|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।
 
 
কৃষ্ণকলি আমি তারেই বলি,
কালো তারে বলে গাঁয়ের লোক।
মেঘলা দিনে দেখেছিলেম মাঠে
কালো মেয়ের কালো হরিণ-চোখ।
ঘোমটা মাথায় ছিল না তার মোটে,
মুক্তবেণী পিঠের 'পরে লোটে।
কালো? তা সে যতই কালো হোক
দেখেছি তার কালো হরিণ-চোখ।
ঘন মেঘে আঁধার হল দেখে
ডাকতেছিল শ্যামল দুটি গাই,
শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে
কুটির হতে ত্রস্ত এল তাই।
আকাশ-পানে হানি যুগল ভুরু
শুনলে বারেক মেঘের গুরুগুরু।
কালো? তা সে যতই কালো হোক
দেখেছি তার কালো হরিণ-চোখ।
পুবে বাতাস এল হঠাৎ ধেয়ে,
ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ।
আলের ধারে দাঁড়িয়েছিলেম একা,
মাঠের মাঝে আর ছিল না কেউ।
আমার পানে দেখলে কিনা চেয়ে
আমিই জানি আর জানে সে মেয়ে।
কালো? তা সে যতই কালো হোক
দেখেছি তার কালো হরিণ-চোখ।
এমনি করে কালো কাজল মেঘ
জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে।
এমনি করে কালো কোমল ছায়া
আষাঢ় মাসে নামে তমাল-বনে।
এমনি করে শ্রাবণ-রজনীতে
হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে।
কালো? তা সে যতই কালো হোক
দেখেছি তার কালো হরিণ-চোখ।
 
কৃষ্ণকলি আমি তারেই বলি,
আর যা বলে বলুক অন্য লোক।
দেখেছিলেম ময়নাপাড়ার মাঠে            
কালো মেয়ের কালো হরিণ-চোখ।
মাথার 'পরে দেয় নি তুলে বাস,
লজ্জা পাবার পায় নি অবকাশ।
কালো? তা সে যতই কালো হোক
দেখেছি তার কালো হরিণ-চোখ।
 
সুরকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর
গীতিকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর
শিলাইদহ, ৪ আষাঢ়, ১৩০৭
 ১৮ টি
    	১৮ টি    	 +২/-০
    	+২/-০  ০২ রা আগস্ট, ২০১৪  বিকাল ৩:৫২
০২ রা আগস্ট, ২০১৪  বিকাল ৩:৫২
লিরিকস বলেছেন: সত্যিই অসাধারণ একটি গান.......
ধন্যবাদ ।
২|  ০২ রা আগস্ট, ২০১৪  বিকাল ৩:১২
০২ রা আগস্ট, ২০১৪  বিকাল ৩:১২
স্নিগ্ধ শোভন বলেছেন: সুন্দর একটি গান।
  ০২ রা আগস্ট, ২০১৪  বিকাল ৪:২০
০২ রা আগস্ট, ২০১৪  বিকাল ৪:২০
লিরিকস বলেছেন: সত্যিই অসাধারণ একটি গান.......
ধন্যবাদ । 
৩|  ০২ রা আগস্ট, ২০১৪  বিকাল ৩:১৩
০২ রা আগস্ট, ২০১৪  বিকাল ৩:১৩
স্নিগ্ধ শোভন বলেছেন: 
ঈদের শুভেচ্ছা!!!
  ০২ রা আগস্ট, ২০১৪  বিকাল ৫:২৯
০২ রা আগস্ট, ২০১৪  বিকাল ৫:২৯
লিরিকস বলেছেন: শুভেচ্ছা ভাইয়া।
৪|  ০২ রা আগস্ট, ২০১৪  বিকাল ৩:৩৪
০২ রা আগস্ট, ২০১৪  বিকাল ৩:৩৪
তূর্য হাসান বলেছেন: সুন্দর গান।
  ০৩ রা আগস্ট, ২০১৪  রাত ১২:০২
০৩ রা আগস্ট, ২০১৪  রাত ১২:০২
লিরিকস বলেছেন: অসাধারণ একটি গান
৫|  ০২ রা আগস্ট, ২০১৪  বিকাল ৪:৫২
০২ রা আগস্ট, ২০১৪  বিকাল ৪:৫২
মুদ্দাকির বলেছেন: আমার একটা প্রিয় গান , ধন্যবাদ  
 
  ০৩ রা আগস্ট, ২০১৪  রাত ১২:১০
০৩ রা আগস্ট, ২০১৪  রাত ১২:১০
লিরিকস বলেছেন: অসাধারণ একটি গান।
৬|  ০২ রা আগস্ট, ২০১৪  রাত ১১:০৮
০২ রা আগস্ট, ২০১৪  রাত ১১:০৮
রাজিব বলেছেন: আমরা দুজন একটি গাঁয়ে থাকি
সেই আমাদের একটিমাত্র সুখ ,
তাদের গাছে গায় যে দোয়েল পাখি
তাহার গানে আমার নাচে বুক ।
তাহার দুটি পালন - করা ভেড়া 
চরে বেড়ায় মোদের বটমূলে ,
যদি ভাঙে আমার খেতের বেড়া
কোলের ' পরে নিই তাহারে তুলে 
এই কবিতার কি কোন গান আছে। খুব সুন্দর একটি কবিতা। 
৭|  ০৪ ঠা আগস্ট, ২০১৪  রাত ১০:১০
০৪ ঠা আগস্ট, ২০১৪  রাত ১০:১০
কান্ডারি অথর্ব বলেছেন: 
এই গানটা মনে মনে খুজতেছিলাম পেয়ে ভাল হইল।  
  ০৬ ই আগস্ট, ২০১৪  বিকাল ৪:৩৫
০৬ ই আগস্ট, ২০১৪  বিকাল ৪:৩৫
লিরিকস বলেছেন:   
   
   
   
 
৮|  ০৯ ই আগস্ট, ২০১৪  দুপুর ১:৩১
০৯ ই আগস্ট, ২০১৪  দুপুর ১:৩১
অঘটনঘটনপটীয়সী বলেছেন: গান এর চেয়ে কেন জানি কবিতা হিসেবে বেশি ভাল লাগে এটা আমার।
  ১০ ই আগস্ট, ২০১৪  সকাল ১১:৫৩
১০ ই আগস্ট, ২০১৪  সকাল ১১:৫৩
লিরিকস বলেছেন: আবৃতিটাও সুন্দর।
৯|  ২৮ শে আগস্ট, ২০১৪  দুপুর ১২:৩৮
২৮ শে আগস্ট, ২০১৪  দুপুর ১২:৩৮
জাহাঙ্গীর.আলম বলেছেন: 
চমৎকার ৷
  ২৮ শে আগস্ট, ২০১৪  দুপুর ১২:৫৬
২৮ শে আগস্ট, ২০১৪  দুপুর ১২:৫৬
লিরিকস বলেছেন: অসাধারণ একটি গান
©somewhere in net ltd.
১| ০২ রা আগস্ট, ২০১৪  দুপুর ২:০১
০২ রা আগস্ট, ২০১৪  দুপুর ২:০১
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
অসাধারণ একটি গান....
ধন্যবাদ