নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।
আকাশভরা সূর্য-তারা, বিশ্বভরা প্রাণ,
তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান,
বিস্ময়ে তাই জাগে আমার গান॥
অসীম কালের যে হিল্লোলে জোয়ার-ভাঁটার ভুবন দোলে
নাড়ীতে মোর রক্তধারায় লেগেছে তার টান,
বিস্ময়ে তাই জাগে আমার গান॥
ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে,
ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে,
ছড়িয়ে আছে আনন্দেরই দান,
বিস্ময়ে তাই জাগে আমার গান।
কান পেতেছি, চোখ মেলেছি, ধরার বুকে প্রাণ ঢেলেছি,
জানার মাঝে অজানারে করেছি সন্ধান,
বিস্ময়ে তাই জাগে আমার গান॥
সুরকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর
গীতিকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর
রাগ: মিশ্র কেদারা
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): আশ্বিন, ১৩৩১
রচনাকাল (খৃষ্টাব্দ): 1924
ব্লগার মামুন রশিদ ভাইয়ার পছন্দের তালিকা থেকে নেওয়া হয়েছে।
২০ শে আগস্ট, ২০১৪ রাত ১১:০৮
লিরিকস বলেছেন: ভালো থাকুন সব সময়।
২| ১৯ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:৪৩
জাফরুল মবীন বলেছেন: চমৎকার!এ বিষয়ে অমত কার?
২০ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৩১
লিরিকস বলেছেন: ভালো থাকুন সব সময়।
৩| ১৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩৫
মামুন রশিদ বলেছেন: বিস্ময়ে তাই জাগে আমার গান॥
অনেক অনেক ধন্যবাদ আপু
২১ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৪
লিরিকস বলেছেন: ভালো থাকুন সব সময়।
৪| ১৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:০৪
বৃশ্চিক রাজ বলেছেন: +++++++
২১ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:১৬
লিরিকস বলেছেন: ভালো থাকুন সব সময়।
৫| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+ ধন্যবাদ শেয়ারে ।
২১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:২৯
লিরিকস বলেছেন: ভালো থাকুন সব সময়।
৬| ২৩ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:০৬
রাজিব বলেছেন: গানটি এত সুন্দর যে যত বার শুনি কখনোই একঘেয়ে লাগে না। মামুন রশিদ ভাইকে ধন্যবাদ এত সুন্দর গানের জন্য যদিও আসল কৃতিত্ব রবীন্দ্রনাথ ঠাকুরের। এই গানটার লিরিক্স আপনার এখানে দেখে ও সুচিত্রা মিত্রের গলায় শুনে তারপর কিশোর কুমার, সাগর সেনের কণ্ঠেও শুনলাম ইউটিউবের কল্যানে। আসলেই যে কোন বিচারে রবীন্দ্রনাথের সেরা গানগুলোর একটি।
অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর গানের জন্য।
গত ১০ দিন ধরে আমি অনেক ব্যস্ত। মাঝে টিভিতে একটা টকশো গিয়ে কথা বলে এসেছি এবং সে জন্য প্রচুর সময় নিয়ে তথ্য সংগ্রহ করতে হয়েছে। আর নিজের নতুন ব্লগ দাড় করানো খুবই কষ্টের ব্যাপার।
তবে আমি স্থির করেছি যে যত ব্যস্তই হোক আপনার প্রতিটি পোস্ট পড়ব এবং কমেন্ট করব। মাঝে মধ্যে হয়তো একটু দেরী হতে পারে এই যা। আপনি অনেক ভাল কাজ করছেন। আপনার সঙ্গে থাকা এবং কমেন্ট করাকে আমি নিজের একটি কাজ হিসেবেই ধরে নিয়েছি।
২৬ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৫৮
লিরিকস বলেছেন: কোন টিভিতে গিয়েছিলেন?
আমাকে আগে জানালে আমি একটু দেখতে পেতাম।
আপনাকে কয়েকদিন না দেখলে মন খারাপ লাগে। গান দেবার উৎসাহ কমে যায়।
দোয়া থাকল ভালো থাকুন ভাইয়া।
৭| ২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১১:০২
অঘটনঘটনপটীয়সী বলেছেন: ভাল লাগলো।
২৬ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৫৪
লিরিকস বলেছেন: ভালোলাগা আপি।
©somewhere in net ltd.
১| ১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৩১
আরজু পনি বলেছেন:
বাহ, দারুন শেয়ার ।