|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

আমার সারাদেহ খেয়ো গো মাটি
এই চোখ দুটি মাটি খেয়ো না
আমি মরে গেলেও তারে দেখার সাধ
মিটবে না গো মিটবে না
তারে এক জনমে ভালোবেসে
ভরবে না মন ভরবে না
ওরে… ইচ্ছে করে বুকের ভিতর
লুকিয়ে রাখি তারে
যেন না পারে সে যেতে
আমায় কোনদিনও ছেড়ে
আমি এই জগতে তারে ছাড়া
থাকবো নারে থাকবো না
তারে এক জনমে ভালোবেসে
ভরবে না মন ভরবে না
ওরে… এই না ভুবন ছাড়তে হবে
দুইদিন আগে পরে
বিধি, একই সঙ্গে রেখো মোদের
একই মাটির ঘরে
আমি এই না ঘরে থাকতে একা
পারবো নারে পারবো না
তারে এক জনমে ভালোবেসে
ভরবে না মন ভরবে না
শিল্পীঃ এন্ড্রু কিশোর
অ্যালবামঃ নয়নের আলো
সুরকারঃ আহমেদ ইমতিয়াজ বুলবল
গীতিকারঃ আহমেদ ইমতিয়াজ বুলবল
বছরঃ ১৯৮৪
আমার সারাদেহ খেও গো মাটি: আমার সারা দেহ খেও গো মাটি, ওই চোখ দুটো মাটি খেওনা -গানটি বেলাল আহমেদ পরিচালিত ‘নয়নের আলো’ ছবির। গানের শিল্পী এন্ড্রু কিশোর। গানের গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল। অভিনয় করেছেন জাফর ইকবাল। ‘নয়নের আলো’ ১৯৮৪ সালে মুক্তি পায়। (ইন্টারনেট)
 ১২ টি
    	১২ টি    	 +২/-০
    	+২/-০  ২৩ শে আগস্ট, ২০১৪  দুপুর ১:২৪
২৩ শে আগস্ট, ২০১৪  দুপুর ১:২৪
লিরিকস বলেছেন: খুব সুন্দর গান।
২|  ২২ শে আগস্ট, ২০১৪  বিকাল ৪:২৮
২২ শে আগস্ট, ২০১৪  বিকাল ৪:২৮
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
ছোট্ট বেলার মত এসো ফুল তুলিতে যাই। 
এই গানটি দিন তো। 
  ২৩ শে আগস্ট, ২০১৪  দুপুর ২:০০
২৩ শে আগস্ট, ২০১৪  দুপুর ২:০০
লিরিকস বলেছেন: অবশ্যই দেবার চেষ্টা করব।
ভালো থাকুন।
৩|  ২৩ শে আগস্ট, ২০১৪  সকাল ১০:১২
২৩ শে আগস্ট, ২০১৪  সকাল ১০:১২
জাফরুল মবীন বলেছেন: চমৎকার গান।
  ২৪ শে আগস্ট, ২০১৪  বিকাল ৪:০০
২৪ শে আগস্ট, ২০১৪  বিকাল ৪:০০
লিরিকস বলেছেন: সুন্দর গান 
ভালো থাকবেন ভাইয়া।
৪|  ২৩ শে আগস্ট, ২০১৪  দুপুর ১২:৩৭
২৩ শে আগস্ট, ২০১৪  দুপুর ১২:৩৭
মামুন রশিদ বলেছেন: সুন্দর গান ।
  ২৬ শে আগস্ট, ২০১৪  দুপুর ১:০২
২৬ শে আগস্ট, ২০১৪  দুপুর ১:০২
লিরিকস বলেছেন:  সুন্দর গান 
ভালো থাকবেন ভাইয়া। 
৫|  ২৫ শে আগস্ট, ২০১৪  রাত ১১:৩০
২৫ শে আগস্ট, ২০১৪  রাত ১১:৩০
অঘটনঘটনপটীয়সী বলেছেন: মার জন্মেরও অনেক আগের গান। কিন্তু ভাল লাগে খুবই গানটা।
  ২৬ শে আগস্ট, ২০১৪  দুপুর ১:৩০
২৬ শে আগস্ট, ২০১৪  দুপুর ১:৩০
লিরিকস বলেছেন: ১৯৮৪ সালের গান!!!!
খুব ভাল লাগে খুবই গানটা। 
৬|  ০৭ ই ডিসেম্বর, ২০১৪  সন্ধ্যা  ৬:৪৫
০৭ ই ডিসেম্বর, ২০১৪  সন্ধ্যা  ৬:৪৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: ইচ্ছে করে বুকের ভিতর
লুকিয়ে রাখি তারে
যেন না পারে সে যেতে
আমায় কোনদিনও ছেড়ে
আমি এই জগতে তারে ছাড়া
থাকবো নারে থাকবো না
তারে এক জনমে ভালোবেসে
ভরবে না মন ভরবে না  
অনেক অনেক অনেক ধন্যবাদ।
আহ কি দারুন এক সৃস্টি!!! কি দারুন গানোপিডিয়ার স্রষ্টার সাধনা!
অনেক অনেক কৃতজ্ঞতা 
  ০৮ ই ডিসেম্বর, ২০১৪  বিকাল ৪:০০
০৮ ই ডিসেম্বর, ২০১৪  বিকাল ৪:০০
লিরিকস বলেছেন: অনেক ভালোলাগা ভাইয়া।
©somewhere in net ltd.
১| ২২ শে আগস্ট, ২০১৪  বিকাল ৪:২৫
২২ শে আগস্ট, ২০১৪  বিকাল ৪:২৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
++++++