নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনুন মন ভালো রাখুন।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।

লিরিকস

সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

লিরিকস › বিস্তারিত পোস্টঃ

আজ পাশা খেলবো রে শ্যাম - রাধারমণ দত্ত পুরোকায়েস্ত

১৯ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৫৮





ও শ্যাম রে তোমার সনে

একেলা পাইয়াছি রে শ্যাম

এই নিঠুর বনে

আজ পাশা খেলবো রে শ্যাম



একেলা পাইয়াছি হেতা পলাইয়া যাবে কোথায় ।।

চৌদিকে ঘিরিয়ারে রাখবো ।।

সব সখি সনে

আজ পাশা খেলবো রে শ্যাম



আতর গোলাপ চন্দন মারো বন্ধের গায় ।।

ছিটাইয়া দাও ছোঁয়া চন্দন ।।

ঐ রাঙ্গা চরণে

আজ পাশা খেলবো রে শ্যাম



দীনহীন আর যাবে কোথায়

বন্ধের চরণ বিহনে ।।

রাঙ্গা চরণ মাথায় নিয়া দীন হীন কান্দে ।।

আজ পাশা খেলবো রে শ্যাম



ও শ্যাম রে তোমার সনে

একেলা পাইয়াছি রে শ্যাম

এই নিঠুর বনে

আজ পাশা খেলবো রে শ্যাম













শিল্পীঃ সেলিম চৌধুরী

সুরকারঃ রাধারমণ দত্ত পুরোকায়েস্ত

গীতিকারঃ রাধারমণ দত্ত পুরোকায়েস্ত



১৯৯৪ সালে হুমায়ূন আহমেদের টেলিভিশন নাটক 'ওয়াইজা বোর্ড' -এ সেলিম চৌধুরী গেয়েছিলেন 'আজ পাশা খেলব রে শ্যাম'। কিছু কিছু গান জনপ্রিয় করবার পিছনের কারিগর ছিলেন হুমায়ূন আহমেদে।

বিনম্র শ্রদ্ধা রইল। (ইন্টারনেট)







মন্তব্য ১৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৪২

পরিবেশ বন্ধু বলেছেন: ও শ্যাম রে তোমার সনে
একেলা পাইয়াছি রে শ্যাম
এই নিঠুর বনে
আজ পাশা খেলবো রে শ্যাম

গ্রাম্বাংলার চিরায়িত লোকসঙ্গীত
গানটি ভাল লাগে এবং খুবই জনপ্রিয় ।

২০ শে জুলাই, ২০১৪ সকাল ১১:১৭

লিরিকস বলেছেন: খুব সুন্দর গান।

ধন্যবাদ।

২| ১৯ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৪৫

মামুন রশিদ বলেছেন: লাইক লাইক :)


ছোঁয়া চন্দন ! (সিলেটে ছ এর উচ্চারণ স এর মত )

২০ শে জুলাই, ২০১৪ সকাল ১১:১৯

লিরিকস বলেছেন: ঠিক করা দিয়েছি ভাইয়া।

:) :) :) :) :) :) :) :) :) :) :)

৩| ১৯ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: আজ পাশা খেলবো রে শ্যাম ..................................

আমাদের শেকড় সংগীত।

২০ শে জুলাই, ২০১৪ সকাল ১১:২৮

লিরিকস বলেছেন: মন্তব্য ভালোলাগা।

ভালো থাকুন।

৪| ১৯ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৩১

তূর্য হাসান বলেছেন: আপনার আসলে তুলনা নাই। এত সুন্দর একটা গান এতদিন ভুলে ছিলাম!!!

ও শ্যাম রে তোমার সনে...

