|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

দুই ভুবনের দুই বাসিন্দা বন্ধু চিরকাল
রেললাইন বহে সমান্তরাল
বহে সমান্তরাল…।।
পিরিতের ঘর বানাইয়া অন্তরের ভিতর
দুই দিগন্তে রইলাম দুইজন
সারা জীবন ভর
হইলো না তো সুখের মিলন
হইলো না শুকসারির দর্শন
এমনই কপাল
রেললাইন বহে সমান্তরাল
বহে সমান্তরাল
নয়নের জল শুকাইয়া বিচ্ছেদের অনল
এই অন্তরে অন্তর জ্বালা বাড়াইলো কেবল ।।
হইলো না তো মিলন সাধন
চিনলো না মনের বান্ধন
এমনই আড়াল
দুই ভুবনের দুই বাসিন্দা বন্ধু চিরকাল
রেললাইন বহে সমান্তরাল
বহে সমান্তরাল
মলয় কুমার গাঙ্গুলী
 
শিল্পীঃ দিলরুবা খান
অ্যালবামঃ একদিন যখন
সুরকারঃ শাহ নেওয়াজ
গীতিকারঃ নজরুল ইসলাম বাবু
বছরঃ ১৯৮৬
১৯৮৬ সালে বিটিভিতে প্রচারিত "সুবর্ণা মোস্তফা ও হুমায়ুন ফরীদি অভিনীত "একদিন যখন" নাটকের জন্য গানটা তৈরী হয়েছিল 
মলয় কুমার গাঙ্গুলীর কন্ঠেও একই গান নাটকে ছিল।
 ১৮ টি
    	১৮ টি    	 +৪/-০
    	+৪/-০  ২০ শে জুলাই, ২০১৪  বিকাল ৩:৫৪
২০ শে জুলাই, ২০১৪  বিকাল ৩:৫৪
লিরিকস বলেছেন: সালমার গানটা আমার কাছে নাই। আপনার কাছে থাকলে আমাকে দিতে পারেন।
২|  ২০ শে জুলাই, ২০১৪  বিকাল ৩:৫৯
২০ শে জুলাই, ২০১৪  বিকাল ৩:৫৯
জাফরুল মবীন বলেছেন: +
  ২১ শে জুলাই, ২০১৪  সকাল ১১:৩৬
২১ শে জুলাই, ২০১৪  সকাল ১১:৩৬
লিরিকস বলেছেন: অনেক ধন্যবাদ।
ভালো থাকুন।
৩|  ২০ শে জুলাই, ২০১৪  বিকাল ৪:২৯
২০ শে জুলাই, ২০১৪  বিকাল ৪:২৯
আদম_ বলেছেন: এখন কার গিতিকার সুরকার শিল্পিরা এমন গান লেখতে পারেনা কেন?
  ২১ শে জুলাই, ২০১৪  সকাল ১১:৪২
২১ শে জুলাই, ২০১৪  সকাল ১১:৪২
লিরিকস বলেছেন: আজ কাল যে কি সব গান হয়
  
   
   
   
 
