি না রে।
মাঝি তোর রেডিও নাই বইলা জানতেও পারলি না।
পইড়া খবর পত্রিকাতে
বুক ভাইসা যায় চোখের জলে
দেখতাছি যে টেলিভিশনে
ভাইসা গেছে সাগর জলে
কুকুর গরু বাছুরের মাঝে উলঙ্গ তোর দেহ খানা।
মাঝি তোর রেডিও নাই বইলা জানতেও পারলি না
আইতাছে ভাইঙ্গা এত বড় ঢেউ
সারা বাংলাদেশ জানলো মাঝি
তুই তো জানলি না রে।
মাঝি তোর রেডিও নাই বইলা জানতেও পারলি না।
দেইখা ভীষণ অবাক লাগে
বড় মানুষ বড় মুখে
তারাই নাকি বড় হোটেলে
তোর কারনেই তোরই দুঃখে
সারা রাত্রি ডিস্কো নাইচ্চা
টোকাইতাছে টাকা আনা।
মাঝি তোর রেডিও নাই বইলা জানতেও পারলি না
আইতাছে ভাইঙ্গা এত বড় ঢেউ
সারা বাংলাদেশ জানলো মাঝি
তুই তো জানলি না রে।
মাঝি তোর রেডিও নাই বইলা জানতেও পারলি না।
তোর লাশেরে নিয়া সবে
লোক দেখাইয়া কাইন্দা মরে
এক সাধারণ শিল্পী হইয়া
দুঃখ জানাই কেমন কইরা
গানের সুরে চোখের জলে শোধ হয় কি দুঃখের দেনা?
মাঝি তোর রেডিও নাই বইলা জানতেও পারলি না
আইতাছে ভাইঙ্গা এত বড় ঢেউ
সারা বাংলাদেশ জানলো মাঝি
তুই তো জানলি না রে।
মাঝি তোর রেডিও নাই বইলা জানতেও পারলি না
আইতাছে ভাইঙ্গা এত বড় ঢেউ
সারা বাংলাদেশ জানলো মাঝি
তুই তো জানলি না রে।
মাঝি তোর রেডিও নাই বইলা জানতেও পারলি না।
মাঝি তোর রেডিও নাই বইলা জানতেও পারলি না।
হেইয়াহো।
হেইয়ো হেইয়ো হেইয়ো হেইয়ো হেইয়াহো।
হেইয়ো হেইয়ো হেইয়ো হেইয়ো হেইয়াহো।
হেইয়ো হেইয়ো হেইয়ো হেইয়ো হেইয়াহো।
হেইয়াহো।
শিল্পীঃ মাকসুদুল হক
অ্যালবামঃ জোয়ার
সুরকারঃ মাকসুদুল হক
গীতিকারঃ মাকসুদুল হক
বছরঃ ১৯৯২
ব্যান্ডঃ ফিডব্যাক
গানটি নাম কেউ বলে মাঝি-৮৮, আবার কেউ বলে মাঝি-৯১, কেউ সঠিক তথ্য জানলে জানবেন।
 ১৭ টি
    	১৭ টি    	 +১/-০
    	+১/-০  ১৪ ই জুলাই, ২০১৪  দুপুর ১:০১
১৪ ই জুলাই, ২০১৪  দুপুর ১:০১
লিরিকস বলেছেন: খুব সুন্দর গান।
ইউটিউবের যে লিংক দিয়েছি ঐ এ্যাকাউন্ট টা আমার। সময় পেলে দেখবেন।
ভালো থাকুন।
২|  ১৩ ই জুলাই, ২০১৪  বিকাল ৫:২৮
১৩ ই জুলাই, ২০১৪  বিকাল ৫:২৮
নীল বরফ বলেছেন: ঐ সময় এ রকম গান গেয়েছে মাকসুদ ভাই!।ভাবলেই অবাক লাগে। গানের কথার মাঝে আমাদের অসহায়ত্ব ,অক্ষমতা আর মানবিকতা  ফুটে উঠেছে করুণভাবে।
গানটি সম্ভবত ১৯৯১ এর ভয়াবহ সামুদ্রিক ঝড়ের পরে গাওয়া।আমার ভুল হতে পারে।
হ্যাটস অফ  মাকসুদ ভাই।
  ১৪ ই জুলাই, ২০১৪  বিকাল ৩:১৬
১৪ ই জুলাই, ২০১৪  বিকাল ৩:১৬
লিরিকস বলেছেন: ঐ সময়ে গাওয়া।
খুব সুন্দর গান।
ইউটিউবের যে লিংক দিয়েছি ঐ এ্যাকাউন্ট টা আমার। সময় পেলে দেখবেন।
ভালো থাকুন। 
৩|  ১৩ ই জুলাই, ২০১৪  বিকাল ৫:৫৯
১৩ ই জুলাই, ২০১৪  বিকাল ৫:৫৯
অঘটনঘটনপটীয়সী বলেছেন: মজার গান তো!!! আগে শুনিনি। ধন্যবাদ।
  ১৪ ই জুলাই, ২০১৪  বিকাল ৩:৩০
১৪ ই জুলাই, ২০১৪  বিকাল ৩:৩০
লিরিকস বলেছেন: খুব সুন্দর গান
ভালো থাকুন। 
৪|  ১৩ ই জুলাই, ২০১৪  সন্ধ্যা  ৬:২৩
১৩ ই জুলাই, ২০১৪  সন্ধ্যা  ৬:২৩
তূর্য হাসান বলেছেন: সেই কিশোর বেলায় এই গানটি আমাকে ভীষণ আলোড়িত করেছিল। এবং এখনও...
