নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনুন মন ভালো রাখুন।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।

লিরিকস

সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

লিরিকস › বিস্তারিত পোস্টঃ

আল্লাহতে যার পূর্ণ ঈমান - (ইসলামিক সংগীত/হামদ/নাত/গজল) - নজরুল গীতি

২১ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৮





আল্লাহতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান।

কোথা সে আরি অভেদ যাহার জীবন- মৃত্যু- জ্ঞান।।



যার মুখে শুনি তওহিদের কালাম

ভয়ে মৃত্যুও করিত সালাম।



যার দ্বীন দ্বীন রবে কাঁপিত দুনিয়া

জ্বীন পরী ইনসান।।



স্ত্রী- পুত্ররে আল্লারে সঁপি জেহাদে যে নির্ভীক

সেহে কোরবানী দিত প্রান হায়! আজ তারা মাগে বিখ।



কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া

ত্রিভুবনে ভয় করিত না যারা।



আজাদ করিতে এসেছিল যারা

সাথে ল’য়ে কোরআন।।















সুরকারঃ কাজী নজরুল ইসলাম

গীতিকারঃ কাজী নজরুল ইসলাম







ব্লগার

'আমি স্বর্নলতা'

অনুরোধ করেছিলেন রমজান মাসে কিছু ইসলামিক সংগীত/হামদ/নাত/গজল দেবার জন্য।











৯৯ টি সুন্দর গান

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৪৩

ইমতিয়াজ ১৩ বলেছেন: কাজী নজরুল ইসলাম এর গান বা কবিতায় ভাষার ব্যবহার খুব উচ্চ পর্যায়ের।


আপনাকে আরো একটি ধন্যপ্রদান।

০২ রা আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪৪

লিরিকস বলেছেন: কাজী নজরুল ইসলাম এর গান বা কবিতায় ভাষার ব্যবহার খুব উচ্চ পর্যায়ের।

১০০ ভাগ একমত।

২| ২১ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৫৯

বংশী নদীর পাড়ে বলেছেন: এই গজল/হামদ সংগীতটি আমার অনেক প্রিয়। আসলেই আমাদের ঈমানের আজ অনেক অভাব দেখা দিয়েছে। আল্লাহ প্রতি আমাদের পূর্ন বিশ্বাস আসলে নাই।

আমার নিজের লেখা ৬৫টি গানের এই সংকলনটিও উপহার রইলো। ধন্যবাদ।

০২ রা আগস্ট, ২০১৪ বিকাল ৫:০৩

লিরিকস বলেছেন: মন্তব্যে ভালোলাগা।


ভালো থাকুন।

৩| ২১ শে জুলাই, ২০১৪ রাত ৯:১২

জাফরুল মবীন বলেছেন: মন ছুঁয়ে গেল,প্রাণ ভরে গেল।পোষ্টে অগণিত প্লাস +++++++................

০২ রা আগস্ট, ২০১৪ রাত ১০:৫৮

লিরিকস বলেছেন: আপনাকে অনেক অনেক শুভেচ্ছা।

ভালো থাকুন।

৪| ২১ শে জুলাই, ২০১৪ রাত ৯:৩৭

রাজিব বলেছেন: গানটির কথা খুব সুন্দর। নজরুলের স্বপ্ন ছিল তার কবিতায় গানে বাঙালিরা জেগে উঠবে এবং ভারতকে স্বাধীন করতো। গানটি ধর্মীয় গান হলেও এর মধ্যে তৎকালীন মুসলিমদের স্বাধীনতার জন্য জেগে ওঠার আহ্বান রয়েছে। সুন্দর গানটির জন্য আবারো ধন্যবাদ।
আশা করি নজরুলের এই গানটিতে অনেকেই কমেন্ট করবেন।

০৩ রা আগস্ট, ২০১৪ সকাল ১০:৫১

লিরিকস বলেছেন: কাজী নজরুল ইসলাম এর গান বা কবিতায় ভাষার ব্যবহার খুব উচ্চ পর্যায়ের।

৫| ২২ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৫৪

তূর্য হাসান বলেছেন: মনে বড় আশা ছিল যাবো মদিনায়....

০৩ রা আগস্ট, ২০১৪ সকাল ১১:০০

লিরিকস বলেছেন: এটা তো আমি আগেই পোস্ট দিয়েছি।


ধন্যবাদ ভাইয়া।

৬| ২৫ শে জুলাই, ২০১৪ রাত ১১:৫৫

এহসান সাবির বলেছেন: সুন্দর শেয়ার।

০৩ রা আগস্ট, ২০১৪ সকাল ১১:০৬

লিরিকস বলেছেন: কাজী নজরুল ইসলাম এর গান বা কবিতায় ভাষার ব্যবহার খুব উচ্চ পর্যায়ের।

৭| ০৯ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪১

অঘটনঘটনপটীয়সী বলেছেন: সুন্দর গান।

১০ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:২২

লিরিকস বলেছেন: আপনাকে অনেক অনেক শুভেচ্ছা।

ভালো থাকুন।

৮| ১০ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: আজ শত বছর পরেও নজরুলের আহবান যেন সজীব!!!

আমরা যে আজো মরে আছি! জাগতে গেলেই কয় জংগী :P

কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া
ত্রিভুবনে ভয় করিত না যারা।

আজাদ করিতে এসেছিল যারা
সাথে ল’য়ে কোরআন।।

সেই নির্ভয়, বিশ্ব নাগরিক বিশ্ব নেতা মুসলমানদের মাঝে জেগে উঠুক বিশ্ব শান্তির জন্য।

১০ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:১৬

লিরিকস বলেছেন: আপনাকে অনেক অনেক শুভেচ্ছা।

ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.