নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনুন মন ভালো রাখুন।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।

লিরিকস

সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

লিরিকস › বিস্তারিত পোস্টঃ

এখন অনেক রাত - আইয়ুব বাচ্চু (এলআরবি)

০২ রা আগস্ট, ২০১৪ রাত ১০:৪৮





এখন অনেক রাত

খোলা আকাশের নিচে

জীবনের অনেক আয়োজন

আমায় ডেকেছে

তাই আমি বসে আছি

দরজারও পাশে~

দরজারও পাশে~

এখন অনেক রাত

খোলা আকাশের নিচে

জীবনের অনেক আয়োজন

আমায় ডেকেছে

তাই আমি বসে আছি

দরজারও পাশে~

দরজারও পাশে~



আবেগী এমন রাতে

ভুল করে এই পথে

এসে যদি ফিরে যায়

আমায় না পেয়ে

অ আবেগী এমন রাতে

ভুল করে এই পথে

এসে যদি ফিরে যায়

আমায় না পেয়ে

তাই আমি বসে আছি

তাই আমি বসে আছি

দরজারও পাশে

দরজারও পাশে



চলে যাওয়া সে পথে

ঝিরি ঝিরি বাতাসে

আমার এই মন কাঁদে

তোমায় না পেয়ে

চলে যাওয়া সে পথে

ঝিরি ঝিরি বাতাসে

আমার এই মন কাঁদে

তোমায় না পেয়ে

তাই আমি বসে আছি

তাই আমি বসে আছি

দরজারও পাশে

দরজারও পাশে



এখন অনেক রাত

খোলা আকাশের নিচে

জীবনের অনেক আয়োজন

আমায় ডেকেছে

তাই আমি বসে আছি

দরজারও পাশে

দরজারও পাশে

এখন অনেক রাত

খোলা আকাশের নিচে

জীবনের অনেক আয়োজন

আমায় ডেকেছে

তাই আমি বসে আছি

দরজারও পাশে

দরজারও পাশে











http://www.youtube.com/watch?v=yErUVeSiifQ







শিল্পীঃ আইয়ুব বাচ্চু

ব্যান্ডঃ এলআরবি

এ্যালবামঃ এলআরবি১,২ (ডাবল)

সুরকারঃ আইয়ুব বাচ্চু*

গীতিকারঃ আইয়ুব বাচ্চু*

বছরঃ ১৯৯৯





ব্লগার কান্ডারি অথর্ব ভাইয়ের পছন্দের তালিকা থেকে নেওয়া হয়েছে।





*তথ্যের সত্যতা যাচাই করা যাইনি

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৪ রাত ১০:৫৬

সুমন কর বলেছেন: চমৎকার গান!!

০২ রা আগস্ট, ২০১৪ রাত ১১:১৫

লিরিকস বলেছেন: খুব প্রিয় একটি গান।

ধন্যবাদ।

২| ০২ রা আগস্ট, ২০১৪ রাত ১০:৫৯

রাজিব বলেছেন: চমৎকার গান, চমৎকার এ্যালবাম। তবে এল আর বি-১ (১৯৯২); এল আর বি-২ (১৯৯২) সালে। সুত্রঃ Click This Link)
এবং উইকিপিডিয়া মতে ১৯৯৯ সালে এলআরবির কোন এ্যালবাম প্রকাশিত হয়নি। তাই কেউ যদি নিশ্চিত করতে পারতেন খুব ভাল হত। চমৎকার গান, চমৎকার লিরিক, বাজনা সবই।

০২ রা আগস্ট, ২০১৪ রাত ১১:১০

লিরিকস বলেছেন: এটা দেখুন

৩| ০২ রা আগস্ট, ২০১৪ রাত ১১:০১

রাজিব বলেছেন: লিঙ্কের পর হাসির ইমো এল কেন বুঝলাম না। যাইহোক লিংকটি হলঃ Click This Link)

০২ রা আগস্ট, ২০১৪ রাত ১১:১৩

লিরিকস বলেছেন: এটা দেখুন

৪| ০২ রা আগস্ট, ২০১৪ রাত ১১:০২

রাজিব বলেছেন: Click This Link)
L.R.B 1 and 2 (1992)

০২ রা আগস্ট, ২০১৪ রাত ১১:১৪

লিরিকস বলেছেন: ৩ নং উত্তর ঠিক আছে।

৫| ০৩ রা আগস্ট, ২০১৪ রাত ২:২৬

প্রবাসী পাঠক বলেছেন: পছন্দের গান।

০৩ রা আগস্ট, ২০১৪ সকাল ১০:১২

লিরিকস বলেছেন: খুব প্রিয় একটি গান।

ধন্যবাদ।

৬| ০৩ রা আগস্ট, ২০১৪ সকাল ১০:১৮

কান্ডারি অথর্ব বলেছেন:

মনের কথা আপনে জানলেন কেমনে ? :!>

০৩ রা আগস্ট, ২০১৪ সকাল ১১:১৭

লিরিকস বলেছেন: আপনার পছন্দের তালিকার মধ্য এটাও তো দিয়েছিলেন।

৭| ০৯ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৩

অঘটনঘটনপটীয়সী বলেছেন: জীবনের অনেক আয়োজন
আমায় ডেকেছে
তাই আমি বসে আছি
দরজারও পাশে।

১০ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৩৮

লিরিকস বলেছেন: খুব প্রিয় একটি গান।

ধন্যবাদ।

৮| ২২ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩৭

জেরিফ বলেছেন: মিস করে ফেলেছি দুঃখিত

এই গানটি এখনো প্রতি রাতে একবার হলেও আনমনে গেঁয়ে উঠি ।

আমার একলা রজনীর একমাত্র সঙ্গী গান টা ।



+

২৩ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৩১

লিরিকস বলেছেন: দিপ জালা রাত জানি আসবে আবার
কেটে যাবে জীবনের সকল আঁধার

৯| ২২ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩৯

জেরিফ বলেছেন: আবেগী এমন রাতে
ভুল করে এই পথে
এসে যদি ফিরে যায়
আমায় না পেয়ে
অ আবেগী এমন রাতে
ভুল করে এই পথে
এসে যদি ফিরে যায়
আমায় না পেয়

জানি আসবে না তবু অপেক্ষা ................................ :( :(

২৩ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:২৯

লিরিকস বলেছেন: :( :( :( :( :( :( :(


সব কষ্ট মুছে যাক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.