নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনুন মন ভালো রাখুন।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।

লিরিকস

সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

লিরিকস › বিস্তারিত পোস্টঃ

আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো - কিশোর কুমার

০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ১:০৬





আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো

আমায় পড়বে মনে

কাছে দূরে যেখানেই থাকো ।।



হাওয়ার গল্প আর পাখীদের গান শুনে শুনে

আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো ।।

আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো

আমায় পড়বে মনে

কাছে দূরে যেখানেই থাকো ।



এসো আজ সারাদিন বসে নয় থাকি পাশাপাশি

আজ শুধু ভালবাসাবাসি

শুধু গান আর হাসাহাসি

রঙের বর্ষা ওই নেমেছে যে দেখো ফুলে ফুলে

দুটি হাত তুলে আমাকেই আরো কাছে ডাকো

আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো

আমায় পড়বে মনে

কাছে দূরে যেখানেই থাকো











শিল্পীঃ কিশোর কুমার

অ্যালবামঃ অন্তরালে

সুরকারঃ বাপ্পী লাহিড়ী

গীতিকারঃ গৌরীপ্রসন্ন মজুমদার







শিল্পী, অভিনেতা, গীতিকার ও সুরকার কিশোর কুমারের শিল্পীর ৮৫তম জন্মদিনে শুভেচ্ছা।





ধন্যবাদ আমিনুর রহমান ভাইয়া।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৩:০০

জেরিফ বলেছেন: শুভ জন্মদিন "হে গুণী "

০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪০

লিরিকস বলেছেন: শুভ জন্মদিন "হে গুণী "



ধন্যবাদ ভাইয়া।

২| ০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৪:২৬

আমি স্বর্নলতা বলেছেন: প্রিয় একজন শিল্পী। :)

০৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪০

লিরিকস বলেছেন: আমারও প্রিয়।

ধন্যবাদ।

৩| ০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫৩

রাজিব বলেছেন: আমিনুর রহমান ভাইকে অনেক ধন্যবাদ তার কল্যানে খুব সুন্দর একটা গান আবার শোনা হল। কিশোর কুমারকে জন্মদিনের শুভেচ্ছা।

০৬ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:০১

লিরিকস বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

৪| ০৯ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৩৪

অঘটনঘটনপটীয়সী বলেছেন: মাল্টি ট্যালেন্টেড একজন মানুষ ছিলেন। তার সব গান আমার খুব প্রিয়।

১০ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:১৩

লিরিকস বলেছেন: গুনী একজন মানুষ ছিলেন।

৫| ১০ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪০

সেলিম আনোয়ার বলেছেন: গানটা আপনার দেয়া লিরিকস দেখে দেখে গেয়ে নিলাম। আমার প্রিয়গান।ফরীদি যেদিন মারা গেলেন আমি আর কবি সাইমুন তখন বিছানা কান্দী স্টোন কোয়ারীতে ।এই গানটা মনে পরছিল আমার ।আর আমি গাইছিলাম।

১০ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:১১

লিরিকস বলেছেন: সুন্দর মন্তব্যে ভালোলাগা।

৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:২৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

ছোটকালের এক বান্ধবী আমাকে এই গানটি লিখে দিয়েছিলো
.... মনে পড়ে গেলো :)

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫১

লিরিকস বলেছেন: এখন সেই আপুর খবর কি ভাইয়া ? :)

৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৬:৫৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

কোন খবর নেই...
খুব ঘনিষ্টতা ছিলো না, শুধু গানের বিষয়টি ছাড়া...
ভিন্ন জেলার হওয়ার যোগাযোগের সূত্র হারিয়ে ফেলি...

লিরিকসকে শুভেচ্ছা :)

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৫৫

লিরিকস বলেছেন: শুভেচ্ছা ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.