|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

আমি বাবা মায়ের শত আদরের মেয়ে
আমি বড় হই, সকলেরভালবাসা নিয়ে
আমার দুচোখে অনেক স্বপ্ন থাকে
আমি পড়ালেখা শিখতে চাই।
যদি চারদেয়ালের মাঝে কাটে সারা জীবন
তাহলে থাকবো, শুধু বোঝা হয়ে
শিক্ষা আমায় মুক্তি দেবে,
মুক্তি দেবে...
আমি তো কালকের খুশি আর আশা
আমারও তো সাধ আছে, আছে অভিলাষা
ঘরে বেঁধে রেখো না, নিয়ে যাও এগিয়ে...
আমি বাবা মায়ের শত আদরের মেয়ে
আমি বড় হই, সকলেরভালবাসা নিয়ে
আমার দুচোখে অনেক স্বপ্ন থাকে
আমি পড়ালেখা শিখতে চাই। 
শিল্পীঃ টীনা সানী/ সুষমা শ্রেষ্টা
এ্যালবামঃ মীনা কার্টুন বাংলা
সুরকারঃ রাজীব কেঁকরা/ ধীরাজ/ রঘুনাথ 
গীতিকারঃ ফারুক কায়সার/ আশরাফ মাহমুদ
মীনা কন্ঠঃ ফারজানা চৌধুরী শম্পা
মিঠুঃ কামাল আহসান বিপুল
কেউ বলে এই গানটি টীনা সানী গেয়েছেন, কেউ বলে সুষমা শ্রেষ্টা গেয়েছেন, তবে সুষমা শ্রেষ্টা বাচ্চাদের গান গেয়ে থাকেন। সুরকার তিন জনের কেউ একজন। 
ব্লগার তূর্য হাসান   ভাইয়ের পছন্দের তালিকা থেকে নেওয়া হয়েছে। 
 ৩২ টি
    	৩২ টি    	 +৪/-০
    	+৪/-০  ২৭ শে জুলাই, ২০১৪  বিকাল ৪:০৩
২৭ শে জুলাই, ২০১৪  বিকাল ৪:০৩
লিরিকস বলেছেন: আপনার বাবু কে আদর।
২|  ২২ শে জুলাই, ২০১৪  বিকাল ৩:৪১
২২ শে জুলাই, ২০১৪  বিকাল ৩:৪১
তারছেড়া লিমন বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++
  ২৭ শে জুলাই, ২০১৪  বিকাল ৫:০৭
২৭ শে জুলাই, ২০১৪  বিকাল ৫:০৭
লিরিকস বলেছেন: ভাইয়া কেমন আছেন?
৩|  ২২ শে জুলাই, ২০১৪  বিকাল ৩:৪৯
২২ শে জুলাই, ২০১৪  বিকাল ৩:৪৯
জাফরুল মবীন বলেছেন: 
অবাক বিষ্ময়ে চোখ দুটো চেয়ে আছে আমার
লিরিকস মেলে ধরেছে লিরিকসের সম্ভার!
  ০২ রা আগস্ট, ২০১৪  দুপুর ২:৫৬
০২ রা আগস্ট, ২০১৪  দুপুর ২:৫৬
লিরিকস বলেছেন: মন্তব্যে অনেক ভালোলাগা ভাইয়া।
ভালো থাকুন।
৪|  ২২ শে জুলাই, ২০১৪  বিকাল ৪:০৫
২২ শে জুলাই, ২০১৪  বিকাল ৪:০৫
তূর্য হাসান বলেছেন: অ-নে-ক অ-নে-ক ধন্যবাদ।
  ০২ রা আগস্ট, ২০১৪  বিকাল ৩:০৩
০২ রা আগস্ট, ২০১৪  বিকাল ৩:০৩
লিরিকস বলেছেন: এই গান টা তো আপনার জন্যই খুঁজে বের করা।
৫|  ২২ শে জুলাই, ২০১৪  বিকাল ৪:০৭
২২ শে জুলাই, ২০১৪  বিকাল ৪:০৭
তূর্য হাসান বলেছেন: FBর কভারের ছবি পেয়েছেন। দেখার অনুমতি পাব?
