নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনুন মন ভালো রাখুন।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।

লিরিকস

সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

লিরিকস › বিস্তারিত পোস্টঃ

সব সখিরে পার করিতে নেব আনা আনা - আব্দুল আলীম ও সাবিনা ইয়াসমিন

১৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৪৭





সব সখিরে পার করিতে নেব আনা আনা

তোমার বেলায় নেব সখি তোমার কানের সোনা

সখি গো, আমি প্রেমের ঘাটের মাঝি

তোমার কাছে পয়সা নিব না।।



ও সুজন সখিরে

প্রেমের ঘাটে পারাপারে দরাদরি নাই

মনের বদল মন দিতে হয়



প্রেমের কথা জানিনা, মনের বদল করি না

পাড়ের কড়ি লইবা যদি লও



থাকো সখি ঋণী থাকো কড়ি লব না

সখি গো, আমি প্রেমের ঘাটের মাঝি

প্রেম ছাড়া প্রাণে বাঁচি না



ও ঘাটের মাঝিরে

ভূতের মুখে রাম নাম আর লইও না

লজ্জা শরম আছে কি বা নাই



রাম শাম জানি না ভূতের বাড়ি চিনি না

তোমায় সখি ঘরে নিবার চাই



তুমি বামন হইয়া চাঁদের পানে হাত বাড়াইয়ো না

বামন হইয়া চাঁদের পানে হাত বাড়াইয়ো না

মাঝি গো, ও আমি ফুলের বালা ফুলে

আমার দিকে নজর দিয়ো না



ও সুজন সখিরে

প্রেমের হাটের বেচা কেনায় কুল মান নাই

মনের বদল মন দিতে হয়



মনের মত মন মাঝি চেনা বড় দায়

আসল কি বা নকল কারে কয়



যেমন খুশি তেমন করে যাচাই করে লও

সখি গো, আমি প্রেমের ঘাটের মাঝি

মাঝ দড়িয়ায় নাও ডুবাবো।।



সব সখিরে পার করিতে নেব আনা আনা

তোমার বেলায় নেব সখি তোমার কানের সোনা

সখি গো, আমি প্রেমের ঘাটের মাঝি

তোমার কাছে পয়সা নিব না।।





আব্দুল আলীম ও সাবিনা ইয়াসমিন





সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোর













শিল্পীঃ আব্দুল আলীম ও সাবিনা ইয়াসমিন

অ্যালবামঃ সুজন সখী

সুরকারঃ খান আতাউর রহমান

গীতিকারঃ খান আতাউর রহমান (মমতাজ আলী খান)

বছরঃ ১৯৭৫









সব সখিরে পার করিতে নেব: সব সখিরে পার করিতে নেব আনা আনা -গানটি খান আতার ‘সুজন সখি’ ছবির। গানের শিল্পী আব্দুল আলীম ও সাবিনা ইয়াসমিন। কথা, সুর ও সঙ্গীত পরিচালনা খান আতাউর রহমান। চিত্রনাট্য- আমজাদ হোসেন। অভিনয় করেছেন কবরী ও ফারুক। ‘সুজন সখি’ ১৯৭৫ সালে মুক্তি পায়।



সিনেমাটি রিমেক হয়, সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোর গানটি আবার গেয়েছেন। সালমান শাহ্‌ অভিনয় করেন।







যেহেতু আমার পোস্টের প্রান সামুর ব্লগারা সেহেতু আমার চেষ্টা থাকবে তাদের পছন্দের তালিকা অনুযায়ী গান পোস্ট করবার।



ব্লগার কান্ডারি অথর্ব ভাইয়ের পছন্দের তালিকা থেকে নেওয়া হয়েছে।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:১৮

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর পোস্ট ,
সুজন সখির ঐ গানটি খুবই ভাল লাগে
আর শিল্পি আব্দুল আলীম এবং সাবিনার সুরে তো আরও অসাধারন ।

১৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১:২৫

লিরিকস বলেছেন: খুব সুন্দর গান।

ধন্যবাদ।

২| ১৫ ই জুলাই, ২০১৪ রাত ৮:০২

জাফরুল মবীন বলেছেন: +

১৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৪৬

লিরিকস বলেছেন: খুব সুন্দর গান।

ধন্যবাদ।

৩| ১৫ ই জুলাই, ২০১৪ রাত ১০:১৪

নীল সুমন বলেছেন: ভা্ই অডিও টার লিংক আছে নাকি?

১৬ ই জুলাই, ২০১৪ দুপুর ২:০১

লিরিকস বলেছেন: ভাই অডিও লিংক নাই।

অডিও গানাট আছে।

নেটে পেতে পরেন।

ধন্যবাদ।

৪| ১৬ ই জুলাই, ২০১৪ রাত ১:৫১

মামুন রশিদ বলেছেন: কান্ডারি ভাইয়ের পছন্দ সেই রকম! :)

১৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:০৭

লিরিকস বলেছেন: সেই রাম!!!
:) :) :) :) :) :)

ধন্যবাদ ভাইয়া।

৫| ১৬ ই জুলাই, ২০১৪ রাত ৮:২৯

অঘটনঘটনপটীয়সী বলেছেন: এই গানটার যুক্তিটাই আমি বুঝি না। এক আনার চাইতে কি সোনার দাম কম ছিল সেই আমলে??? নাহলে কেন বলে যে সবার থেকে আনা নিবে আর যার প্রতি প্রেম তার থেকে পয়সা না নিয়ে তার কানের সোনা নিবে!!! আমার আজ পর্যন্ত এটা মাথায় ঢুকলো না। :P :P :P

১৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৩৪

লিরিকস বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~
তাই তো, আমিও তো ভেবে দেখেনি।

সোনার দাম মনে হয় এত দাম ছিল না।

আবার অন্য রোমান্সও হতে পারে ;) ;) ;)


সখি গো, আমি প্রেমের ঘাটের মাঝি
প্রেম ছাড়া প্রাণে বাঁচি না ;) ;) ;)

৬| ১৮ ই জুলাই, ২০১৪ রাত ৩:১৩

রাজিব বলেছেন: সোনার দাম অবশ্যই এত কম ছিল না। কানের সোনা মানে হল মনে রাখার জন্য একটি স্মারক। গানটি খুবই জন প্রিয় ছিল অনেক বছর।

১৯ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:০০

লিরিকস বলেছেন: আসলে সেই সময়কার ব্যাপার গুলো অনেক ভালো ছিল।

৭| ২৫ শে জুলাই, ২০১৪ রাত ১২:১৫

কান্ডারি অথর্ব বলেছেন:


বাহ ! এইটা আমার পছন্দের গান :P

০৩ রা আগস্ট, ২০১৪ রাত ১০:৫০

লিরিকস বলেছেন: B-) B-) B-) B-) B-)

৮| ২৬ শে জুলাই, ২০১৪ রাত ১১:০৯

এহসান সাবির বলেছেন: @কান্ডারি অথর্ব

আমরা সবাই জানি......!!

;) ;)

০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ১:১৪

লিরিকস বলেছেন: ধন্যবাদ।

৯| ০৪ ঠা আগস্ট, ২০১৪ সকাল ৯:২০

কান্ডারি অথর্ব বলেছেন:

সব জান্তা শমসের নাকি সাবির ভাই ;)

০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ১:১৯

লিরিকস বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.