নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনুন মন ভালো রাখুন।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।

লিরিকস

সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

লিরিকস › বিস্তারিত পোস্টঃ

আমায় ডেকো না ফেরানো যাবে না - লাকি আখন্দ

২১ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৫১





আমায় ডেকো না.. ফেরানো যাবে না

ফেরারী পাখিরা কুলায় ফেরে না ।।



বিবাগী এ মন নিয়ে.. জন্ম আমার

যায় না বাঁধা আমাকে কোন কিছুর টানের মায়ায়

আমায় ডেকো না.. ফেরানো যাবে না

ফেরারী পাখিরা কুলায় ফেরে না ।।



শেষ হোক এই খেলা.. এবারের মতন

মিনতি করি আমাকে হাসিমুখে বিদায় জানাও

আমায় ডেকো না.. ফেরানো যাবে না

ফেরারী পাখিরা কুলায় ফেরে না ।।











শিল্পীঃ লাকী আখন্দ

অ্যালবামঃ লাকী আখন্দ (১ম অ্যালবাম)

সুরকারঃ লাকী আখন্দ

গীতিকারঃ কাওসার আহমেদ চৌধুরী







লগার প্রবাসী পাঠক ভাইয়ার পছন্দের তালিকা থেকে নেওয়া হয়েছে।

মন্তব্য ১৯ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৪ রাত ১১:১৪

প্রবাসী পাঠক বলেছেন: পোস্ট ভালো লাগা সহকারে সরাসরি প্রিয়তে।


গানটির জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইল।

২১ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৪৬

লিরিকস বলেছেন: অনেক ভালোলাগা।

২| ২১ শে আগস্ট, ২০১৪ রাত ১১:২৯

বৃশ্চিক রাজ বলেছেন: বিবাগী এ মন নিয়ে.. জন্ম আমার...
কিডনি ভেদ করা একটা গান

২২ শে আগস্ট, ২০১৪ রাত ১২:১৭

লিরিকস বলেছেন: অনেক ভালোলাগা।

৩| ২১ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৫৫

ধূর্ত উঁই বলেছেন: আমায় ডেকোনা ফেরারী পাখিরা কুলায় ফেরে না

শেষ হোক এই খেলা এবারের মত মিনতি করি .................................

২২ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৩২

লিরিকস বলেছেন: অনেক ভালোলাগা।

৪| ২২ শে আগস্ট, ২০১৪ রাত ১:৩৩

জাফরুল মবীন বলেছেন: অনেক ভালোলাগা।লিরিকসকে ধন্যবাদ :)

২২ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৫৫

লিরিকস বলেছেন: অনেক ভালোলাগা।

৫| ২২ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:১৬

শাহ আজিজ বলেছেন: অনেক দিন পরে লাকি ভাইয়ের গান শুনলাম। ৩ যুগ আগে আমরা রাত জাগতাম গান শুনে শুনে সাথে পানীয় । হ্যাপি ছিল আমার বন্ধু । দু ভাই কখনো এক সাথে আসত না। খুব স্মৃতিময় জীবন কাটিয়েছি ছাত্র জীবনে বাংলার অনেক বিখ্যাত গায়ক ও বাজিয়ের সঙ্গে ।

২২ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:২১

লিরিকস বলেছেন: কই গেল সেই সব দিন গুলো ভাইয়া?


অনেক ভালোলাগা।

৬| ২২ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:১৪

তূর্য হাসান বলেছেন: ভালোলাগা গান। ধন্যবাদ।

২৩ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:২৫

লিরিকস বলেছেন:
অনেক ভালোলাগা।

৭| ২৩ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫৫

মামুন রশিদ বলেছেন: ওহ, অসাধারণ!

২৬ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:০৩

লিরিকস বলেছেন: অনেক অনেক ভালোলাগা ভাইয়া।

৮| ২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১:১৬

তারছেড়া লিমন বলেছেন: আমিও আছি ঠিক এই গানের মত করে.............. যারা ছেড়ে গেছে তাদের জন্য আপসোস করিনা আপু........... আসলে অফলাইনে আছি জীবিকার সন্ধানে ঘুরছি বলে।কয়দিন ঢাকা থেকে আসলাম। এই আর কি।

২৬ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫০

লিরিকস বলেছেন: ভালো কাজ কর্ম পান এই দোয়া করি ভাইয়া।

৯| ২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১১:০৫

অঘটনঘটনপটীয়সী বলেছেন: যখন খুব ছোট ছিলাম, সেই সময়ের খুব জনপ্রিয় একটা গান। এখনো খুব ভাল লাগে শুনতে। ধন্যবাদ আপু। :)

২৬ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৫২

লিরিকস বলেছেন: আমারও। :)

১০| ৩১ শে জুলাই, ২০১৭ সকাল ৮:০৮

নিঃসঙ্গ যোদ্ধা বলেছেন: লাকি আখন্দ স্যার মারা গেলেও তিনি বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে। আমার পক্ষ থেকে তার প্রতি সামান্য ট্রিবিউট এই ভিডিও এর মাধ্যমে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.