  ১৪ ই জুলাই, ২০১৪  বিকাল ৩:৩৫
১৪ ই জুলাই, ২০১৪  বিকাল ৩:৩৫
লিরিকস বলেছেন: খুব সুন্দর গান
ভালো থাকুন। 
৫|  ১৩ ই জুলাই, ২০১৪  সন্ধ্যা  ৬:২৫
১৩ ই জুলাই, ২০১৪  সন্ধ্যা  ৬:২৫
তূর্য হাসান বলেছেন: দেইখা ভীষণ অবাক লাগে
বড় মানুষ বড় মুখে
তারাই নাকি বড় হোটেলে
তোর কারনেই তোরই দুঃখে
সারা রাত্রি ডিস্কো নাইচ্চা
টোকাইতাছে টাকা আনা।
  ১৪ ই জুলাই, ২০১৪  বিকাল ৪:০০
১৪ ই জুলাই, ২০১৪  বিকাল ৪:০০
লিরিকস বলেছেন: খুব সুন্দর কথা গুলো।
ইউটিউবের যে লিংক দিয়েছি ঐ এ্যাকাউন্ট টা আমার। সময় পেলে দেখবেন।
৬|  ১৩ ই জুলাই, ২০১৪  সন্ধ্যা  ৬:২৭
১৩ ই জুলাই, ২০১৪  সন্ধ্যা  ৬:২৭
রাজিব বলেছেন: ইউটিউব চ্যানেলের জন্য ধন্যবাদ। আমি সাবস্ক্রাইব করে নিয়েছি। ভাল লাগছে এজন্য যে আমার পছন্দের ৪০-৫০ টি বাংলা গান এক জায়গায় থাকছে। 
এই গানটি সম্পর্কে আর কি বলার আছে। যতদূর জানি জলবায়ু পরিবর্তন এর উপর সরকারের ১,০০০ কোটি টাকার ট্রাষ্ট ফান্ড বা তহবিল আছে। ৫ কোটি টাকা দিয়ে ১ লাখ রেডিও দেয়া সম্ভব মাঝিদের। উপকূল অঞ্চলে ১ লাখ মাঝিও আছে কিনা আমার সন্দেহ। 
  ১৪ ই জুলাই, ২০১৪  বিকাল ৪:৩৬
১৪ ই জুলাই, ২০১৪  বিকাল ৪:৩৬
লিরিকস বলেছেন: প্রায় প্রায় ঝড়ে তো মাঝিরা প্রান হারায়।
ভালো কথা বলেছেন।
৭|  ১৪ ই জুলাই, ২০১৪  রাত ১১:০৬
১৪ ই জুলাই, ২০১৪  রাত ১১:০৬
তারছেড়া লিমন বলেছেন: +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
  ১৫ ই জুলাই, ২০১৪  বিকাল ৪:০২
১৫ ই জুলাই, ২০১৪  বিকাল ৪:০২
লিরিকস বলেছেন: ইউটিউবের যে লিংক দিয়েছি ঐ এ্যাকাউন্ট টা আমার। সময় পেলে দেখবেন।
ভালো থাকুন। 
৮|  ১৪ ই জুলাই, ২০১৪  রাত ১১:৩৪
১৪ ই জুলাই, ২০১৪  রাত ১১:৩৪
আরজু পনি  বলেছেন: 
অনেক পছন্দের একটা গান।
বাচ্চারা সজাগ থাকলে ওদেরকেও শোনাতাম এমন অসাধারণ একটা গান।
জামাইকেও শোনাবো...তাঁরও অনেক পছন্দের গান।
অনেক অনেক ধন্যবাদ লিরিকস।
  ১৫ ই জুলাই, ২০১৪  বিকাল ৪:২৭
১৫ ই জুলাই, ২০১৪  বিকাল ৪:২৭
লিরিকস বলেছেন: খুব সুন্দর গান।
কথা গুলো একদম বাস্তব। 
বাচ্চাদের আমার স্নেহ।
ইউটিউবের যে লিংক দিয়েছি ঐ এ্যাকাউন্ট টা আমার। সময় পেলে দেখবেন।
ভালো থাকুন। 
৯|  ২৬ শে জুলাই, ২০১৪  রাত ১১:১২
২৬ শে জুলাই, ২০১৪  রাত ১১:১২
এহসান সাবির বলেছেন: মাঝি-২ টাও চাই।
  ০৩ রা আগস্ট, ২০১৪  সকাল ১১:৩১
০৩ রা আগস্ট, ২০১৪  সকাল ১১:৩১
লিরিকস বলেছেন: অবশ্যই দেওয়া হবে।
ভালো থাকুন।
©somewhere in net ltd.
১| ১৩ ই জুলাই, ২০১৪  বিকাল ৪:৫৩
১৩ ই জুলাই, ২০১৪  বিকাল ৪:৫৩
আবু শাকিল বলেছেন: অনেক অর্থবহ একটা গান...
স্যালুট মাকসুদ ভাই।