নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনুন মন ভালো রাখুন।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।

লিরিকস

সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

লিরিকস › বিস্তারিত পোস্টঃ

ঘুম ভাঙা শহরে - আইয়ুব বাচ্চু (এলআরবি)

১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৫৭





একদিন ঘুম ভাঙা শহরে

মায়াবী সন্ধ্যা

চাঁদ জাগা এক রাতে,

একটি কিশোর ছেলে

একাকী স্বপ্ন দেখে

হাসি আর গানে

সুখের ছবি আঁকে।



আহা কি যে সুখ!



স্বপ্নেরা হারিয়ে যায়

সময়ের সাগরে

ব্যথার আবিরে

কবিতা আঁধারে হারায়

ভাবনার ফুল ঝরে ঝরে যায়

আহাআআআ

জীবনেরও গান হয় না

সুরের কাঙাল!



একদিন ঘুম ভাঙা শহরে

মায়াবী সন্ধ্যা

চাঁদ জাগা এক রাতে,

একটি কিশোর ছেলে

একাকী স্বপ্ন দেখে

হাসি আর গানে

সুখের ছবি আঁকে।



আহা কি যে সুখ!



শৈশব বিমূর্ত হয়

যায় না বোঝা যায় না

আশার ঝর্না পায়না

সুখের ঠিকানা

হতাশা শুধু সাথী হয়ে যায়

আহাআআআ

সে কিশোর এবার

জীবন ছেড়ে পালায়!



একদিন ঘুম ভাঙা শহরে

মায়াবী সন্ধ্যা

চাঁদ জাগা এক রাতে,

একটি কিশোর ছেলে

একাকী স্বপ্ন দেখে

হাসি আর গানে

সুখের ছবি আঁকে।



আহা কি যে সুখ!















শিল্পীঃ আইয়ুব বাচ্চু

ব্যান্ডঃ এলআরবি

এ্যালবামঃ এলআরবি১,২ (ডাবল)

সুরকারঃ আইয়ুব বাচ্চু

গীতিকারঃ শহীদ মাহমুদ জঙ্গী

বছরঃ ১৯৯২





ব্লগার হাসান মাহবুব ভাইয়ের পছন্দের তালিকা থেকে নেওয়া হয়েছে।

মন্তব্য ২০ টি রেটিং +৫/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:০১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+। আমারো ভাল লাগার গান।

শৈশব বিমূর্ত হয়
যায় না বোঝা যায় না
আশার ঝর্না পায়না
সুখের ঠিকানা
হতাশা শুধু সাথী হয়ে যায়
আহাআআআ
সে কিশোর এবার
জীবন ছেড়ে পালায়!

খুব ভাললাগার ।

১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩৫

লিরিকস বলেছেন: আমারও খুব ভালোলাগা গান।

২| ১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:২১

রাজিব বলেছেন: ১৯৯২ সালে এইচএসসি পরিক্ষা দেই। এই গানের কথা গুলো আমার মত সদ্য কৈশোর ফেলে আসা তরুণদের জন্য যতখানি সুন্দর এখনকার তরুণদের গানটি প্রিয়।

১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪৩

লিরিকস বলেছেন: আমার তখন জন্ম হয়নি :) :) :) :) :)

৩| ১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫০

মামুন রশিদ বলেছেন: খুব সুন্দর ।

১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:১৫

লিরিকস বলেছেন: আপনার ভালোলাগা একটা গান কালকে দিব। :)

৪| ১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:২৩

জাফরুল মবীন বলেছেন: লিরিকসের গান বাছাই করার দক্ষতা বরাবরের মতই মুদ্ধ করল :)

১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৩১

লিরিকস বলেছেন: সুন্দর মন্তব্যে ভালোলাগা ভাইয়া।

৫| ১৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬

তূর্য হাসান বলেছেন: অনেক প্রিয় একটা গান। অনেক দিন পর। অনেক ধন্যবাদ।

১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৪৪

লিরিকস বলেছেন: সুন্দর মন্তব্যে ভালোলাগা ভাইয়া।

৬| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ৮:১৫

প্রবাসী পাঠক বলেছেন: পছন্দের একটা গান। পোস্টে প্লাস।

১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৫৩

লিরিকস বলেছেন: আমারও খুব ভালোলাগা গান।

৭| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৩৪

হাসান মাহবুব বলেছেন: বারবার শুনলেও আশ মেটে না। অনেক ধন্যবাদ লিরিক সহ গানটা দেবার জন্যে!

১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১২:০১

লিরিকস বলেছেন: সুন্দর মন্তব্যে ভালোলাগা ভাইয়া।

৮| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৩৬

কান্ডারি অথর্ব বলেছেন:


হামা ভাইয়ের সাথে আমিও একমত।

১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১২:০৪

লিরিকস বলেছেন: ভালোলাগা ভাইয়া।

৯| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:২৩

অঘটনঘটনপটীয়সী বলেছেন: প্লাস। :)

১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১২:০৯

লিরিকস বলেছেন: ভালোলাগা আপি।

১০| ১৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:০৮

বৃশ্চিক রাজ বলেছেন: +++++++

২০ শে আগস্ট, ২০১৪ রাত ১১:১১

লিরিকস বলেছেন: ধন্যবাদ অনেক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.