  ০২ রা আগস্ট, ২০১৪  বিকাল ৩:১০
০২ রা আগস্ট, ২০১৪  বিকাল ৩:১০
লিরিকস বলেছেন: আমি কাভার ফটো হিসাবে ওটা দিয়েছি।
ভালোলাগা।
৬|  ২২ শে জুলাই, ২০১৪  বিকাল ৪:২৬
২২ শে জুলাই, ২০১৪  বিকাল ৪:২৬
কিয়ামওুলাহ বলেছেন: আবাক করা একটা কবিতা , খুব ভালো লাগলো
  ০২ রা আগস্ট, ২০১৪  বিকাল ৩:২০
০২ রা আগস্ট, ২০১৪  বিকাল ৩:২০
লিরিকস বলেছেন:  মন্তব্যে ভালোলাগা। 
ভালো থাকুন।  
৭|  ২২ শে জুলাই, ২০১৪  রাত ১১:২৫
২২ শে জুলাই, ২০১৪  রাত ১১:২৫
রাজিব বলেছেন: বাংলাদেশে মেয়েদের অগ্রগতির পেছনে মিনা কার্টুনের অবদান রয়েছে। খুব সুন্দর করে অনেক কঠিন বিষয় উপস্থাপন করা হয়েছে প্রতিটি পর্বে। গানটির জন্য আপনাকে এবং ব্লগার তূর্য হাসান ভাই ধন্যবাদ।
  ০২ রা আগস্ট, ২০১৪  বিকাল ৪:১৭
০২ রা আগস্ট, ২০১৪  বিকাল ৪:১৭
লিরিকস বলেছেন: আপনাকেও ধন্যবাদ সব সময় পাশে থাকবার জন্য।
৮|  ২৫ শে জুলাই, ২০১৪  রাত ১২:১৬
২৫ শে জুলাই, ২০১৪  রাত ১২:১৬
কান্ডারি অথর্ব বলেছেন: 
হে হে হে হে   
   
   গানটা আমি মাঝে মধ্যে মনের ভুলে গেয়ে ফেলি কেন জানিনা
 গানটা আমি মাঝে মধ্যে মনের ভুলে গেয়ে ফেলি কেন জানিনা    
 
  ০২ রা আগস্ট, ২০১৪  বিকাল ৫:০২
০২ রা আগস্ট, ২০১৪  বিকাল ৫:০২
লিরিকস বলেছেন: গানটা বলার সময় মেয়ের জায়গাই ছেলে 
আমি বাবা মায়ের শত আদরের (মেয়ে) ছেলে। 
মন্তব্যে ভালোলাগা।
ভালো থাকুন। 
৯|  ২৫ শে জুলাই, ২০১৪  রাত ১১:৫৫
২৫ শে জুলাই, ২০১৪  রাত ১১:৫৫
এহসান সাবির বলেছেন: সুপার লাইক!
  ০৩ রা আগস্ট, ২০১৪  রাত ৮:৪৭
০৩ রা আগস্ট, ২০১৪  রাত ৮:৪৭
লিরিকস বলেছেন: মন্তব্যে ভালোলাগা।
ভালো থাকুন। 
১০|  ২৬ শে জুলাই, ২০১৪  রাত ১২:১৮
২৬ শে জুলাই, ২০১৪  রাত ১২:১৮
মনিরা সুলতানা বলেছেন: কি অপূর্ব সঙ্গীত
  ০৩ রা আগস্ট, ২০১৪  রাত ৯:০৩
০৩ রা আগস্ট, ২০১৪  রাত ৯:০৩
লিরিকস বলেছেন:  মন্তব্যে ভালোলাগা।
ভালো থাকুন। 
১১|  ২৭ শে জুলাই, ২০১৪  সকাল ১১:১২
২৭ শে জুলাই, ২০১৪  সকাল ১১:১২
জাহাঙ্গীর.আলম বলেছেন: 
+
  ০৩ রা আগস্ট, ২০১৪  রাত ১০:০৫
০৩ রা আগস্ট, ২০১৪  রাত ১০:০৫
লিরিকস বলেছেন: মন্তব্যে ভালোলাগা।
ভালো থাকুন। 
১২|  ০১ লা আগস্ট, ২০১৪  সকাল ১১:০২
০১ লা আগস্ট, ২০১৪  সকাল ১১:০২
এম.ডি অভ্র বলেছেন: গান টি এখন্ও আমার খুব প্রিয়
  ০৩ রা আগস্ট, ২০১৪  রাত ১০:৩৩
০৩ রা আগস্ট, ২০১৪  রাত ১০:৩৩
লিরিকস বলেছেন: আমারও!