কত সুন্দর ছিল কথা ও সুর।
ধন্যবাদ।
৪|  ২০ শে জুলাই, ২০১৪  সন্ধ্যা  ৭:৫৭
২০ শে জুলাই, ২০১৪  সন্ধ্যা  ৭:৫৭
তূর্য হাসান বলেছেন: দিলরুবার কণ্ঠে গানটি আসলেই সুন্দর।
  ২১ শে জুলাই, ২০১৪  সকাল ১১:৪৮
২১ শে জুলাই, ২০১৪  সকাল ১১:৪৮
লিরিকস বলেছেন: আপনার প্রো পিকের ছবিটা আমাকে দিন তো, আমি ফেবুর কাভার ফটো বানাবো।
যদি আপনি অনুমতি দেন।
৫|  ২০ শে জুলাই, ২০১৪  রাত ৯:৫০
২০ শে জুলাই, ২০১৪  রাত ৯:৫০
প্রবাসী পাঠক বলেছেন: এই গানটা মনে হয় সর্ব প্রথম মলয় কুমার গাঙ্গুলি গায়। মলয় গাঙ্গুলির এবং দিলরুবা খানের গাওয়া গানের মধ্যে সুরের কিছুটা পার্থক্য আছে। তবে আমার কাছে দিলরুবা খানের গানটাই বেশি ভালো লাগে।
  ২১ শে জুলাই, ২০১৪  সকাল ১১:৫১
২১ শে জুলাই, ২০১৪  সকাল ১১:৫১
লিরিকস বলেছেন: ভাইয়া আপনার এই তথ্য আমি আপডেট করে দেব।
শুভেচ্ছা।
৬|  ২১ শে জুলাই, ২০১৪  রাত ১২:৪১
২১ শে জুলাই, ২০১৪  রাত ১২:৪১
গানচিল বলেছেন: আমার প্রিয় গানগুলোর একটি।ফরিদী /সুবর্না অভিনীত ১৯৮৬ সালের "একদিন যখন নাটক" এর গান। মলয় কুমার গাঙ্গুলীর কন্ঠেও একই গান নাটকে ছিল।
যাইহোক, দিলরুবার কন্ঠে গানটার এই ভার্সানটা কিন্তু ভাল লাগে নাই।মূল গানটাই কিন্তু অনেক শ্রুতিমধুর।শুনে দেখুন কেমন লাগে
http://www.youtube.com/watch?v=Up5u6SaGzFM
http://www.youtube.com/watch?v= 
মলয় কুমার গাঙ্গুলীর কন্ঠেও শুনুন
http://www.youtube.com/watch?v=Dq4v86QPfxY&list=UUX1FsD-JkoWOAzCgY9PhWIQ
http://www.youtube.com/watch?v= 
  ২১ শে জুলাই, ২০১৪  দুপুর ১২:১৯
২১ শে জুলাই, ২০১৪  দুপুর ১২:১৯
লিরিকস বলেছেন: প্রথমে শুভেচ্ছা। শুভেচ্ছা। শুভেচ্ছা। আমার এখানে আসার জন্য শুভেচ্ছা। 
আসলে নাটক টা আমি দেখিনি, শুনেছি ভালো। 
আমার আব্বা আম্মার তখন বিয়ে হয়েছে মাত্র  
 
আমি দিল দিলরুবার কন্ঠে শুনেছিলাম। 
পুরুষ কন্ঠের গানটাও সুন্দর।
ইউটিউবের লিংক নিয়ে আপনাকে কিছু লিখব।
এই পোস্ট আমি আপডেট করে দিয়েছি।
৭|  ২১ শে জুলাই, ২০১৪  রাত ৯:৪০
২১ শে জুলাই, ২০১৪  রাত ৯:৪০
রাজিব বলেছেন: গানটি অনেকটা যেন হুমায়ূন ফরিদি আর সুবর্না মুস্তফার জীবন কাহিনী।
  ০৩ রা আগস্ট, ২০১৪  রাত ৯:৪১
০৩ রা আগস্ট, ২০১৪  রাত ৯:৪১
লিরিকস বলেছেন: নাটকটা আমি দেখি নাই ভাইয়া।
৮|  ২৫ শে জুলাই, ২০১৪  রাত ১১:৫৬
২৫ শে জুলাই, ২০১৪  রাত ১১:৫৬
এহসান সাবির বলেছেন: দারুন।
  ০৩ রা আগস্ট, ২০১৪  রাত ১০:০২
০৩ রা আগস্ট, ২০১৪  রাত ১০:০২
লিরিকস বলেছেন: অনেক ধন্যবাদ।
৯|  ০৯ ই আগস্ট, ২০১৪  দুপুর ১২:৩৮
০৯ ই আগস্ট, ২০১৪  দুপুর ১২:৩৮
অঘটনঘটনপটীয়সী বলেছেন: অনেকদিন পর এলাম ব্লগে। অনেক অনেক পোস্ট আপডেট হয়ে গিয়েছে দেখি আপনার। বেশ, চালিয়ে যান। শুভকামনা।
  ১০ ই আগস্ট, ২০১৪  দুপুর ১২:২৪
১০ ই আগস্ট, ২০১৪  দুপুর ১২:২৪
লিরিকস বলেছেন: আপনাকে আমি মিস করি আপু।
©somewhere in net ltd.
১| ২০ শে জুলাই, ২০১৪  দুপুর ২:৩৫
২০ শে জুলাই, ২০১৪  দুপুর ২:৩৫
ইমতিয়াজ ১৩ বলেছেন: আমার এক নয়ন তো দেখে নারে অন্য নয়ন ।