|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

আগে কি সুন্দর দিন কাটাইতাম
আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম
গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান
মিলিয়া বাউলা গান আর মুর্শিদি গাইতাম
হিন্দু বাড়িতে যাত্রা গান হইত
নিমন্ত্রণ দিত আমরা যাইতাম
জারি গান, বাউল গান
আনন্দের তুফান
গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম
বর্ষা যখন হইত,
গাজির গান আইত,
রংগে ঢংগে গাইত
আনন্দ পাইতাম ।।
কে হবে মেম্বার,
কে বা গ্রাম সরকার
আমরা কি তার খবরও লইতাম ।।
হায়রে আমরা কি তার খবরও লইতাম
আগে কি সুন্দর দিন কাটাইতাম ।।
বিবাদ ঘটিলে
পঞ্চায়েতের বলে
গরীব কাংগালে
বিচার পাইতাম ।।
মানুষ ছিল সরল
ছিল ধর্ম বল ।।
এখন সবাই পাগল
বড়লোক হইতাম ।।
আগে কি………
করি ভাবনা
সেই দিন আর পাব নাহ
ছিল বাসনা সুখি হইতাম ।।
দিন হতে দিন
আসে যে কঠিন
করিম দীনহীন কোন পথে যাইতাম
আগে কি সুন্দর দিন কাটাইতাম….
সুরকারঃ শাহ আব্দুল করিম
গীতিকারঃ শাহ আব্দুল করিম
ব্লগার রাজিব   ভাইয়ের পছন্দের তালিকা থেকে নেওয়া হয়েছে। 
 ২১ টি
    	২১ টি    	 +৬/-০
    	+৬/-০  ০২ রা আগস্ট, ২০১৪  বিকাল ৩:২৪
০২ রা আগস্ট, ২০১৪  বিকাল ৩:২৪
লিরিকস বলেছেন: বাউল সম্রাট শাহ্ আব্দুল করিমের প্রতি শ্রদ্ধা।
২|  ২৭ শে জুলাই, ২০১৪  বিকাল ৫:৪৮
২৭ শে জুলাই, ২০১৪  বিকাল ৫:৪৮
প্রোফেসর শঙ্কু বলেছেন: চমৎকার কাজ।
  ০২ রা আগস্ট, ২০১৪  বিকাল ৫:১১
০২ রা আগস্ট, ২০১৪  বিকাল ৫:১১
লিরিকস বলেছেন: বাউল সম্রাট শাহ্ আব্দুল করিমের প্রতি শ্রদ্ধা।
৩|  ২৭ শে জুলাই, ২০১৪  রাত ৮:৩৫
২৭ শে জুলাই, ২০১৪  রাত ৮:৩৫
ইলি বিডি বলেছেন: প্রিয় তে নিলাম।
  ০২ রা আগস্ট, ২০১৪  বিকাল ৫:২৭
০২ রা আগস্ট, ২০১৪  বিকাল ৫:২৭
লিরিকস বলেছেন: বাউল সম্রাট শাহ্ আব্দুল করিমের প্রতি শ্রদ্ধা।
৪|  ২৭ শে জুলাই, ২০১৪  রাত ৯:২৮
২৭ শে জুলাই, ২০১৪  রাত ৯:২৮
প্রবাসী পাঠক বলেছেন: বাংলা গানের জগতে শাহ আব্দুল করিম এক উজ্জ্বল নক্ষত্রের নাম। 
ঈদ মোবারক লিরিকস। 
  ০২ রা আগস্ট, ২০১৪  রাত ১১:০১
০২ রা আগস্ট, ২০১৪  রাত ১১:০১
লিরিকস বলেছেন: বাউল সম্রাট শাহ্ আব্দুল করিমের প্রতি শ্রদ্ধা।
৫|  ২৭ শে জুলাই, ২০১৪  রাত ১১:১৮
২৭ শে জুলাই, ২০১৪  রাত ১১:১৮
আরজু পনি  বলেছেন: 
পড়তে পড়তে নিজেই গাওয়া শুরু করেছি...দারুন শেয়ার।
  ০২ রা আগস্ট, ২০১৪  রাত ১১:১৬
০২ রা আগস্ট, ২০১৪  রাত ১১:১৬
লিরিকস বলেছেন: বাউল সম্রাট শাহ্ আব্দুল করিমের প্রতি শ্রদ্ধা।
৬|  ২৮ শে জুলাই, ২০১৪  রাত ১২:০৩
২৮ শে জুলাই, ২০১৪  রাত ১২:০৩
কান্ডারি অথর্ব বলেছেন: 
আগে কি সুন্দর দিন কাটাইতাম   
 
  ০২ রা আগস্ট, ২০১৪  রাত ১১:৩৫
০২ রা আগস্ট, ২০১৪  রাত ১১:৩৫
লিরিকস বলেছেন:   
   