১৩|  ০১ লা আগস্ট, ২০১৪  সকাল ১১:০৯
০১ লা আগস্ট, ২০১৪  সকাল ১১:০৯
অপ্সরা বলেছেন: আমার তো কলিজার টুকরা গান ছিলো এটা।
  ০৬ ই আগস্ট, ২০১৪  বিকাল ৩:৪৫
০৬ ই আগস্ট, ২০১৪  বিকাল ৩:৪৫
লিরিকস বলেছেন: আমারও! 
১৪|  ০২ রা আগস্ট, ২০১৪  বিকাল ৪:৪৪
০২ রা আগস্ট, ২০১৪  বিকাল ৪:৪৪
বেকার সব ০০৭ বলেছেন: আমার শুনা সেরা ১০টা গানের মধ্যে এইটা একটা 
আমি মাঝে মধ্যে এই গানটা আমার মা কে গেয়ে শুনাই
গানটা বলার সময় মেয়ের জায়গাই ছেলে বলি 
আমি বাবা মায়ের শত আদরের (মেয়ে) ছেলে। 
  ০৬ ই আগস্ট, ২০১৪  বিকাল ৩:৫৭
০৬ ই আগস্ট, ২০১৪  বিকাল ৩:৫৭
লিরিকস বলেছেন: মন্তব্যে ভালোলাগা।
ভালো থাকুন। 
১৫|  ০৬ ই আগস্ট, ২০১৪  বিকাল ৪:৪৭
০৬ ই আগস্ট, ২০১৪  বিকাল ৪:৪৭
টুং টাং বলেছেন: অনেক আপন একটা গান। 
আরেকটা গানের লিরিক্স পারলে দিয়েন , গানটা অনেক শুনতাম আর জোরে জোরে গাইতাম ,
" আজকের শিশু 
পৃথিবীর আলোয় আসেছে 
আমরা তারতরে 
একটি সাজানো বাগান চাই 
আজকের শিশু"
  ১১ ই আগস্ট, ২০১৪  বিকাল ৫:২৬
১১ ই আগস্ট, ২০১৪  বিকাল ৫:২৬
লিরিকস বলেছেন: মন্তব্যে ভালোলাগা।
গানটি দেবার চেষ্টা করব।
ভালো থাকুন। 
১৬|  ০৯ ই আগস্ট, ২০১৪  দুপুর ১২:৫২
০৯ ই আগস্ট, ২০১৪  দুপুর ১২:৫২
অঘটনঘটনপটীয়সী বলেছেন: গানটা এখনো শুনতে ভাল লাগে।
  ১১ ই আগস্ট, ২০১৪  বিকাল ৫:৩০
১১ ই আগস্ট, ২০১৪  বিকাল ৫:৩০
লিরিকস বলেছেন: আমারও! 
©somewhere in net ltd.
১| ২২ শে জুলাই, ২০১৪  দুপুর ১:৩৪
২২ শে জুলাই, ২০১৪  দুপুর ১:৩৪
ইমতিয়াজ ১৩ বলেছেন: পিচ্ছি থাকতে আমি শুনেছি আর এখন আমার পিচ্ছিও শুনে।