২০ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৩৭

লিরিকস বলেছেন: মন্তব্য ভালোলাগা।

ভালো থাকুন।

৫| ২০ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:২২

জাফরুল মবীন বলেছেন: সুপার লাইক+++++++

২০ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৩৪

লিরিকস বলেছেন: খুব সুন্দর গান।

ধন্যবাদ।

৬| ২১ শে জুলাই, ২০১৪ রাত ১২:২৫

গানচিল বলেছেন: গানটা রাধারমনের নয়। হবিগঞ্জের জনৈক গীতিকারের (নামটা এই মূহুর্তে মনে পড়ছেনা) লেখা উক্ত গানটা সেলিম চৌধুরী গানটা গেয়ে হৈচৈ ফেলে দিলে শিল্পী "পলাশ"ও গানটা পাওয়ার লোভ সংবরন করতে পারেন নাই।তাই হবিগঞ্জে গিয়ে গীতিকারের কাছ থেকে অনুমতি নিয়ে গানটা আবার রেকর্ড করেন ,যেটা পরবর্তীতে একটা বাংলা ছবিতেও সংযোজন করা হয়েছিল।
এখানে আরেকটা কথা উল্লেখ করা প্রয়োজন রাধারমনের প্রায় সব গানের শেষে "ভাইবে রাধারমন বলে"- কথাটা থাকবেই।
৯০' এর আগ পর্য্যন্ত বাংলাদেশের সর্বত্র উনার লেখা গানের ব্যাপক পরিচিতি না থাকলেও সিলেট অঞ্চলে, (বিশেষ করে গ্রামাঞ্চলে ) উনার বিভিন্ন গানের পরিচিতি বা জনপ্রিয়তা সূদুর অতীত থেকেই বর্তমান।সৌভাগ্যক্রমে আমি নিজেও রাধারমনের এলাকার লোক।

২১ শে জুলাই, ২০১৪ সকাল ১১:২০

লিরিকস বলেছেন: তাহলে কি করব? উনার নাম কই পাবো? ওখানে এডিট করে ফাকা রাখব?

প্লিজ একটা কিছু সাজেস্ট করেন।

৭| ২১ শে জুলাই, ২০১৪ রাত ৯:৫০

রাজিব বলেছেন: গানচিল আপনাকে অনেক ধন্যবাদ মুল্যবান তথ্য দেয়ার জন্য। সেই সঙ্গে প্রয়াত হুমায়ূন আহমেদকেও ধন্যবাদ গানটি জনপ্রিয় করার জন্য।

০৩ রা আগস্ট, ২০১৪ রাত ১০:৩২

লিরিকস বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাইয়া।

৮| ২৫ শে জুলাই, ২০১৪ রাত ১১:৫৭

এহসান সাবির বলেছেন: চলুক!

০৩ রা আগস্ট, ২০১৪ রাত ১০:৫৯

লিরিকস বলেছেন: ধন্যবাদ

৯| ০৯ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩৪

অঘটনঘটনপটীয়সী বলেছেন: আমার খুব পছন্দ গানটা।

১০ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩৪

লিরিকস বলেছেন: মন্তব্য ভালোলাগা।

ভালো থাকুন।

১০| ২২ শে জুন, ২০১৫ সকাল ১০:৫০

লালশাপলা বলেছেন: গানটি রাধা রমণের . এ তথ্য কে দিলো. ? নিশ্চিত না হয়ে এভাবে ভুল তথ্য দেয়া কী ঠিক হলো ?
এ গানেই দুবার এর গীতিকারের নাম রয়েছে। মহাকবি সৈয়দ সুলতান, কোরেশী মাগন, প্রমুখের অধঃস্তন বংশধর সৈয়দ আব্দুন নুর হোসেনী চিশতী যিনি দীনহীন নামে পরিচিত তাঁর লেখা এ গান, গানেই বলা আছে-
দিনহীন আর যাবে কোথা, বন্ধের চরণ বিহনে
রাঙা চরণ মাথায় নিয়া দিনহীনে কান্দে ।।
হবিগঞ্জ সদরের অন্তর্গত সুলতানশী হাবেলী তে জন্ম গ্রহণ করেন। শাহজালাল (রহঃ) এঁর সিপাহসালার সৈয়দ নাসির উদ্দীনের বংশধর দিনহীন ( ১২৬১-১৩২৫ বাংলা) একশত বছর আগেই গত হয়েছেন, তাই গানচিলের দেয়া তথ্য সঠিক নয়। হবিগঞ্জে গিয়ে কোন শিল্পীর পক্ষেই এখন আর গীতিকারের অনুমতি নেয়া সম্ভব নয় ।
আশা করি গানের যথার্থ গীতিকারের নাম প্রতিস্থাপিত হবে, সেইসাথে রাধারমনের নামে গানটি তুলে ধরার একটা কারণ ও জানতে পারলে বিভ্রান্তি কিভাবে আসে তা বুঝতে আমাদের পক্ষে সহায়ক হবে। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.