   
   
   
  
বাউল সম্রাট শাহ্ আব্দুল করিমের প্রতি শ্রদ্ধা। 
৭|  ২৮ শে জুলাই, ২০১৪  রাত ৩:১৩
২৮ শে জুলাই, ২০১৪  রাত ৩:১৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব প্রিয় একটা গান! অসাধারন সব কথা!
  ০৩ রা আগস্ট, ২০১৪  সকাল ১১:৫০
০৩ রা আগস্ট, ২০১৪  সকাল ১১:৫০
লিরিকস বলেছেন: বাউল সম্রাট শাহ্ আব্দুল করিমের প্রতি শ্রদ্ধা।
৮|  ২৮ শে জুলাই, ২০১৪  দুপুর ১:২৭
২৮ শে জুলাই, ২০১৪  দুপুর ১:২৭
জাফরুল মবীন বলেছেন: চমৎকার,লিরিকসের গানে অমত কার?  
 
  ০৩ রা আগস্ট, ২০১৪  দুপুর ১২:৪০
০৩ রা আগস্ট, ২০১৪  দুপুর ১২:৪০
লিরিকস বলেছেন: বাউল সম্রাট শাহ্ আব্দুল করিমের প্রতি শ্রদ্ধা।
৯|  ২৮ শে জুলাই, ২০১৪  সন্ধ্যা  ৬:১১
২৮ শে জুলাই, ২০১৪  সন্ধ্যা  ৬:১১
সেলিম আনোয়ার বলেছেন: ভাললাগার একটি গান ।
  ০৩ রা আগস্ট, ২০১৪  দুপুর ১২:৪৬
০৩ রা আগস্ট, ২০১৪  দুপুর ১২:৪৬
লিরিকস বলেছেন: বাউল সম্রাট শাহ্ আব্দুল করিমের প্রতি শ্রদ্ধা।
১০|  ০৯ ই আগস্ট, ২০১৪  দুপুর ১:১১
০৯ ই আগস্ট, ২০১৪  দুপুর ১:১১
অঘটনঘটনপটীয়সী বলেছেন: আমার এত্ত এত্ত পছন্দের গান এইটা।   
 
  ১০ ই আগস্ট, ২০১৪  দুপুর ১২:০১
১০ ই আগস্ট, ২০১৪  দুপুর ১২:০১
লিরিকস বলেছেন: 






বাউল সম্রাট শাহ্ আব্দুল করিমের প্রতি শ্রদ্ধা। 
১১|  ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭  বিকাল ৩:০৪
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭  বিকাল ৩:০৪
আরিফুর রহমান সাগর বলেছেন: লিঙ্ক দিছেন একটা আর লিরিক্স দিছেন অন্যটা। দয়া করে ভালো করে মিলিয়ে দেখুন-
আগে কি সুন্দর দিন কাটাইতাম
আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম
গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান
মিলিয়া বাউলা গান আর ঘাটু গান গাইতাম
বর্ষা যখন হইত, গাজির গান আইত, 
রংগে ঢংগে গাইত, আনন্দ পাইতাম।।
বাউলা গান, ঘাটু গান, আনন্দের তুফান
গাহিয়া সারি গান নাউ দৌঁড়াইতাম (আমরা)
হিন্দু বাড়িত যাত্রা গান হইত
নিমন্ত্রণ দিত আমরা যাইতাম
কে হবে মেম্বার, কে হবে গ্রাম সরকার
আমরা কি তার খবরও লইতাম।হায়রে।
বিবাদ ঘটিলে, পঞ্চায়েতের বলে 
গরীব কাংগালে, বিচার পাইতাম।।
মানুষ ছিল সরল, ছিল ধর্ম বল।।
এখন সবাই পাগল, বড়লোক হইতাম।।
করি ভাবনা, সেই দিন আর পাব নাহ 
ছিল বাসনা সুখী হইতাম।।
দিন হতে দিন, আসে যে কঠিন 
করিম দীনহীন কোন পথে যাইতাম 
আগে কি সুন্দর দিন কাটাইতাম….
©somewhere in net ltd.
১| ২৭ শে জুলাই, ২০১৪  বিকাল ৫:৩৩
২৭ শে জুলাই, ২০১৪  বিকাল ৫:৩৩
রাজিব বলেছেন: লালন ও হাসন রাজার সঙ্গে একই সারিতে নাম আসা উচিৎ শাহ্ আব্দুল করিম এর। হয়তো একদিন আসবে। বাংলাদেশের হৃদয়কে যেসব গান খুব সুন্দরভাবে ধারণ করে তার মধ্যে এটি একটি। আমাদের প্রানে গান রয়েছে কি শহরে কি গ্রামে। গানটির জন্য অনেক ধন্যবাদ।