নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনুন মন ভালো রাখুন।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।

লিরিকস

সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

লিরিকস › বিস্তারিত পোস্টঃ

আজ যে শিশু পৃথিবীর আলোয় এসেছে - রেনেসাঁ

১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৪৪





আজ যে শিশু

পৃথিবীর আলোয় এসেছে

আমরা তার তরে একটি

সাজানো বাগান চাই

আজ যে শিশু

মায়ের হাসিতে ভেসেছে

আমরা চিরদিন সেই হাসি

দেখতে চাই



রেললাইনের পাশে নয়

অন্ধকার সিঁড়িতে নয়

প্রতিটি শিশু মানুষ হোক

আলোর ঝর্নাধারায়

শিশুর আনন্দমেলায়

স্বর্গ নেমে আসুক



হাসি আর গানে ভরে যাক

সব শিশুর অন্তর

প্রতিটি শিশু ফুলেল হোক

সবার ভালবাসায়..















শিল্পীঃ রেনেসাঁ

অ্যালবামঃ তৃতীয় বিশ্ব

সুরকারঃ পিলু খান

গীতিকারঃ শহীদ মাহমুদ জঙ্গী

বছরঃ ১৯৯৪





গানটি সৃষ্টি হতে সময় লেগেছিল অনেক দিন। গীতিকার শহীদ মাহমুদ জঙ্গীর বাড়ি চট্টগ্রামে। ট্রেনে করে ঢাকায় আসতেন। রেলগাড়ির জানালা দিয়ে দেখতেন, বস্তিতে বাচ্চারা কী পরিমাণ কষ্ট সয়ে মানুষ হচ্ছে। বাড়িতে সিঁড়ির গোড়ায় পড়ে থাকতে দেখতেন অসহায় শিশুদের। চিন্তা করতেন, এদের চাওয়াপাওয়ার অধিকার নিয়ে গান করার কথা। সেই ভাবনারই ফল ১৯৮৯ সালের প্রথমদিকে গানটির জন্ম। সম্পূর্ণটা লেখার পর পিলু খান সুর করলেন। (ইন্টারনেট)



ব্লগার টুং টাং ভাইয়ের পছন্দের তালিকা থেকে নেওয়া হয়েছে।

মন্তব্য ২৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:১৩

পরিবেশ বন্ধু বলেছেন: শিশুদের নিয়ে গানটি আসলেই চমৎকার ।

২০ শে আগস্ট, ২০১৪ রাত ১১:০৯

লিরিকস বলেছেন: আসলেই চমৎকার গানটি।

শুভেচ্ছা।

২| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:


সুন্দর +++

২০ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৩২

লিরিকস বলেছেন: চমৎকার গানটি।

শুভেচ্ছা।

৩| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:২১

অঘটনঘটনপটীয়সী বলেছেন: অনেক প্রিয় একটা গান।

২০ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৪৭

লিরিকস বলেছেন: চমৎকার গানটি।

শুভেচ্ছা।

৪| ১৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৫৮

আমি স্বর্নলতা বলেছেন: চমৎকার একটা গান।

২১ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:১৪

লিরিকস বলেছেন: আসলেই চমৎকার গানটি।

শুভেচ্ছা।

৫| ১৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩২

তূর্য হাসান বলেছেন: রেললাইনের পাশে নয়
অন্ধকার সিঁড়িতে নয়
প্রতিটি শিশু মানুষ হোক
আলোর ঝর্নাধারায়
শিশুর আনন্দমেলায়
স্বর্গ নেমে আসুক

২১ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:২৮

লিরিকস বলেছেন: শিশুর আনন্দমেলায়
স্বর্গ নেমে আসুক ।


শুভেচ্ছা।

৬| ১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১২:০০

তারছেড়া লিমন বলেছেন: প্রিয়তে নিলাম...........++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

২১ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৩১

লিরিকস বলেছেন: কি কই থাকেন আপনি? দেখিনা কেন?

ও সব অগ্নিলাদের কথা ভুলে যান।

নতুন জীবন শুরু করেন
আর
গান শুনুন মন ভালো রাখুন।

৭| ১৯ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:২৩

জাফরুল মবীন বলেছেন: অসাধারণ গানটির জন্য ১০০+

২১ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৬

লিরিকস বলেছেন: :) :) :) :) :) :) :) :) :) :)

৮| ১৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:০৮

বৃশ্চিক রাজ বলেছেন: +++++++

২১ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৫

লিরিকস বলেছেন:
শুভেচ্ছা।

৯| ২০ শে আগস্ট, ২০১৪ সকাল ৮:৩৬

রাজিব বলেছেন: গানটি ১৯৯৪ সালেই মনে হয় প্রথম শুনেছি। তখন ছিল টুইন ওয়ান আর ক্যাসেটের যুগ- সিডি বা ডিভিডির অস্তিত্ব বাংলাদেশে ছিল বলে মনে পড়েনা। ২০ বছর ধরে এ গানটি শোনার পরও শুনতে একই রকম ভাল লাগে। এই এলবামটির সব গানই সুন্দর ছিল তবে সেরা গান নিঃসন্দেহে এটি। রেনেসা ব্যান্ডের সবচেয়ে শক্তিশালী দিক বোধহয় ছিল গানের সুন্দর কথা।
অনেক অনেক ধন্যবাদ গানটি দেবার জন্য।

২১ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:১৫

লিরিকস বলেছেন: খুব ভালোলাগা একটি গান।

আপনি ভালো থাকুন ভাইয়া।

১০| ২০ শে আগস্ট, ২০১৪ সকাল ৮:৩৭

রাজিব বলেছেন: ব্লগার টুং টাং ভাইকেও অনেক ধন্যবাদ এই গানটির জন্য।

২৬ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪৩

লিরিকস বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

১১| ২৭ শে আগস্ট, ২০১৪ রাত ৩:১৬

টুং টাং বলেছেন: অনেক অনেক ধন্যবাদ লিরিক্স ভাই কে এবং সবাই কে।
মনে রাখার মত একটা গান।

লিরিকস ভাই, খুব ভাল একটা উদ্যোগ,
গানের লিরিক্স দেখে জরে জরে গান গাওয়া ছোট কালের অভ্যাস।
এখনও লিরিক্স দেখে গাই।
গান শুনি। গান শুনতে আমার খুব ভালো লাগে।

অনেক আগে ১৯৯৩/৯৪ দিকে চারু/ আশরাফ বাবু মিলে "ক্ষ্যাপা" নামের এ্যালবাম বের করে ছিল। যদি আই এ্যালবামের কোন লিঙ্ক জানা থাকে আশা রাখি জানিয়ে দিবেন।





২৭ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:২৯

লিরিকস বলেছেন: নোট করে রাখলাম ভাইয়া। অবশ্যই চেষ্টা করব।

ভালো থাকুন।

গান শুনুন মন ভালো রাখুন।

১২| ৩০ শে জুন, ২০১৭ দুপুর ১:০৫

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর গান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.